Xposed


সবাইকে সালাম জানিয়ে আবার পোস্ট লেখা শুরু করলাম।
আজকে আমাদের অতি পরিচিত xposed নিয়ে আলোচনা করব।
এর সুবিধাঃ
★★ এটি ব্যবহার করা ১০০% নিরাপদ। যদিও বুটলুপের ভয় থাকে কিন্তু সেটা আমাদের ঠিক করতে ১০ মিনিট লাগে না। যারা জানেননা তারাএই টিউন ফলো করুন।
★★এটি ফোন আর এপের মধ্যে ব্রিজ তৈরি করে কাজ করে। ফোনের ইন্টারনাল চেঞ্জ করে না। তাই কোন সমস্যা হলে জাস্ট সফটওয়্যার আনইন্সটল করলেই হয়।
★★কোন প্রোগ্রামিং ছাড়াই কাজ করা যায়। আর এ কারনেই এর জনপ্রিয়তা অনেক গুন বেড়ে গেছে।
★★ মোট কথা ঝুঁকিপূর্ণ এনড্রয়েড কাস্টমাইজেশনে Xposed এর বিকল্প কিছুই নেই।
সব জিনিসের যেমন সুবিধা থাকে তেমনি অসুবিধাও থাকে।
Xposed এ অসুবিধাঃ
★★ বেশি কিছু নাই। জাস্ট ফোন স্লো করে আর ব্যাটারি খায়। কারন যদি আমরা ইন্টারনাল চেঞ্জ করি তাহলে সেটা কাজ করলে কোন ব্রিজ তৈরি হয় না। তাই ফোন স্বাভাবিক কাজ করে। আর ব্রিজ তৈরি হলেই চার্জ আর র‍্যাম প্রয়োজন হয়।

কিন্তু আমাদের মত ইউজারদের জন্যে xposed আশীর্বাদ
তবে আমাদের উচিৎ কম xposed. মডিউল ব্যবহার করা।

Contact With Me


4 thoughts on "[Hot] Xposed এর সুবিধা অসুবিধা সমুহ। কেন xposed ব্যবহার করা নিরাপদ? চলুন জেনে নেই।"

  1. asifulmamun Author says:
    এডমিনের কাছ থেকে আমার পোস্ট টা রিভিউ করার অনুরোধ জানাচ্ছি,,,,,
    পোস্ট ফ্রি আউটসোর্সিং কোর্স এর আর সরকারী,,,
    সময় সীমিত,,
    1. Shohagh Subscriber says:
      টিঊনার রিকুয়েষ্ট করেছেন ভাইয়া?
  2. Gm Babu Contributor says:
    kew parle amake gta v er link den pls Android er jonno
  3. Chanchol Contributor says:
    tnx. bro onk valo laglo?
    posti pore

Leave a Reply