আস্সালামু-আলাইকুম।কেমন
আছেন সবাই। আশা করি
ভালো আছেন।আমিও
ভালো আছি।আজ আবারও
একটি গুরুত্বপূর্ণ
টিউটোরিয়াল নিয়ে
হাজির হলাম আপনাদের
সামনে।আজ আমি গুরুত্বপূর্ণ
পাঁচটি এপপ্স সম্পর্কে
আলোচনা করবো যেগুলো
প্রায় সব স্মার্টফোন এ
থাকা জরুরি।বর্তমান এই
যুগে সবাই কম বেশি
স্মার্টফোন ব্যবহার করি।
আর এই স্মার্টফোনটি আরো
স্মার্ট হয়ে উঠে বিভিন্ন
এপপ্স এবং গেমস এর
সমাহারে।আর তাই আজ
আমি এই টিউটোরিয়ালে
এমন পাঁচটি এপপ্স সম্পর্কে
আপনার জানাবো যেগুলো
বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে
অনেক সহায়ক ভূমিকা পালন
করে।
তো চলুন শুরু করা যাক।

kine master

: এটি একটি ভিডিও এডিটিং এপ।এই
এপটির সাহায্যে খুব
প্রফেশনালভাবে ভিডিও
এডিটিং করা যায়।যারা
মোবাইল দিয়ে ইউটিউবিং
করে তাদের জন্য এই এপটি
অন্যতম একটি চয়েজ।
অনেকেরই কম্পিউটার না
থাকায় ভালো ভিডিও
এডিটিং করতে পারে না।
আর তাই আমি বলবো এই
এপটি ব্যাবহার করতে।

Sketch

:- কার্টুন আকার জন্য
এই এপটি একদম পারফেক্ট।
আমাদের মধ্যে অনেকেই
ডিজাইন রিলেটেড কাজে

যুক্ত আছি বা অনেকেরই
ডিজাইন করতে ভালো
লাগে।অনেকেই
মাইক্রোসফট পেইন্টার
দিয়ে বিভিন্ন কার্টুন
বানিয়ে থাকে।যেটা শুধু
কম্পিউটার এ বাবহার করা
যায়।যা অনেকেরই সম্ভব
হয়ে উঠতে পারে না।এই
sketch এপটিতে প্রায় সব
অপশনই আছে যা
মাইক্রোসফট পেইন্টার এ
রয়েছে।
<h2Shazam

:- এটি মূলত
তাদের জন্য যারা সংগীত
প্রিয়।যেকোনো গান,
সেটা হোক ইংলিশ বা
আরাবিক, আপনি এই এপটির
সাহায্যে শুনতে পারবেন।
এই এপটির একটি অসাধারণ
বৈশিষ্ট্য হলো মনে করেন
আপনি একটি গান শুনতে
চাঁচ্ছেন কিন্তু গানের নাম
জানেন না ।শুধু গানের
একটা সুর আপনার মনে আছে।
ব্যাস হয়ে গেল।আপনার সেই
সুরটা শুধু এপটিকে শুনিয়ে
দিবেন ।আর কিছু করা
লাগবে না।

Office suite

:
ব্যাক্তিগতভাবে আমি এই
এপটিকে অনেক পছন্দ করি।
কারণ এই একটা এপ তিনটি
এপের কাজ করে একসাথে।
মাইক্রোসফট
ওয়ার্ড,এক্সসেল,পাওয়ার
পয়েন্ট এই তিনটি এপ্পসের
কাজ একাই করে থাকে ।
আমাদের লেখাপড়ার
প্রয়োজনে অনেক সময়
স্লাইড বানাতে
হয়,রিপোর্ট তৈরি করতে
হয়,এক্সসেল সিট বানাতে
হয়।যার জন্য
ওয়ার্ড,পাওয়ার
পয়েন্ট,এক্সসেল আলাদা

আলাদা ভাবে ব্যাবহার
করতে হয় যা অনেকটা
ঝামেলাপূর্ন।

Draw cartoons

: এই এপটি মূলত কার্টুন এর এনিমেশন বানানোর জন্য
বিশেষ ভাবে তৈরি করা
হয়েছে।
sketch এপটি দিয়ে
অনেক সুন্ধর কার্টুন
বানানো যাবে কিন্তু
এনিমেশন বানানো যাবে
না।তাই এই এপটি দিয়ে
বানানো কার্টুন আপনি
এনিমেশন এ রূপান্তর করতে
পারবেন।
সবগুলো এপপ্স
আপনি গুগল প্লে স্টোর এ
সার্চ দিলেই পেয়ে
যাবেন। পরিশেষে একটা
কথা বলতে চাই,যদি
টিউটোরিয়ালটি আপনার
একটু হলেও উপকারে আসে
তাহলে এই বান্দার জন্য মন
থেকে দুয়া করে দিবেন
যাতে এরকম আরো
টিউটোরিয়াল নিয়ে
আসতে পারি ইনশাল্লাহ।
ধণ্যবাদ সবাইকে।
টিউনটি কেমন হয়েছে তা
পুরোটাই আপনাদের উপর
নির্ভর করবে। So, কমেন্ট
বক্সে লিখে ফেলুন কেমন
হয়েছে।

আমি দুঃখিত যে এপ গুলোর ডাউনলোড লিংক দিতে পারলাম না। আপনারা প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন।

সময় পেলে আমার site থেকে ঘুরে আসবেন।

এবং এন্ডরোইড মোবাইলের যেকোনো প্রবলেম হলে এই ফেসবুক জয়িন হয়ে পোস্ট করুন হেল্প পাবেন 100%।

12 thoughts on "নিয়ে নিন Android মোবাইলের জন্য ৫ টি প্রয়োজনীয় অ্যাপ। (অবশ্যই কাজে লাগবে)"

  1. Rakibnil Contributor says:
    আরে ভাই সব গুলোর লিংক Add করেন এটা ঠিক নাকি আমরা খুঁজব কেন
    1. Shakib Author Post Creator says:
      Vai Youtube A Searce Dile Paben
  2. Rakibnil Contributor says:
    ভাই এনাইম ফটো কি করে বানানো যায় বলেন প্লিজ
  3. Rakibnil Contributor says:
    ভাই আপনাকে অসমাপ্ত ধন্যবাদ এই ধরনের আরো অনেক পোষ্ট চাই প্লিজ
    1. Shakib Author Post Creator says:
      Thx
  4. All Razik030 Contributor says:
    আমাকে গুগল ড্রাইভে জাভা কোর্স দিতে পারবে কেউ
  5. Farhanx Contributor says:
    App er nam thik kore likhte shikhen nai(skatch na sketch,,catoons na cartoon) ..abar app review kortechen???
    1. Shakib Author Post Creator says:
      Vai Pore Valo Kore Post Korbo
  6. Rahim Contributor says:
    টাইটেলের এন্ড্রয়েড বানানটা ঠিক করেম
  7. EagleEye98 Contributor says:
    মাইক্রোসফট এক্সেল শিট যাকে বলছেন তা হলো আসলে স্প্রেডশিট যাতে হিসাব লিখা হয়। এক্সেল হলো মাইক্রোসফটের দেওয়া নাম।
    উদাহরণ হিসেবে দেখেন জ্বরের ঔষধের জেনেরিক নাম প্যারাসিটামল, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে চালায়ে দেয়, বেক্সিমকো চালায়সে নাপা নামে, স্কয়ার চালাচ্ছে এইস নামে।
    যেইটার যা নাম, তাই লিখবেন পোস্টে, পোস্ট মানসম্মত লাগবে দেখতে & পড়তে।

Leave a Reply