Site icon Trickbd.com

পিসির জন্য নিয়ে নিন Capcut এর প্রো ভার্শন একদম ফ্রি তে!

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

ভিডিও ইডিটিং এর দুনিয়ায় CapCut এখন এক জনপ্রিয় নাম। মোবাইল ইউজারদের কাছে এটি ইতমধ্যেই ভালোই জনপ্রিয়, তবে পিসি ইউজার দের জন্যও এর একটা ভার্সন রয়েছে। বিশেষ করে যারা প্রোফেশনাল ভিডিও ইডিটিং করতে চান, তাদের জন্য Capcut বেশ ভালো রকমের ফিচার নিয়ে আসছে।

ক্যাপকাট চীন এর একটা টেক কম্পানি ByteDance থেকে ডেভলপ করা একটা ভিডিও ইডিটিং অ্যাপ। এটা প্রথমবারের মতো ২০১৯ সালে চীনে পাবলিশড হয়। পরে ২০২০ সালে পুরো বিশ্বের জন্য উন্মুক্ত করা হয়। শুরুর দিকে শুধুমাত্র মোবাইল ডিভাইসের জন্য রিলিজ করা হলেও বর্তমানে এটা উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমের জন্যও এভেইলেবল রয়েছে।

তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য  ক্যাপকাট এর বেটা ভার্সন। এটা শুধু আপনার পিসি তে ইনস্টল দিলেই হবে। এক্সট্রা কোনো ক্র্যাক বা সিরিয়াল কি অ্যাড করা লাগবে না। এতে প্রিমিয়াম এর কিছু ফিচার পাবেন।  তো চলুন আগে এর ফিচার গুলো জেনে নেয়া যাক।

কেন Capcut এত জনপ্রিয়?

Capcut এ কি কি ফিচার পাচ্ছেন?

ভিডিও এডিটিং টুলস

এফেক্টস & ফিল্টারস

টেক্সট & সাবটাইটেল

অডিও & ভয়েস

গ্রাফিক্স & স্টিকার

কিরিং & গ্রিন স্ক্রিন

 ভিডিও ট্রানজিশন

ভিডিও এক্সপোর্ট & শেয়ার

পিপি (PIP) & মাল্টি-লেয়ার ভিডিও

Capcut এর প্রিমিয়াম ফিচার গুলো জেনে নিন!

অটো-রিয়েল টাইম ট্রান্সক্রিপশন

আরো উন্নত ইফেক্টস ও ট্রানজিশন

উন্নত মানের অডিও ফিচার

কাস্টম গ্রাফিক্স & পিপি (PIP)

ভিডিও রেন্ডারিং & এক্সপোর্ট

প্রোফেশনাল টুলস

এক্সটেন্ডেড ফন্টস & স্টাইলস

ক্লাউড স্টোরেজ

অ্যাডভান্সড গ্রিন স্ক্রীন

আরো উন্নত রেজ্যুলিউশনে ভিডিও ইফেক্ট

 

এবার ডাউনলোড করার পালা।

ডাউনলোড লিংকঃ Click Here

অল্টারনেটিভ ডাউনলোড লিংক ২ঃ Click Here 

ডাউনলোড করে ইনস্টল করে নিলেই হবে। এরপর সকল প্রিমিয়াম ফিচার ইউজ করতে পারবেন। তবে কোনো অ্যাকাউন্ট দিয়ে লগ ইন না করার পরামর্শ রইলো। তাহলে কিছু ফিচার পেতে অসুবিধা হতে পারে।

ভিডিও ইডিটিং এর মাধ্যমে সফল ক্যারিয়ার গড়ার টিপস জানতে পারেন আমার এই পোস্টের মাধ্যমেঃ কিভাবে ভিডিও এডিটিং শিখে একটি সফল ক্যারিয়ার তৈরি করবেন [Updated 2025]

আমার অন্যান্য পোস্ট দেখে আসতে পারেনঃ

আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Exit mobile version