বর্তমানে সবখানেই সেলফির জয়জয়কার। এ কারণে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন ফ্রন্ট বা সেলফি ক্যামেরার দিকে গুরুত্ব দিচ্ছে বেশি। একই অবস্থা আবার ডেভেলপারদেরও, তারাও সেলফি কেন্দ্রিক অ্যাপ্লিকেশন তৈরিতে অতিরিক্ত মনোযোগ দিচ্ছেন।
সেলফি প্রেমিকদের জন্য বাজারে নানা অ্যাপ পাওয়া যায়। এর মধ্যে ভালো একটি অ্যাপ হলো ‘ফ্রন্টব্যাক’। অ্যাপটি দিয়ে ভালো সেলফি পাওয়া যায় বলে এর ব্যবহারকারীর সংখ্যা ১ মিলিয়ন ছাড়িয়েছে।
এক নজরে অ্যাপ্লিকেশনটির বিভিন্ন ফিচার
১) অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে একই সাথে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা ব্যবহার করে ছবি তোলা যাবে।
২) ছবিতে ক্যাপশন এবং হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে।
এছাড়া লোকেশন, খাবার দোকান ইত্যাদি যোগ করা যাবে।
৩) অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে অন্য ব্যবহারকারীদের সাথে ছবি শেয়ার করা যাবে।
৪) অ্যাপটি ব্যবহার করে ফেইসবুক-টুইটারের মত সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করা যাবে।
৫) ছবি তোলার জন্য অফলাইনে কাজ করবে অ্যাপটি। তবে ছবি শেয়ারিংয়ের জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে।
৭) অ্যাপটির রয়েছে নেয়ারবাই, পপুলার অপশন। সেখান থেকে বন্ধুদের শেয়ার করা ছবি দেখা যাবে।
৮) জিমেইল আইডি ব্যবহার করেই অ্যাপটিতে সাইন আপ করা যাবে।
৩.৮ মেগাবাইটের অ্যাপ্লিকেশন এই ঠিকানা থেকে ডাউনলোড করে বিনামূল্যে ব্যবহার করা যাবে।
2 thoughts on "আপনার সেলফি কে সুপার সেলফি করতে নতুন Android App ‘FRONTBACK’ , না Download করলে সুপার সেলফির মজাই মিস !!!"