আসসালামু আলাইকুম।
আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। 

বর্তমান যুগে স্মার্টফোন নাই এরকম কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না।আর দিন দিন এর ব্যবহারের সংখ্যা বেড়েই চলেছে।বর্তমানে প্রযুক্তি অনেক উন্নত হয়ে যাচ্ছে তাই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকেও অনেক উন্নত হতে হবে।তো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি কাজের কথায় আসি।
picked
আমরা স্মার্টফোন ব্যবহার করার সময়  অনেক অনেক অ্যাপস ব্যবহার করি।যেগুলো ব্যবহার করতে আমাদের নেটওয়ার্ক কানেকশন লাগেনা তবুও ওই অ্যাপএ ডাটা অন করে ঢুকলে কিছু ফালতু এড দেখায় মাঝে মাঝে বাজে নোটিফিকেশন দেয়।অথবা এমন কোন অ্যাপস যেটাতে আমরা নেটওয়ার্ক কানেকশন দিতে চাই না।যেমন হোয়াটসঅ্যাপ,ইমু,আমি ডাটা অন করে কাজ করছি কেউ বার বার কল দিয়ে বিরক্ত করছে তাই নেটওয়ার্ক কানেকশন অফ করে দিওয়া লাগে।তাই আজকে দেখাবো কিভাবে কোন প্রকার apps ছাড়াই যে কোন apps এর নেটওয়ার্ক পারমিশন disable করে দিবেন।
1.তার জন্য প্রথমে আমাদের ফোনের সেটিং এ ঢুকতে হবে ফোন থেকে সেটিং খুঁজে না পেলে সার্চ করে বের করুন।picked
2.তারপর সেটিং থেকে মোবাইল নেটওয়ার্ক অপশনটি খুঁজে বের করুন এটা এক এক ফোনে এক এক জায়গায় থাকবে।তাই কষ্ট করে খুঁজে বের করুন।খুঁজে না পেলে  উপরের সার্চ বাড়ে সার্চ করুন।
picked
3.তারপর Data usage এর ভিতরে যান।
picked
4.তারপর ওখানে দেখবেন একটি অপশন আছে network permission নামে।ওটার উপর ক্লিক করুন। 
picked
5.তারপর যেই apps এর নেটওয়ার্ক কানেকশন অফ করতে চাচ্ছেন সেই অ্যাপসের উপর ক্লিক করুন।
picked
6.তারপর disable network লেখাতে ক্লিক করুন।হয়ে গেছে নেটওয়ার্ক বন্ধ ওই apps থেকে।
picked

আশা করি বুঝতে পারছেন যদি কোথায় কোন অসুবিধা হয় তাহলে কমেন্টে জানান।আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।Bye




5 thoughts on "কোন প্রকার থার্ড পার্টি অ্যাপ ছাড়াই যেকোনো apps এর নেটওয়ার্ক পারমিশন বন্ধ করে দিন।(without root permission)"

  1. Bikolpo Contributor says:
    সুন্দর পোষ্ট ভাইয়া।
    1. Rajib Contributor Post Creator says:
      tnx
  2. PTX Master Contributor says:
    Agulo Settings phone phone to phone and brand to brand varies kore so aivabe na research kore halka attention tanar jonno post na korai valo
  3. Faysal Hossan Contributor says:
    ভাই কাজ করেনা,,,ফোন দিলে কল আসে!!
  4. MD Musabbir Kabir Ovi Author says:
    Ata jantam Vai,,tobuo tnx for posting

Leave a Reply