আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভালো আছেন।

 

ট্রিকবিডির কল্যাণে এখন মোটামুটি সবাই মিরর বট সম্পর্কে জানেন বা বট বানিয়ে ইউজ করছেন।

তো আপনারা জানেন যে মিরর বট বানানোর জন্য প্রধান একটি বিষয় হলো Token.pickle।

কেননা Token.pickle ছাড়া Gdrive মিরর বট বানানো সম্ভব না।

আগে টেলিগ্রাম এর টোকেন পিকেল জেনারেটর বট দিয়ে ইজিলি টোকেন জেনারেট করা যেত।

কিন্তু Google Auth2.0 পলিসি আপডেট এর পর থেকে বট দিয়ে আর টোকেন জেনারেট করা যাচ্ছে না।

যদিও টোকেন টেস্টিং মোড এ রাখলে বট দিয়ে জেনারেট করা যায় তবে ৮-১০ দিন পর অটো রিবোক হয়ে যায়।

মানে আপনার ১০ দিন পর পর নতুন টোকেন জেনারেট করতে হবে।

আগের টা আর কাজ করবে না টেস্টিং মোড এ থাকলে।

যেটা অনেক প্যারাদায়ক।

 

তো চলুন আসল কথায় আশা যাক।

আমি আপনাদেরকে দেখাবো কিভাবে Android ফোনে টোকেন পাবলিশ মোড এ রেখেই আগের মতো টোকেন জেনারেট করতে পারবেন সহজেই পার্মানেন্টলি।

যেটা ১০ দিন পর পর রিবোক হবে না।

 

তো চলুন শুরু করা যাক ?

 

আগেই বলে রাখি এটা Termux মেথড।

তবে ভয়ের কিছু নেই যারা Termux কখনো ইউজ ও করেন নি তারাও পোস্ট টি ভালোভাবে ফলো করলে ইজিলি টোকেন জেনারেট করতে পারবেন।

তো আর কথা না বাড়িয়ে চলুন শিখে নেওয়া যাক।

 

প্রথমেই এই লিঙ্ক থেকে Termux এপ ডাউনলোড করে নিন।

( প্লে স্টোরের Termux দিয়ে কাজ হবে না। কারণ সেটাই এখন আর আপডেট আসে না।)

 

এরপর এই লিঙ্ক এ ক্লিক করুন।

এবং নিচে দেওয়া পদ্ধতি অনুসরণ করুন।

 

 

যতগুলো কমান্ড আছে এক এক করে পেস্ট করতে হবে আর কিছুই না।

একদম সিম্পল।

 

প্রথমেই এখানে ক্লিক করে কমান্ডগুলো কপি করে নিন।

 

 

এর পর Termux এপ এর যেকোন জায়গায় ক্লিক করে Paste এ ক্লিক করুন।

 

 

এরপর এটা কয়েক সেকেন্ড টাইম নিবে ইন্সটল হতে।

আপনার ইন্টারনেট স্পিড এর উপর নির্ভর করে সময় কম বেশি লাগতে পারে।

 

এরপর আপনার Credentials.json ফাইলটি আপনার ফোন মেমোরিতে রাখুন।

আর আগে থেকে থাকলে তো কোন প্রব্লেম নাই।

মনে রাখবেন কোন ফোল্ডার বা এসডি কার্ড এ রাখলে কিন্তু হবে না।ডিরেক্ট ফোন মেমোরি তে রাখতে হবে।

 

এরপর Termux এপ এ স্টোরেজ পারমিশন দিতে নিচের কমান্ড টুকু পেস্ট করুন।

 

 

এরপর ৬ নাম্বার এবং ৭ নাম্বার কমান্ড একে একে পেস্ট করুন।

 

 

এরপর Termux এপ থেকে Exit নিয়ে আবার রিওপেন করুন Termux এপ।

মিনিমাইজ না পুরোপুরি ক্লোজ করে দিন।

 

এরপর ৯ এবং ১০ নাম্বার কমান্ড টি পেস্ট করুন।

 

 

এরপর আপনি নিচের ছবির মতো একটি URL দেখতে পাবেন।

সেটা পুরোটা কপি করুন।

 

 

এরপর যেকোন একটি ব্রাউজার এ URL টি পেস্ট করুন যেটায় আপনি যেই মেইল দিয়ে Credentials.json জেনারেট করেছিলেন সেটা লগইন করা আছে।

অথবা না থাকলে সেই মেইল টি লগইন করে নিন।

 

এরপর নিচের স্টেপ গুলো ফলো করুন।

যখন নিচের মতো লেখা আপনার ব্রাউজার এ শো করবে যে ” The authentication flow has completed. You may close this window’ this massage. then you’re done.” তখন আপনার ব্রাউজার এর কাজ শেষ।

এখন ব্রাউজার থেকে বের হয়ে Termux এপ টি ওপেন করে নিন।

মনে রাখবেন এপটি যেন পুরো সময় ব্যাকগ্রাউন্ড এ রান করতে থাকে।

এপ যদি ক্লোজ করে দেন তাহলে কিন্তু আবার শুরু থেকে সব করতে হবে।

জাস্ট কমান্ড গুলো কপি ইত্যাদি কাজ করার সময় এপটি মিনিমাইজ করে রাখবেন।

 

এরপর ১২ নাম্বার কমান্ড টি Paste করে দিন।

বুম ???

 

ফোনের Download ফোল্ডার এ দেখেন Token.pickle টি ফাইল টি শো করছে।

এই ছিল আজকের টিউরিয়াল।

ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

 

এটা আমাদের মিরোর গ্ৰুপ এর চ্যানেল লিঙ্ক

চ্যানেল এর ভিতর পিন মেসেজ এ গ্ৰুপ লিঙ্ক দেওয়া আছে জয়েন করতে ভুলবেন না।

  • ❤️

 
আর যেকোন সমস্যায় হেল্প এর জন্য আমাকে টেলিগ্রাম এ নক করুন।

কোন কিছু বুঝতে অসুবিধা হলে এই ভিডিওটি দেখে নিতে পারেন।

 

 

আজকে এ পর্যন্তই।

ধন্যবাদ।

#StayHappy

#KeepSmiling

9 thoughts on "যেভাবে খুব সহজেই Android ফোন দিয়ে Token.Pickle জেনারেট করবেন কোন রকম রিবোক ইস্যু ছাড়াই পার্মানেন্টলি। [Latest Method]"

    1. Leonardo Author Post Creator says:
      Thanks for your comment ?
  1. zulkarnayen699 Contributor says:
    great post . keep posting
    1. Leonardo Author Post Creator says:
      Thanks ?

Leave a Reply