আশা করি আল্লাহ তায়ালার রহমতে সবাই ভালো আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা। আশা করি আল্লাহ তায়ালা এই রমজান মাসে সবার গুনাহ মাফ করে দেন এবং মনের বাসনা পূরণ করে দেন। আমিন

এমন অনেক সময় এমন পরিস্থিতি হয় যে অচেনা কোনো নাম্বার থেকে কল করে ডিস্টার্ব করা হয়। অথবা ঝামেলা করা হয়। এমন অবস্থায় ওপর পাশের লোকটি কে বা কারা তা জানা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। কোনো দোষ ব্যাতিত পুলিশ ঝামেলা ও করা যায় না। এমন কাজের জন্য আমরা ওপর পাশের মানুষটির নাম, Gmail, Address, ছবি (যদি সে দিয়ে রাখে)  বের করার জন্য TrueCaller নামের একটি Application ব্যাবহার করবো।

পুরো পৃথিবী তে Truecaller এর ব্যাবহারকারী মাসে ৫০০ মিলিয়ন এর উর্দ্ধে চলে গেছে। প্রতিদিন এটি ১৫০ মিলিয়ন এর বেশি ব্যাবহার করা হয়।

তো আসল কথায় আসা যাক। ১মই আপনাকে Truecaller apk টি ডাউনলোড করা ইনস্টল করে নিতে হবে। Playstore এ এটি রয়েছে। 

কিন্তু আমি আপনাদের এর প্রিমিয়াম ভার্সন টি ফ্রি তে দিছি। কোনো টাকা দিয়ে কেনা লাগবে না। এর ফলে ফ্রী তে সব ধরনের ফিচার ব্যাবহার করতে পারবেন। 

App link :- (লেখা তে ক্লিক করলে গুগল ড্রাইভে নিয়ে যাবে)

Truecaller Premium Apk

Trucaller Premium অ্যাপস ইউজ এর ফলে আপনি যা যা পাবেন

  • Advanced Spam Blocking : প্রিমিয়াম ভার্সনে আপনি স্প্যাম কল ব্লক করে রাখতে পারবেন। কিন্তু যেগুলো নাম্বার থেকে স্পাম কল হয় সেগুলো Auto Trucaller আপনাকে রেড এলার্ট করে জানিয়ে দিবে এটি spam call ।
  • No Ads: একদম ads মুক্ত উপভোগ করতে পারবেন।
  • Who Viewed My Profile: আপনার নাম্বার কে সার্চ করছে এবং আপনার নাম্বার তার ডায়াল pad এ রেখেছে তার নাম আপনি জানতে পারবেন।

উপরোক্ত ফিচার গুলো প্রিমিয়াম ভার্সন এ পেয়ে যাবেন।

এবার আমার দেখি কিভাবে নাম্বারের সাহায্যে করো নাম এবং অন্যান্য ডিটেলস বের করবো।

আপনি যেই নাম্বার টি খুঁজতে চান সেই নাম্বার টি কপি করে করে Trucaller অ্যাপস এ প্রবেশ করুন।

আমি একটি নাম্বার দেখাচ্ছি

দেখুন নাম্বার সার্চ করতে তার নাম্বার, নাম এবং ছবি show করতেছে।

এভাবে কম বেশি অনেকের নাম জানা সম্ভব।

আজ এই পর্যন্তই। কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ।

 

কোনো সমস্যা হলে কমেন্ট করে জানান অথবা আমার  ফেসবুকে আইডি তে knock করুন।

20 thoughts on "করো নাম্বার দিয়ে খুঁজে বের করুন তার নাম এবং Gmail। সাথে নিয়ে নিন TrueCaller প্রিমিয়াম একদম ফ্রি তেই।"

  1. Hossain Mohtasim Contributor says:
    ডাউনলোড লিংক কোথায় ভাই? ?
    1. Hossain Mohtasim Contributor says:
      ধন্যবাদ পাইছি
    2. Avatar photo Oniichan Contributor Post Creator says:
      Welcome ❤️
  2. Avatar photo jahid71 Contributor says:
    এই এপটা কি আমার কন্টাকে সেভ থাকা নাম্বারগুলো গুপনে নিয়ে যাবে?
    1. Avatar photo Oniichan Contributor Post Creator says:
      ji vaia apni je sim diye use krben
      onno keu search krle tader name show krbe jei nam e apni save krsen.
  3. Avatar photo Jahid Hassan Rinkq Contributor says:
    ভাইয়া ,আমি যার নম্বর সার্চ করবো তার নম্বর টা দিয়ে ঐ অ্যাপ এ একাউন্ট না থাকে তাহলে কি তার নাম আসবে???
    1. Avatar photo Oniichan Contributor Post Creator says:
      ji onno keu oi number je nam e save korse sei nake show krbe
  4. Hossain Mohtasim Contributor says:
    ভাই, ট্রিকবিডিতে লগিন ছাড়া মেবি আপনার পোস্টের এপ্সের ডাউনলোড লিংকটা দেখা যায়না। একটু incognito মুডে দেইখেন।
    1. Avatar photo Oniichan Contributor Post Creator says:
      vaia dekha jaccha ekhn e try korlam
      apni Trucaller Premium blue lekha tar upor click koren.
  5. Avatar photo sojol Contributor says:
    Kono number a dhukle auto ber kore dicce
    1. Avatar photo Oniichan Contributor Post Creator says:
      device model and processor?
    2. Avatar photo sojol Contributor says:
      Realme C3
      Mediatek helio g70
  6. Avatar photo Alex Razib Contributor says:
    আসসালামুয়ালাইকুম লেখাটার ফন্টের নাম কি?
  7. Avatar photo Limon Sarkar Contributor says:
    এটা ব্যবহার করলেই আরো বিপদ বেশি।
    TechScyGuy ইউটিউব চ্যানেলের ভিডিও তে অভ্র দাদা বলেছিলেন যে এটার নাকি বিকল্প ভালো কিছু এপস ও আছে।
    এই এপস এর টেলিগ্ৰামে বট ছিল সেটা কি এখনো আছে নাকি ভাই?
    1. Avatar photo Oniichan Contributor Post Creator says:
      Ji Telegram bot ache
      but Telegram bot e number diye register korle same e
      app use korle ja info tara nibe bot use krle o nibe
      premium e onk feature ache ja Onk kaje dey
      tai ami premium app provide korechi❤️
    1. Avatar photo Oniichan Contributor Post Creator says:
      Hello❤️
  8. farhan42 Contributor says:
    Vai atar mayad ki 11 April porjonto?
    Jodi tai hoy taile pore abr premium ta pabo kothay
    1. Avatar photo Oniichan Contributor Post Creator says:
      nah vaia eita 11april 2306 year porjonto Mod kora?
      eitai use koren.
  9. Polash Contributor says:
    Download link kothay?

Leave a Reply