আসসালামু আলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভাল আছেন। কারণ ট্রিকবিডি সাথে থাকলে সবাই ভালই থাকে। আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি

আজকে আপনাদেরকে দেখাব কিভাবে আপনার মোবাইলে কোন অ্যাপ ছাড়া কম্পিউটারের মত আপনার মোবাইলে মাউস ব্যবহার করবেন এই Tricks হয়তো অনেকেই জানেন তবে যারা জানে না তাদের জন্য অনেক উপকার হবে বলে শেয়ার করেছি তো বেশি কথা না বলে চলুন সরাসরি মুল পোস্টে চলে যাই

চলুন তাহলে শুরু করা যাক:


প্রথমে আপনার মোবাইলের সেটিং এর উপর ক্লিক করুন

সেটিং এ আসার পর এরকম ইন্টারফেস আসবে আপনারা slide down করে একটু নিচে চলে যাবেন

তারপর এখান থেকে Accessibility এর উপর ক্লিক করুন

তারপর এখান থেকে Dexterity and Interaction এর উপর ক্লিক করুন

তারপর এখান থেকে Assistant Menu এর উপর ক্লিক করুন

তারপর এখান থেকে এটাকে On করে দিন

তার পর এরকম একটা আইকন ডিসপ্লে তে চলে আসবে এখন আপনারা হোম বাটনে ক্লিক করে হোম চলে আসুন

হুমে আসার পর আইকনটির উপর ক্লিক করুন

তারপর এখান থেকে down আইকনের উপর ক্লিক করুন

তারপর এখান থেকে Cursor এর উপর ক্লিক করুন

তারপর দেখবেন যে কম্পিউটারের মত মাউস চলে আসছে ডিসপ্লেতে

আশা করি আপনাদের কে বুঝাইতে পারছি যদি পোস্ট টি আপনাদের কাছে ভাল লাগে তাহলে অবশ্যই পোস্টটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন

ধন্যবাদ সবাইকে পুরো পোস্টটি পড়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রিকবিডির সাথেই থাকবেন

5 thoughts on "এখন থেকে আপনার মোবাইলে কম্পিউটারের মত মাউস ব্যবহার করুন কোন অ্যাপ ছাড়া"

    1. Ibrahim Khan Contributor Post Creator says:
      Thanks
  1. monna Contributor says:
    Mi 6x ey Ki ai system ta ace?
  2. ভাই হোম এ তো আইকন টা আসে না
  3. sakibur51 Contributor says:
    Vai Ai Trick Ta Ki Android Ar Sob Phone A Hobe?
    Semphony-V110 Ai Phone Ta Te Hobe?

Leave a Reply