আস্ সালামু আলাইকুম
এন্ড্রোয়েড অ্যাপসের কোন শেষ নেই,নিত্য নতুন কোন না কোন উদ্দেশ্যে নিয়ে অনেক অ্যাপস তৈরী হচ্ছে।
তো আজ একটা অ্যাপস আমি আপনাদের সাথে শেয়ার করছি.
এটা নিয়ে বলার মতো কিছু নেই
☞যাদের ফোনের সেন্সর কোয়ালিটি কম বা নিম্ন
তারা ছবি তুলার জন্য এটা ব্যবহার করতে পারেন।
আর রাত্রি ছবি তোলার জন্য মূলত এই অ্যাপসটি।
☞এই অ্যাপসে ফ্রন্ট ক্যামেরা ও ব্যবহার করতে পারবেন
তো আমি কিছু বলতে চাচ্ছিনা আপনারা ব্যবহার করে দেখুন ভালো কিছু অবশ্যই পাবেন।
![](https://trickbd.com/wp-content/uploads/2015/08/IMG_20160228_135706.jpg)
![](https://trickbd.com/wp-content/uploads/2015/08/IMG_20160228_135729.jpg)
![](https://trickbd.com/wp-content/uploads/2015/08/IMG_20160228_135745.jpg)
আশা করছি আপনাদের ভালো লাগবে ।
ভালো থাকুন,সুস্থ থাকুন সবাই এই কামনা করি।
সৌজন্যঃ
ট্রিকপ্রিয় ডট কম
One thought on "আপনার ফোন দিয়ে কি রাতে ভালো ফোটো উঠে না, নো চিন্তা এখন রাতে চকচকে HD কোয়ালিটিতে"