এর আগে এক আমাদের এক ভাই ডাবল ট্যাপ টু স্ক্রীন অন নিয়ে কথা বলেছিলেন।
কিন্তু আমি শুধুুুু ডাবল ট্যাপ টু অন নিয়ে কথা বলবো না ডাবল টাচ স্ক্রিন অফ নিয়েও কথা বলব।

আমাদের মোবাইল স্কিন অন করতে বা অফ করতে পাওয়ার বাটন ব্যবহার করতে হয়।
সেজন্য পাওয়ার পাওয়ার বাটন অতি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাদের ফিঙ্গার প্রিন্ট সিস্টেম আছে তাদের স্ক্রীন অন করার জন্য পাওয়ার বাটন ব্যবহার করতে হয় না ঠিকই কিন্তু স্ক্রিন অফ করার জন্য ঠিকই পাওয়ার বাটন ব্যবহার করতে হয়।
সেজন্য আপনাদের সাথে ছোট্ট একটি এপস নিয়ে কথা বলবো যার মাধ্যমে আপনি ডাবল ট্যাপ করে আপনি স্ক্রিন অন করতে পারবেন এবং ডাবল ট্যাপ করে আপনি স্ক্রিন অফ করতে পারবেন।
এটি আসলে একটি লাঞ্চার যা শাওমি অফিশিয়াালি ভাবে প্লে স্টোরে বিনামূল্যে আপলোড করে রেখেছে। এটি ব্যবহার করে যে শুধু স্ক্রীন অন অফ করতে পাারবেন তাকিন্তু নয় এটি ব্যবহার করলে আপনি টিপিক্যাল শাওমির লাঞ্চার থেকে নতুন একটি এক্সপেরিয়েন্স পাবেন। যার জন্য আপনাকে এই লাঞ্চারটি ব্যবহার করতে আরো উৎসাহিত করবে।

যার ফলে আপনার পাওয়ার বাটনের উপর খুব একটা চাপ পড়ে না ফলে আপনাদের মোবাইলের পাওয়ার বাটন অনেকদিন দীর্ঘস্থায়ী হয়।

Screen OFF system

আপনি চাইলে প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন
https://play.google.com/store/apps/details?id=com.mi.android.globallauncher

এখন লাঞ্চারটি ওপেন করুন।

POCO Launcher 2.0

হোমস্ক্রিনে গিয়ে ট্যাপ করে ধরে থাকুন। তাহলে মার্ক অপশনটি পাবেন। এই মার্ক অপশনে প্রবেশ করুন।

Step 1.1

More এ ক্লিক করুন।

Step 1.2

এখন পোকো লাঞ্চারটি প্রথমে ডিফল্ট হিসেবে সেট করুন।
এবং দুই নাম্বার মার্ক টি চালু করে দিন।

Step 1.3

এখন থেকে আর আপনাকে স্ক্রীন অফ করার জন্য পাওয়ার বাটন ব্যবহার করতে হবে না একসাথে ডাবল ট্যাপ করলেই আপনার ফোনের স্ক্রিন অফ হয়ে গিয়ে অটোমেটিক লক হয়ে যাবে ।

Screen ON system

ডাবল ট্যাপ করে যারা স্ক্রীন অন করতে পারেন না শুধুমাত্র তাদের জন্যই পদ্ধতিটি বলে দিচ্ছি।
আপনারা শুধু একটু কষ্ট করে অনুসরণ করুন।
প্রথমে আপনি আপনার সেটিংস এ যান।
তারপর ডিসপ্লে সেটিংসে ক্লিক করুন।

Step 2.1

এখন আপনি মার্ক করা অপশনটি চালুু করে দিন।

Step 2.2

এখন আপনি আপনার ফোনের হোমে গিয়ে ডাবল ট্যাপ করলেই বুঝতে পারবেন।

 

ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

ভালো থাকবেন সবাই।

7 thoughts on "Double tap to screen OFF and ON for xiaomi new user."

  1. Ridoy Karmokar Contributor says:
    Xiaomi te atto kisu lage nah Screen Off Korar Jonno widgets ache R Screen On Ar Phone theke Option ache??
    1. julkafur rahman Author Post Creator says:
      Thanks for your opinion.
  2. parves Contributor says:
    Nokia 6 are Kon trick ni..
  3. Ahmed Miraz Contributor says:
    মানসম্মত পোস্ট করেও টিউনার হতে পারছি না,,
    অথচ এসব পোস্ট পাবলিশ হয় কি করে

Leave a Reply