আজকে দেখাবো একটি গুরুত্বপূর্ন টিপস। আপনি তো স্মার্ট ফোন বা Android ফোন ব্যবহার করেন। মনে করেন আপনার ফোনের প্রথম ভার্সন ছিলো Lolipop 5.1.1. কিন্তু আপনি তা Update করে Marshmallow 6.1 করে নিলেন। এখন আপনি আগের ভার্সনে অর্থাৎ Lolipop 5.1.1 এ কিভাবে ফিরে যাবেন।

এখন নিশ্চয় বুঝে গেছেন কি নিয়ে টিউন করতে চলেছি। এই টিউনে আমি Samsung ফোনের Downgrade করা শিখাবো।

Downgrade Samsung

আপনার যদি Samsung ফোন থাকে আর তাতে যদি পুরনো ভার্সন ব্যবহার করতে চান তাহলে, খুব সহজেই এটি করতে পারবেন। Odin ব্যবহার করে আমরা Samsung ফোন কে Downgrade করব কম্পিউটারের সাহায্যে।

Step-01

প্রথমে আপনার ফোনের জন্য Google থেকে পুরনো ভার্সনের Stock Firmware ডাউনলোড করে কম্পিউটারে সেভ করে রাখুন। আপনার ফোনের model লিখে Google এ Search করলেই পেয়ে যাবেন।
এটিও Download করে নিন পিসিতে Odin Flash Tools

Step-02

1# এখন আপনার কাজ হলো ২টা ফাইল Odin এবং Stock Firmware কে Extract এবং Odin কে রান করান।
2# Odin tools থেকে PDA বাটন ক্লিক করুন। এবং আপনার Stock Firmware Extracted ফাইল সিলেক্ট করুন।
3# Odin Tools থেকে Repartition অপশন ডিসিলেক্ট করুন। এবং Auto Reboot এবং F.Reset Time চেকমার্ক দিন।TrickFox

#4 আপনার ফোনের Power Off করুন। এরপর আপনাকে ফোনের Volume Down Home Power বাটন চেপে Hold করুন কয়েক সেকেন্ডের জন্য। তারপর Volume Up চাপ দিন এবং ফোন Downlgrade মোডে Reboot নিবে।
#5 এখন USB কেবলের সাহায্যে আপনার ফোন কম্পিউটারে কানেক্ট করুন। তারপর Odin Start করুন। এবং Odin আপনার Stock Firmware flash করতে শুরু করবে।
যখন ফ্লাশ করা সম্পূর্ণ হয়ে যাবে আপনার Reboot হবে এবং আপনি আগের ভার্সনটি ব্যবহার করতে পারবেন।

তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন Trickbd এর সাথে থাকুন । আর এই সাইট যদি ভালো লাগে আপনার বন্ধুদের জানাবেন । ধন্যবাদ ।

Trickfox এ খুব সহজেই ৩০ টাকা মোবাইল রিচার্জ নিন একদম ফ্রি। বিস্তারিত দেখে আসুন

7 thoughts on "আপডেট করা Samsung এর পুরনো ভার্সন কিভাবে Downgrade করবেন.??"

  1. ERROR Contributor says:
    শাওমিতে??
  2. ηιѕнαт ѕσмяαт Contributor says:
    vai Odin download link naito, remove dekhacche!
  3. এই নিয়ম হলো মোবাইল ফ্লাশ ও আপডেট করার নিয়ম,
    ডাউনগ্রেট এভাবে করে না,,
    টপিক আসা করি চেঞ্জ করবেন
  4. Hidden Wiki Contributor says:
    এইভাবে করলেই হবে না। usb ড্রাইভার ও installed দিতে হবে ।
  5. NISHAT Contributor says:
    Vai Huawei er jonno… Are Usb driver kivabe install kore computer? Janaben.. Are jodi trickbd te ai niye post theke thake tao ektu janeben.. Thanks
  6. Mohammed Ruman Contributor says:
    onk dhonnobad…

Leave a Reply