হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন।
আজকাল প্রায় সবাই টিকটকের সাথে কম বেশি জরিত।
অনেকে শুধু টিকটক ভিডিও দেখে, এবং অনেকে ভিডিও দেখার পাশাপাশি ভিডিও তৈরীও করে থাকে।

আর আমার আজকের পোস্টটি তাদের জন্য যারা টিকটক ভিডিও তৈরী করেন কিন্তু ভিডিও ভাইরাল হয়না, আর টিকটক যদি For You তেই না যায় তাহলে ভাইরাল হবেই বা কি করে?

তাই যদি আপনার ভিডিও ফর ইউ তে না যায়, তাহলে এই পোস্ট টি ভালো ভাবে পড়ুন। আশা করি উপকৃত হবেন।
আর পোস্ট শুরু করার আগে আরেকটি কথা,
মানুষ মাত্রই ভুল। তাই আমারও এই পোস্টেও ভুল থাকতে পারে। যদি কোনো ভুল থেকে থাকে তাহলে দয়া করে কমেন্টে ধরিয়ে দেবেন। আমি অবশ্যই ভুলটি ঠিক করে দেব।

★ ★ ★ তো চলুন শুরু করি।

★ প্রথমেই আপনি আপনার টিকটক প্রোফাইলে প্রবেশ করুন, তারপর উপরের (…) থ্রি ডট অপশনে ক্লিক করুন
★ তারপর Settings & Privacy অপশনে ক্লিক করুন, তাহলে নিচের স্ক্রিনশট এর মত একটা পেইজ দেখতে পাবেন।

★ এখনে আপনাকে [ Help center ] অপশনটি খুজতে হবে।
খুঁজে বের করে এই অপশনে ক্লিক করুন।
তাহলে নিচের স্ক্রিনশট এর মত আরেকটা পেইজ দেখতে পাবেন।

★ এখানে আপনারা অনেকগুলো অপশব দেখতে পাবেন, এখানে যে বড় করে [For You] লেখা আছে, এখানে ক্লিক করুন।

এখানে ক্লিক করার পর আপনারা নিচের স্ক্রিনশট এর মত আরেকটা পেইজ দেখতে পাবেন।

এখানে নিচে দুইটি অপশন আছে,
১. Yes
২. No

এখানে আপনি ১ নম্বর অপশন Yes এ একটি ক্লিক করে দিবেন।

হ্যা, আপনার কাজ এখানেই শেষ।

প্রত্যেকবার ভিডিও আপলোড করার পর এভাবে এই সেটিং টি করে নিবেন। আশা করি তাহলে আপনার ভিডিও অবশ্যই For You তে যাবে।

আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে।

যদি পোস্টটি বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি বুঝিয়ে দেবো।

ধন্যবাদ।

সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন,
এবং ট্রিকবিডির সাথেই থাকবেন।
নমস্কার

9 thoughts on "Tiktok ভিডিও For You তে যায়না? তাহলে এই পোস্টে সমাধান দেখে নিন।"

  1. Avatar photo Tech Lover Author says:
    কিরে ভাই ১পোস্ট আর কয়বার??
  2. Avatar photo MD FAYSAL Contributor says:
    ভুলে পোস্ট করছেন
  3. Avatar photo MD FAYSAL Contributor says:
    ভুলে পোস্ট করছেন
  4. Avatar photo Anishur Rahman Contributor says:
    এই পোস্টে কমেন্ট করার জন্য ২০১৭-০১-১৫ তারিখের আইডি আজ আবার লগইন করলাম?
    কথা হচ্ছে আপনি কি নিজের জ্ঞানে পোস্ট করেছেন নাকি কোনো জায়গা থেকে কপি করেছেন?? না কি জীবনে টিকটক ছাড়া কিছু চালাননি?? ওরে ভাই Was this helpful এর বাংলা মানে কি?? এর অর্থ ” এটা কি আপনার উপকারে আসছে?” উপকার বলতে উপরে যে লেখাটক আছে সেটা পড়ে কি আপনি উপক্রিত হয়েছেন? আর আপনি এইটা কি বানাইলে???
    শোনেন For you বিষয়টা অলগারিদম, মানে এটা একটি বোট বা রোবট সিস্টেম, এখানে যে কনসিস্ট্যান্সলি কাজ করবে তার ভিডিও অলগারিদম প্রোমট করবে আবার যার ভিডিওতে CTR বেশি হবে তার ভিডিও ও ভাইরাল হবে।
    তাই জনগণকে আগডুম বাগডুম না বুঝিয়ে নিজে আগে জ্ঞান চর্চা করুন, পরে আরেক জনকে জ্ঞান সেয়ার করবেন।
  5. reaz101 Contributor says:
    পাগল নাকি বালের টিকটক
  6. Avatar photo Fahim N Rifat Contributor says:
    আহ্, teickbd তে ও আজকাল tiktok নিয়া পোস্ট হয় ?
  7. Avatar photo AL MAMUN ML Contributor says:
    ভাই উনাকে কেউ নোবেল ছুড়ে মাররেন।
  8. Avatar photo AL MAMUN ML Contributor says:
    এটা সম্পুর্ন ভুল পোস্ট
  9. Avatar photo Haque Battery Contributor says:
    for you তে গেলে কি হবে

Leave a Reply