সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে টিউন শুরু করছি।

কি পোস্ট টাইটেল দেখে চোখ কপালে উঠে গেছে!
ওঠারই কথা।

আগেই বলে রাখছি এটা কোন স্পাম পোস্ট না তাই এডমিন , মডারেটর ভাইয়ারা প্লিজ ডিলিট করবেননা। আমি জানি এই সাইটে এই অ্যাপটি নিয়ে পোস্ট আছে। কিন্তু আমি লেটেস্ট ভার্শন আর বিস্তারিত শেয়ার করছি। এবং অ্যাপটির কিছু সমস্যার সমাধানও নিয়ে এসেছি।

প্লিজ আগে পুরো টিউনটি মনোযোগ দিয়ে পড়ুন। স্পাম মনে করলে আপনারই লস

আমি যে এপটা শেয়ার করতে যাচ্ছি সেটা অনেকেই ইতিমধ্যে ব্যবহার করেছেন। কিন্তু রেফারেলে কম টাকা দেওয়াতে অনেকেই সেটাতে আর কাজ করেননা।

অ্যাপটির বৈশিষ্ট্য –


1. অ্যাপটিতে সাইন আপ করার পর ভিতরে যে অ্যাপগুলা থাকে ওগুলা ইনস্টল করে প্রতি অ্যাপে 15-20 টাকা এবং প্রতি রেফারেলে 40 টাকা ইনকাম করা যায়।

কিন্তু আগে এই অ্যাপটির একটা দোষ ছিল । ওরা মিনিমাম পেমেন্ট দিত 50 টাকা। কিন্তু কয়েকদিন আগে ওরা অ্যাপটির লেটেস্ট ভার্শন বের করেছে যেখানে ওরা সর্বনিম্ন 10 টাকা থেকে পেমেন্ট দিচ্ছে।

এবার বলি অ্যাপটির নাম। নাম হলো Mcent তবে এটি লেটেস্ট ভার্শন তাই আগের সব সমস্যার সমাধান নতুন ভার্শনে করা হয়েছে।

Download Link – Download Mcent (Latest + Bug fixed).apk

যা যা করবেন,
১) আপনার নাম্বার দিয়ে Sign Up
করেন।

২) Mcent এ দেখেন কিছু app আছে যে
গুলা
ডাউনলোড করলে আপনি টাকা
পাবেন।
[যেভাবে একটি এ্যাপ ইনস্টল করবেন ↓↓ ]
৩) ইচ্ছা মত একটা App এ ক্লিক করেন।
৪) get the app এ ক্লিক করেন।
৫) ইউসি অথবা অপেরা select করেন।
৬) ডাউনলোড শেষ হলে সাথে সাথে
Play
store
থেকে app টা অপেন করে
40 সেকেন্ড
অপেক্ষা করেন।
৭) এরপর account এ টাকা অ্যাড হয়ে
যাবে।
৮) সর্বনিম্ন 10 টাকা হলে রিচার্জ করতে
পারবেন ।
এবার Try করে দেখুন।
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো
থাকুন এবং সব সময় এই সাইটের সঙ্গেই থাকুন ।।।

কপি করলে ক্রেডিট দিবেন।

আর কোন সমস্যা হলে ফেসবুকে আমি আছি

4 thoughts on "[Apps] [ঈদ বোনাস] এই ঈদে একটি মাত্র অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে 1-2 ঘন্টায় ইনকাম করুন কমপক্ষে 500-1000 টাকা। আরে ভাই না দেখলে পস্তাবেন।"

  1. just Atik Contributor says:
    সাইন ইন করার পর এমসেন্টের ভেতর তো ডাউনলোড করার জন্য কোন এপ্সই আর পেলামনা
    1. OR Miraz Author Post Creator says:
      মাঝে মাঝে এরকম হয় কিছুক্ষণ পর পর এমসেন্ট এপটি Force Stop করে আবার চেস্টা করুন দেখুন অ্যাপ লিস্ট দেখা যাবে।
  2. e.kholil07 Contributor says:
    ভাই নিজে আগে পাইয়া পরে অন্যকে জানান……।
    ভূয়া খবর কই পান ।।
  3. Saiful Islam Shawon Contributor says:
    বুঝলাম না কোনো এপ্স ই সো করতেছে না কেনো??

Leave a Reply