Be a Trainer! Share your knowledge.
Home » Android Tips » ১ জিবির ভিডিও ৩০০ এমবি ।ভিডিওর কোয়ালিটি ঠিক রেখে ভিডিওর সাইজ কমিয়ে ফেলুন । Videoprees Apps Tutorial Bd

১ জিবির ভিডিও ৩০০ এমবি ।ভিডিওর কোয়ালিটি ঠিক রেখে ভিডিওর সাইজ কমিয়ে ফেলুন । Videoprees Apps Tutorial Bd

১ জিবির ভিডিও ৩০০ এমবি ।ভিডিওর কোয়ালিটি ঠিক রেখে ভিডিওর সাইজ কমিয়ে ফেলুন ।

 

  কিছু কথা

আচ্ছালামুয়ালাইকুম

যাদের আজকের এই পোষ্টের উপর আগে থেকেই ধারণা রয়েছে তারা এই পোস্টটিকে ইগনোর করতে পারেন। 

সবাই কেমন আছেন.?  আশা করি ভাল…. ট্রিকবিডির মেম্বার সবসময়ই ভালই থাকে। 

সর্বপ্রথম আমি একজন মুসলিম আর প্রত্যেক মুসলমান একে অপরের ভাই ভাই, প্রতিটি পোস্ট সময় ব্যয় করে কস্ট করে নিজে হাতে লিখি। তাই পোস্ট এর ভিতরে ছোটখাটো ভুল হতেই পারে, তাই যদি পারেন ছোট ভাই মনে করে নিজগুণে ক্ষমা করে দিবেন। কোন প্রকার ভুল হলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।তাৎক্ষণিকভাবে যদি পারি পোস্ট ঠিক করে আপডেট করে দিব। আর যদি তা না হয়,তাহলে পোস্ট ডিলিট করে দিব। তারপরও কমেন্টে আজে বাজে কিছু লিখবেন না। এবং রিপোর্ট করবেন না। এত কষ্ট করে পোস্ট বানাই অবশ্যই রিপোর্ট বা আজেবাজে কমেন্ট শোনার জন্য নয় …

আশা করি যা বুঝাতে চেয়েছি আপনি সেটি বুজতে পেরেছেন।

আসসালামু অলাইকুম,
আজকের এই পোস্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যেকোন ভিডিও হাইলি কমপ্রেস করে ভিডিওর কোয়ালিটি ও ফ্রেমরেট ঠিক রেখে ভিডিওর সাইজ একদম নামিয়ে বা কমিয়ে আনতে পারবেন । যেমন ধরুন 1 জিবির কোন ভিডিও আপনি চাইলে ভিডিওর কোয়ালিটি ঠিক রেখে ভিডিওর সাইজ 300 এমবি তে আনতে পারবেন।

প্লেস্টোর অনেক এই রকম অনেক অ্যাপ্লিকেশন দেখতে পারবেন ।যেগুলো দ্বারা ভিডিও রিসাইজ করা যায় এবং সেই গুলোতে যদি আপনি ভালভাবে লক্ষ করেন তাহলে দেখতে পারবেন যে ভিডিওর সাইজ কমানো যায় ঠিক কিন্তু ভিডিও রেজুলেশন কমে যায় ।

 

আজকে এটাই আমি দেখাবো কিভাবে ভিডিওর কোয়ালিটি ঠিক রেখেই ভিডিওর সাইজ কমিয়ে আনবেন।

তো চলুন শুরু করি।

 

সর্বপ্রথম প্লে স্টোর থেকে (Video Press) এই অ্যাপ্লিকেশনটি নামিয়ে নেবেন। নিচে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে চাইলেও ডাউনলোড করতে পারেন ।

 

Download

অ্যাপ্লিকেশনটি Open করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে।

আপনার মেমোরিতে যত ভিডিও রয়েছে সকল ভিডিও এখানে শো করবে।

এবার যে ভিডিওর সাইজ কমাতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে start processing এ ক্লিক করুন ।

 

তারপর এইখানে আমার ভিডিও দেখতে পাচ্ছেন যেটার সাইজ কিনা ১১৩ এমবি । এবং নিচে দেখতে পাচ্ছেন ৩ টা সাইজ ভিডিও সাইজ কমানো যাবে ।

আমি এবার small রেখে compress video ক্লিক করলাম ।

 

কিছুক্ষণ সময় নিবে video rendering হতে ।

তারপর এখানে দেখতেই পাচ্ছেন যে আমার পুরনো ভিডিও ১১৩ এমবি ও ভিডিও compress করার পর নতুন সাইজ মাত্র ২৭ এমবি ।

এবার আমি mx প্লেয়ার থেকে ভিডিও ডিটেইল দেখিয়ে দিচ্ছি যে আমার ভিডিওর কোয়ালিটি ঠিক আছে কিনা ।

যেমনটা দেখতেই পাচ্ছেন যে আমার ভিডিওর রেজ্যুলেশন 2k আছে ও ফ্রেম রেট 60 আছে । এমবি টা ২ এমবি বেশি দেখাচ্ছে ব্যাপার না? । ১০০ এমবি থেকে ৩০ এমবি তে এসে নেমেছে ।

আর এইভাবেই আমি আমার ভিডিও কমপ্রেস করে ইউটিউবে আপলোড করি ।

বুঝতে কোনরকম জামেলা হলে ভিডিওটা দেখে আসতে পারেন । ??????

Video link YouTube

আর হ্যা ইউটিউবে ছোট্ট একটা চ্যানেল ভাল লাগলে সাবস্ক্রাইব করবেন । এই ছোট্ট ভাইটি সবার কাছে সাহায্য পর্থি ।সবার সাপোর্ট চাই । ????????????

আজকের পোষ্ট এই পর্যন্তই ।পোস্ট কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ।
দানবাদ পোষ্টটি লাস্ট পর্যন্ত পড়ার জন্য ।
সকলেই ভাল থাকবেন সুস্থ থাকবেন ।

???????????

আল্লাহ হাফেজ


আমি  জাহিদুল  আছি আপনাদের সাথে। যেকোন সমস্যায় যোগাযোগ করতে পারেন

Any Problem Contract To Me 
Facebook Id  Click Here
Email Id Click Here

এই মহামারি করুনার ভিতর সকলেই ভাল থাকুন সুস্থ থাকুন

 

4 years ago (Oct 24, 2020)

About Author (14)

sojib671
author

কিছু শিখতে ও শিখানোর প্রত্যাশায়। সততা নিয়ে বাচতে চায়।লাইফটাকে আলসামি দিয়ে নয় লাইফের সাথে যুদ্ধ করে বেচে থাকতে চায়। https://t.me/nirobami

Trickbd Official Telegram

19 responses to “১ জিবির ভিডিও ৩০০ এমবি ।ভিডিওর কোয়ালিটি ঠিক রেখে ভিডিওর সাইজ কমিয়ে ফেলুন । Videoprees Apps Tutorial Bd”

  1. Rezaul013 Contributor says:

    Vai plystore ata to pai na

  2. sojib671 Author Post Creator says:

    link deya ase click Kore download korun

  3. sojib671 Author Post Creator says:

    link deya ase click Kore download korun

  4. A2 Contributor says:

    faltu post kono kajer noy……. video ekdom nosto hoye jay

  5. Nishat Roni Contributor says:

    Bitrate komiye fele …

  6. sojib671 Author Post Creator says:

    Tnx bro

  7. Author says:

    100MB file Komate 10min Laglo… Jani na 1GB compress korte koto khon Lagbe ?

  8. Mahim Author says:

    অনেক টাইম লাগে :c

  9. Sakib Contributor says:

    ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে আমার ক্ষেত্রে। ঝাপসা হয়ে যায়।

Leave a Reply

Switch To Desktop Version