আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন ?
আশাকরছি সবাই ভালো আছেন।
আজকে দেখাবো যেভাবে আপনারা অনলাইনে জমির মালিকানা যাচাই বা বের করবেন। এর মাধ্যম খুব সহজে আপনারা জমিটা কার নামে রয়েছে বা জমির মালিক কে তার নামটি আপনারা খুব সহজে বের করতে পারবেন মোবাইল দিয়ে। এ কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনার ফোন থেকে যেকোনো একটা ব্রাউজারে এবং সার্চবারে eporcha gov bd লিখে সার্চ দিন।
এবার ওয়েবসাইটটিতে ক্লিক করুন
এমন পেজ আসলে নামজারি আবেদন ক্লিক করুন
এখান থেকে আপনার বিভাগ,তারপর জেলা,উপজেলা সিলেক্ট করুন
মৌজা তে আপনার মৌজা খুঁজে বের করুন বা সার্চ দিয়ে খুব সহজে মৌজাটি সিলেক্ট করুন। আপনি যদি আপনাদের মৌজাটি না জেনে থাকেন তবে জমি বিষয়ক যে জানে তাকে জিজ্ঞেস করুন বা দলিলে মৌজার নামটি পেয়ে যাবেন।
মৌজা সিলেক্ট করার পর ওই মৌজাতে কার কার নামে জমি আছে তার নামগুলো আপনারা দেখতে পাবেন আপনারা চাইলে ওখান থেকে আপনাদের নাম অনুযায়ী খুঁজে বের করতে পারেন কিংবা সহজে পেতে খতিয়ান নং ক্লিক করুন
এখানে আপনার দলিল বা রেকর্ডে যে খতিয়ান নাম্বার দেওয়া আছে ওটা লিখে খুঁজুন এ ক্লিক করুন
তাহলে দেখুন জমির মালিকের নাম চলে এসেছে এবার নামের ওপর একসাথে ডাবল ক্লিক করুন
![](https://trickbd.com/wp-content/uploads/2015/08/Screenshot_2024-01-21-09-12-59.jpg)
তাহলে এখানে দাগ নাম্বার দেখতে পাবেন। বিস্তারিত ক্লিক করুন
![](https://trickbd.com/wp-content/uploads/2015/08/Screenshot_2024-01-21-09-13-13.jpg)
তাহলে দাগ ও মালিক / দখলদার নাম দেখতে পাচ্ছেন। আপনি চাইলে খতিয়ান ডাউনলোড করতে পারেন তার জন্য খতিয়ান আবেদন ক্লিক করুন
![](https://trickbd.com/wp-content/uploads/2015/08/Screenshot_2024-01-21-09-13-32.jpg)
এখানে যেকারো আইডি কার্ডের নাম্বার,জন্মতারিখ এবং নাম ইংরেজিতে আইডি কার্ড অনুযায়ী দিয়ে একটা মোবাইল নাম্বার দেন ও একটা গণিত দেওয়া থাকবে যে উত্তরটা হবে লিখে যাচাই করুন।
![](https://trickbd.com/wp-content/uploads/2015/08/Screenshot_2024-01-21-09-13-55.jpg)
আপনি চাইলে খতিয়ান অনলাইন কপিটা ডাউনলোড করতে পারেন যা সাথে সাথে পাবেন এবং তার জন্য ১০০ টাকা পরিশোধ করতে হবে আপনাকে।
![](https://trickbd.com/wp-content/uploads/2015/08/Screenshot_2024-01-21-09-14-12.jpg)
এবার যে মাধ্যম টাকা পরিশোধ করবেন তা সিলেক্ট করে আরেকটা গণিত দেওয়া আছে ওটা সমাধান লিখে ফি টা পরবর্তী পেজে গিয়ে পরিশোধ করুন তাহলে খুব সহজে সাথে সাথে ডাউনলোড অফশন পেয়ে যাবেন।
![](https://trickbd.com/wp-content/uploads/2015/08/Screenshot_2024-01-21-09-14-28.jpg)
এছাড়া আপনি চাইলে নাম ও দাগ দিয়েও জমির মালিকানা যাচাই করতে পারবেন এর জন্যে অধিকতর অনুসন্ধান ক্লিক করুন
![](https://trickbd.com/wp-content/uploads/2015/08/Screenshot_2024-01-21-09-14-41.jpg)
এবার এখানে যে নামে দেখতে চাচ্ছেন লিখে খুঁজুন এ ক্লিক করুন
![](https://trickbd.com/wp-content/uploads/2015/08/Screenshot_2024-01-21-09-15-01.jpg)
দেখুন নাম চলে আসলে আগের মতো সেমভাবে মালিকানা দেখতে পাবেন
![](https://trickbd.com/wp-content/uploads/2015/08/Screenshot_2024-01-21-09-15-11.jpg)
![](https://trickbd.com/wp-content/uploads/2015/08/Screenshot_2024-01-21-09-15-23.jpg)
শুধু দাগ নাম্বার দিয়ে সার্চ করেও মালিকানা দেখতে দাগ লিখে খুঁজুন
![](https://trickbd.com/wp-content/uploads/2015/08/Screenshot_2024-01-21-09-15-36.jpg)
তাহলে মালিকের নাম চলে আসবে নামের ওপর একসাথে ডাবল ক্লিক করুন
![](https://trickbd.com/wp-content/uploads/2015/08/Screenshot_2024-01-21-09-15-46.jpg)
একইভাবে আগের মতো সবকিছু
![](https://trickbd.com/wp-content/uploads/2015/08/Screenshot_2024-01-21-09-15-58.jpg)
আশাকরছি বুঝতে পেরেছেন কিভাবে জমির মালিকানা যাচাই বা বের করবেন। বিস্তারিত জানুন নিচের ভিডিওটিতে
“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।
★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন নিচে ক্লিক করে দেখেনিনঃ
বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়েনিন
★★প্রতিনিয়ত এরকম টেকনোলজি বিষয়ক পোস্ট সবার আগে দেখতে ভিজিট করুন আমার ওয়েবসাইট???.?????????.????????.???
★কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজ BD TRICK SH এ মেসেজ দিনBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}
নাম দিয়ে জানা যাবে? যে সে কতটুকু জমির মালিক??
বা কতটুকু জমি তার নামে আছে।