১বছর পর লিখতে বসলাম তাই সাজিয়ে কোড দিয়ে সুন্দর করে লিখতে পারিনি 🙂

অরিজিনাল পোস্ট

https://forum.xda-developers.com/android/software-hacking/goodbye-ads-advanced-protection-ads-ad-t3827269
এই সফটওয়্যারটি মূলত ভিপিএন ইউজ করে এড হোস্ট ব্লক করে রাখে।
তাই যে কোনো অনলাইন গেম বা সফটওয়্যার এ থাকাকালীন এড আসতে পারবেনা।
যেহেতু ভিপিএন ইউজ করছে তাই মোটামোটি ব্যাটারি টানবে।
তাই দরকার হলে অন এবং কাজ শেষে অফ করে রাখবেন।

ডাউনলোড লিংক – https://drive.google.com/file/d/1LBK2ek8fq263PuWE1D4oDre-jbXmeV4i/view?usp=drivesdk

সফটওয়্যারটি ওপেন করে

 Menu >ad blocking > host list > Goodby ads by jerryn70 এ yes দিয়ে 

ব্যাক এসে সফটওয়্যার টি এক্টিভ্যাট করে দিবেন কাজ শেষ।

4 thoughts on "যেকোনো এন্ড্রয়েড ফোন এর হোস্ট থেকে এড ব্লক করে দিন (no more ads from any online game or apps)"

  1. MD Shakib Hasan Contributor says:
    Thanks For Share
  2. Dip Dey Contributor says:
    তাহলে কি Redmi Ph এর System Software এর এড ও দেখাবে না
    1. MujahiD ~ (MarkAsYourDAD) Author Post Creator says:
      হয়তো দেখাবেনা
      মিউআই এড অফ করার অপশন দিছে ওখান থেকেই আমি আগেই অফ করে রাখছি এজন্য সঠিক ভাবে বলতে পারছিনা।
    2. Hasib106083 Contributor says:
      Kothai off krar options dise

Leave a Reply