আসসালামু আলাইকুম।
সবাই পবিত্র রমজান মোবারকের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ।

আশা করি আল্লাহ্’র রহমতে সবাই ভালোই আছেন ।
তো চলুন শুরু করা যাক ।
আমাদের আজকের টপিক, কিভাবে কোনো অ্যাপ ছাড়াই মোবাইলের সম্পূর্ণ স্ক্রিনকে ন্যাগেটীভ মোড (Color Invension) যায়।

বি: দ্র: অনেকের অজান্তেই এই ফিচারটি অন করে ফেলে। এবং ভয় পেয়ে যায়, কারন তারা ভেবে বসে সেই ফোনের ডিস্প্লে খারাপ হয়ে গেছে ।
এমন কেউ থাকলে দেখে নিন এটা কিভাবে হচ্ছে ।

স্ক্রিনশটগুলো ফলো করুন।


》Sattings


》Accessibility

》Vision

》Color Invension

》Turn On Toggle Switch


ফিচারটি চালু হয়ে গেলে ডিসপ্লে এমন হয়ে যাবে।


ফিচারটি বন্ধ করার জন্য একই ভাবে সুইচটি অফ করে দিলেই হবে।
আর একটা কথা হলো এই মোড অন করলেও স্ক্রিনশট নরমাল মোডেই উঠে।

তাই আমি দেখানোর জন্য উপরের স্ক্রিনশট গুলো ইডিট করে নিয়েছি।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই ।
আল্লাহ্ হাফেজ।

16 thoughts on "Color Invension চালু করুন কোনো App ছাড়াই(Up To Android 8.1.0) । এ সম্পর্কে কিছু কিছু মানুষের ভুল ধারণা আছে। [Must See]"

  1. Ridoy Karmokar Contributor says:
    Shudu Samsung kno Onk Phn ai Hoy??
  2. DevX Contributor says:
    শুধু স্যামসাং এর সেটিং এইটা টাইটেল এ উল্লেখ করা উচিৎ ছিল।

    আর “Invention” এবং “Inversion” এর মধ্যে অনেক তফাৎ।

    টাইটেল দেখে ভাবছিলাম নতুন কালার আবিষ্কার করা শেখাবেন?।

    সর্বোপরি পোষ্ট টা ভালো লাগছে!

    1. Rakib_sarkar Contributor says:
      এই ফিচারটি মনে হয় এনড্রয়েড ৭.০+ থেকে কাজ করে। আমার আমার সিম্ফনি ফোনেও এটি আছে।
  3. ABUBOKOR Contributor says:
    কিভাবে কল আসলে রিসিভ করতে হয় এ নিয়েও একটা পোস্ট করেন।
    1. jahid71 Contributor says:
      ?????☺?????????????????????
    2. SR Shoruv Author says:
      একমত???
  4. Devil Demon Shagoto Contributor says:
    ?? last duita comment dhut trickbd te react option nai naile akai 100 ta kore ha ha ditam ar vai post datha parle eidao post koren ki bhabe mobile er screen on korte hoi onek helpfull hoto???
  5. Prince Contributor says:
    good
    Eta nokia 3 teo working
  6. Rabby Jkt Contributor says:
    ভাই পোস্টের টাইটেলে ভুল আছে invention হবে না inversion হবে।
  7. SR Shoruv Author says:
    ওহ তাই কি??
    আপনি না বললে তো জানতেই পারতাম না???
  8. JonyKar2 Contributor says:
    Haha eto lolipop e o ase. Ei to kiso ei jane na
  9. Nur Md Nirob Contributor says:
    ভাই জিপিতে টেকা দেখে কেমনে ? এ নিয়ে একটা পষ্ট চাই ৷
  10. Tangible Belal Contributor says:
    aita ki post er joggo bisoier moddhe pore??

Leave a Reply