হ্যালো বন্ধুরা,
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার হাতের Drawing এর মাধ্যমে লিখে Google এ সার্চ করতে পারবেন।এর জন্য আপনাকে কিবোর্ড টাইপ করতে হবে না জাস্ট Draw করবেন আর আপনার Draw করা Word চলে আসবে।Draw Tool আনার জন্য আপনাকে একটু কাজ করতে হবে।

প্রথমেই আপনি চলে যান আপনার Chrome ব্রাউজার অ্যাপের মধ্যে।এরপর দেখবেন সার্চ বারে Google.com লিখুন।অথবা Google এর মেইন পেজে চলে যান।ওখানে দেখতে পাবেন একদম নিচে লিখা আছে Settings ক্লিক করুন।

এরপর দেখতে পাবেন Search Settings সেখানে ক্লিক করুন।

এখন দেখুন কোথায় HandWriting লিখা আছে।পেয়ে গেলে Enable করে দিন।এরপর নিচে Save বাটন এ ক্লিক করে সেভ করুন।


এখন আবার গুগল এ চলে আসুন।এখন দেখুন g এর মতো একটি আইকন আছে ওটায় ক্লিক করুন।

এখন আপনি যা লিখতে চান লিখুন এবং সার্চ করুন। খুবই সুন্দর একটি ফিচার।





জানার কোন বিকল্প নেই জেনে রাখুন হয়তো আপনার কোনোদিন এটি কাজে লাগবে।

ধন্যবাদ

ভুল ত্রুটি ক্ষমা করবেন

7 thoughts on "টাইপ না করেই গুগল এ সার্চ করুন! ব্যবহার করুন Draw Tool ?"

  1. Dip Dey Contributor says:
    Jani Bro~ ~Nice
    1. Loriex Author Post Creator says:
      Ooo. Thanks ?
    1. Loriex Author Post Creator says:
      ?
    1. Loriex Author Post Creator says:
      Thanks ?

Leave a Reply