আজ আমি আপনাদের খুব দরকারি
একটি apps এর সাথে পরিচয়
করিয়ে দিব। যাদের ফোনে অটো ফোকাস নেই তাদের ও কাজে দেবে এই অ্যাপসটি
আসলে ফেসবুকে বেশি
লাইক পাওয়ার চাবি হল সুন্দর ছবি
আর কিভাবে আপনার ছবির BackGround
Blur করে আপনার ছবিকে
সুন্ধর করবেন তার জন্যই আজকে আমার
এই পোস্ট আশা করি সবার
ভাল লাগবে।চলুন শুরু করা যাক
প্রথমে নিচ থেকে Photo Editor টি
নামিয়ে নিন।
এখান থেকে ডাউনলোড করুন
* এবার কাজে আশা যাক
প্রথমে After Focus Apps টি open করুন
* তারপর নিচের মত সেটিং এ ক্লিক
করুন


তারপর Focus Area selected Manual করে
দিন

তারপর প্রথম পেইজ থেকে নিচের
অপশনটি সিলেক্ট করেন

তারপর Gallery থেকে আপনার ছবি
সিলেক্ট করুন

আপনার ছবি সিলেক্ট করার পর Focus
অপশনে ক্লিক করে নিচের Screenshot
এর মত আপনার নিজের ছবিকে লাল রং
করুন

এখন BG তে ক্লিক করুন এবং আপনার
ছবির বাড়তি লাল রং কে মছুন
আপনারা সুবিধার জন্য আপনি Zoom
অপশনে ক্লিক করে আপনার
ছবিকে Zoom করে নিতে পারেন

এখন বাড়তি লাল রং মুছার পর আপনার

ছবিটি দেখতে এই রকম হবে
এখন কোনার তীর চিহ্নে ক্লিক করুন

well Done দেখবেন আপনার ছবির
Background Blur হয়ে গেছে
আরো বেশি Blur করার নিচের Blur
option টি ব্যাবহার করুন।
অ্যাপস টা দিয়ে আরো অনেক কাজ করতে পারবেন,ও দারুণ দারুণ ফিউচার রয়েছে
আসাকরি আপনাদের ভালো লাগবে।
সৌজন্যঃ
ট্রিকপ্রিয় ডট কম

Leave a Reply