আসসালামু আলাইকুম ,


সবাই কেমন আছেন?
আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি।
অনেক দিন পর আবার লিখতে বসলাম। প্রতিবারের মতো আজকেও আমি ছোট টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার ভালো না লাগলে কারও না কারো ভালো লাগবে। আজকে যেহেতু ছোট টিউটোরিয়াল, সো বেশি বক বক করার কোনো মানেই হয় না। আমি আজকে আপনাদের দেখাবো।
প্লেস্টোর থেকে ইন্সটলকৃ apps এবং গেমস আপনার স্টরেজে মানে মেমোরিতে আনবেন।
সাধারণত আমরা, প্লেস্টোর থেকে কোনো ফাইল ইন্সটল করলে তা মেমরিতে আসে না। সরাসরি ইন্সটল হয়ে যায়। এতে উপকার হলেও অনেক সময় আপনার পছন্দের app গুলো ইন্সটল করে রাখার পর ব্যবহার করতে করতে app স্টরেজে ডাটা বেশি হয়ে যায়। এদিকে ডাটা বেশি হয়ে যাওয়ার ফলে। আপনার ফোনের র‍্যাম কমে আসে। তখন আপনি যখন যেকোনো একটি আপনার পছন্দের app প্লেস্টোর থেকে ইন্সটল করতে যান। তখন পরে যান ঝামেলায়। আমি যানি না সবাই এই ঝামেলায় পরে কিনা। কিন্তু আমি পরি প্রায়ই। আর সেই মূহুর্তে ঝামেলা এরাতে আপনাকে কিছু app ডিলেট করতে বলে (আইনন্সটল)। কিন্তু এখানেই আপনার একটা ঝামেলা দূর করতে। আপনার আগের ইন্সটল করা app টা আনইন্সটল করতে হলো। আচ্ছা আমরা যদি প্লেস্টোর থেকে ইন্সটল করা app বা গেমস আমাদের ফোনের স্টরেজে বা এসডি কার্ডে সেভ করে রাখি তাহলে কেমন হয়। নিশ্চয়ই ভালো হয়।
এই সহজ ট্রিক টা অনেকেই জানেন। কিন্তু সবাই তো আর যানেন না। যারা জানেন না শুধু তাদের জন্য। আমি জানিনা এই ট্রিকটা ট্রিক বিডি তে আছে কি না। যদি থাকে এই পোস্ট টা তাদের জন্য। যারা জানেন না। যারা ভুলে গেছেন। আর যারা জানেন তাদের বলছি পোস্ট এ কোনো ভুল থাকলে অনুগ্রহ সেইটা একটু কমেন্টে জানিয়ে দেওয়া। এবার চলুন কাজের কথায় আসি।


এই কাজ টি কর‍তে আমাদের দুইটা apps প্রয়োজন। একটি বললেই চলে। কারন আমাদের প্রয়োজন

app cloner premium v1.5.19, size: 17এমবি

এবং আরেকটা playstore (যেটা সবার ফোনেই থাকে)
এখন কথা হলো app cloner premium version 1.5.19 এইটা কই পাবেন। পোস্টএর নিচে আমি ডাউনলোড লিংক দিয়েছি। সেখান থেকে ডাউনলোড করে নিবেন।

এখন আমাদেরকে যেটা করতে হবে।
প্লেস্টোর ওপেন করুন।



তারপর আপনার ইচ্ছা মত একটা app ইন্সটল করুন। আমি যেমন বোঝানোর শুবিধার্তে Facebook lite দিচ্ছি। আপনি একটা সিলেকশন করুন ইন্সটল দেওয়ার জন্য।





এইবার ইন্সটল শেষ হলে।

ডাটা কানেকশন অফ করে দিবেন। কারন এখন আর ডাটা কানেকশন এর প্রয়োজন নেই।
তারপর ডাউনলোড করলেন যে app cloner premium ওইটা ওপেন করেন।



open করার পর নিচের মত একটা ইন্টারফেস চলে আসবে।

এখন আপনি যে app,টা প্লেস্টোর থেকে ইন্সটল দিয়েছিলেন। আমি যেমন ফেসবুক লাইট দিয়েছিলাম।



আপনি যেটা দিয়েছিলেন সেইটার ডান পাশে নিচের স্ক্রিনশট এর মত তিনটা ডট দখতে পাচ্ছেন।

ওইটায় ক্লিক করুন। তার পর নিচের দিকে দেখুন save নামে একটা ওপশন আছে। ওইটাতে ক্লিক করুন।

দেখুন নিচের মত একটা ইন্টারফেস শো করবে।



এখানে আপনাকে একটা ফোল্ডার সিলেকশন করতে হবে। মানে আপনি যেই ফোল্ডারে apk টি সেভ করে রাখবেন। সেইটা সিলেক্ট করতে হবে। আসা করি বুঝতে পেরেছন। দেখুন আমি একটা সিলেক্ট করেছি। এবার ওইটাতে ক্লিক করেন। তারপর নিচের মত সেভ করে দিন।



তারপর আপনার স্ক্রিনের নিচের দিকে একটা মেসেজ শো করবে।
successfully saved file.
মানে আপনার apk file টা সেভ হয়ে গেছে।



এবার আমাদের কাজ শেষ। এখন আমরা দেখবো ফাইলটা সত্যিই কি মেমোরিতে সেভ হইছে নাকি। ভুয়া। ??

এখন আপনি আপনার ফোনের হোম পেজে ফিরে যান। এখন নিচের মত ফাইল ম্যানেজারে যান।



তার পর আপনি যেই ফোল্ডারে সেভ করে রেখেছিলেন সেখানে যেতে হবে।
আমি আমার ফোন স্টোরেজ এ একটা ফোল্ডার এ সেভ করে রেখেছিলাম। আপনি যেখানে রেখেছিলেন সেখানে যাবেন।



তার পর দেখুন আমাদের কাংখিত apk ফাইল টি সেভ হয়ে আছে।

আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা কাজ বাকি আছে। App cloner Premium 1.5.19 এর ডাউনলোড লিংক নিচে আছে ডাউনলোড করেন।

বুঝতে সমস্যা হলে ভিডিও দেখুন বুঝতে পারবেন

ভালো লাগলে দয়া করে subscribe কইরেন।
ধন্যবাদ।

10 thoughts on "Playstore থেকে ইন্সটলকৃত এ্যাপস বা গেমস আপনার মেমোরিতে সেভ করুন মাত্র ৩-৪ ক্লিকে।"

  1. AB Hrithik Roy Contributor says:
    App ta download hocce na ki post den r ki link den??????
  2. Not Found 404! Author Post Creator says:
    Plz wait bro….
  3. Tangible Belal Contributor says:
    ar thaika app backup n restore use kora onk better
    1. Not Found 404! Author Post Creator says:
      Heida kmne vai….
    2. Tangible Belal Contributor says:
      Playstore a seach dia dakhen app backup & restore
  4. Abedin Contributor says:
    Vai ata diye bodo game file jamon:gta vc,gta sa memory card a neya jabe…
    1. Not Found 404! Author Post Creator says:
      Hmmm…. Kintu Obb file save hobe ki na janina… Karo amar phn er ram 1gb tai try kori na… Game kheli na…
  5. Kawsar Hossain Sagor Author says:
    Eto jhamelar ki dorkar vau??? App share use koren 1 click e kaj
    1. Not Found 404! Author Post Creator says:
      Just mone kore dilm…. Jeta shohoj mone hoy setai korbn… Tnq for feedback.

Leave a Reply