সবাই কেমন আছেন?.আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।
আজকে দেখাবো, যেকোন জাভা,নোকিয়া,এন্ড্রয়েড, অথবা পিসি যেকোন ডিভাইস দিয়ে কিভাবে একদম সহজে বা মাত্র কয়েক সেকেন্ড এ যেকোন ছবির background remove,blur, or change করবেন।
তো চলুন দেরি না করে ট্রিক্স টা শুরু করি,,,,, ??
[তার আগে বলাই বাহুল্য যে, পোষ্ট টা আমি নিজে করেছি। কোনো সাইটে আগে দেখি নাই।
তাই কেউ কপি মনে করবেন না। অর্থাৎ এ পোষ্ট সম্পুর্ন আমার নিজের লেখা।]
? প্রথমত যেকোনো একটা browser open করুণ।
যেমন :- আমি ক্রোম ব্রাউজার অপেন করলাম।
এই বার সার্চ এই সাইটে যান, অথবা এই লিঙ্গে ক্লিক করুণ।
REMOVE.BG
এখন আপনার সামনে এরকম একটা পেজ আসবে, আপনি স্ক্রিনশটে দেখানো নির্দেশনা অনুযায়ী কাজ করেন।
যেকোনো একটা পিক বা আপনি যে ছবিটি ইডিট করবেন সেটি সিলেক্ট করুন।
দেখুন এখানে কিন্তু দুটা ছবিই শো করছে। মানে original pic and background remove pic…..
এখানে থেকে আপনি সরাসরি ডাউনলোড ও করতে পারবেন চাইলে background remove or change ও করা যাবে। এজন্য edit এ ক্লিক করুণ।
দেখুন, আমি already এই ছবির background change করে blur ও করেছি।আপনি ও করতে পারবেন।
বাকি কাজ আপনি নিজের মতো করুন। আমি শুধু screen short দিচ্ছি।
এছাড়াও আরো কিছু কথা হচ্ছে, আপনি নিজের মতো করে ছবি ইডিট করতে পারবেন।
আরো বিস্তারিত জানতে এ পোষ্ট দেখুন
দেখুন
এখন এটা দেখুন।
ডাউনলোড করা শেষ?
ওকে। এখন তাহলে,
একটা রিকোয়েস্ট করবো, পোষ্ট টি কেমন লাগলো জানাবেন।
এ পোষ্ট টি ও দেখতে পারেন
SHAREit এর মাধ্যমে একদম ফ্রিতে খেলুন অসাধারণ একটা গেম একদম ফ্রিতে
⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵⤵
ফেসবুকে আমি
My New Blog Site
ভাই আপনি কি একটা কাজ দিবেন নাকি?