আমাদের যাদের DSLR নেই আমরা কি শুধু DSLR এ তোলা অন্যের ছবি দেখ আফসুস করবো আর মন খারাফ করে লাইক দিবো। সেই দিন শেষ মামু এখন আমরাও এন্ড্রয়েড ফোন দিয়ে DSLR এর মতো ছবি বানাবো। তার জন্য একটা APP ডাউনলোড করতে হবে। যদিও APP টা পেইড কিন্তু আমরা ইউজ করবো মাগনা।

 

APP টি ইনস্টল দেওয়ার পর open করলে নিচের মতো দেখাবে।

1

তারপর আমরা ইডিট করার জন্য select from album একটা ছবি এড করবো। এড করার পর নিচের মতো দেখতে পাবো।

23

এবার দেখুন কিভাবে ইডিট করবেন। Focus এ ক্লিক করে আপনার চেহারা অর্থাৎ যে জায়গা টা শো করবেন সেখানে ক্লিক করুন। আর Mid বা BG তে ক্লিক করে যে জায়গা টাকে জাপসা করে দিবেন সেটা দাগ দিন। দাগ দেওয়া শেষ হলে APP এর উপরের ডানদিকে  তীর চিহ্নে ক্লিক করুন। দেখুন নিচের ছবির মত কাজ হয়েছে কিনা?

Screenshot_2015-05-15-08-39-59

 

                         —>> APP ডাউনলোড করে নিন এখান থেকে <<—

প্রথমবার পারফেক্ট নাও হতে পারে। প্রেকটিস করতে থাকেন দেখবেন হয়ে যাবে। আর ভাই নেইমারের ছবি ইডিট করছি বলে মেসি ফ্যানরা কেও মাইন্ড কইরেন না। আমার প্রিয় খেলোয়াড় কিন্তু মেসি।  সামনে এই ছবি পাইছি বলে ইডিট করছি।

Leave a Reply