আমরা অনেকেই বর্তমানে অ্যান্ড্রোয়েড ইউজার।এই এন্ড্রোয়েড ফোনে বিল্ট ইন হিসেবে কিছু অ্যাপস দিয়ে দেয় যেগুলো চেপে ধরলে আনইন্সটল অপশন আসে না ( ছবির মতো )


শুধু অ্যাপ ইন্ফো অপশন আশে তো সেইসব অ্যাপকে আনইন্সটল করবেন কীভাবে? চলুন শুরু করি

প্রথমে আপনি শেয়ারইট অ্যাপসটি ইন্সটল দিয়ে নিন,আপডেট ভার্সন প্লেস্টোরে পাবেন, ইন্সটল দেয়ার পর শেয়ারইট অ্যাপটি ওপেন করে দেখবেন View Anylisis অপশন আছে সেখানে ক্লিক করবেন ( ছবির মতো )

এখানে আপনি আপনার ফোনে যা যা আছে তা সব দেখতে পারবেন,চাইলে Duplicate Photo,Duplicate MUSIC, Cache,Junk File ডিলেট করতে পারবেন।নিচে APK Management নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন ( ছবির মতো )

এখানে আপনি আপনার ফোনে যেসব অ্যাপ ইন্সটল করছেন এবং সিস্টেম অ্যাপ কি কি আছে সব দেখতে পারবেন এবং অ্যাপের ডানপাশে Uninstall অপশন দেখতে পারবেন। জাস্ট আনইন্সটল বাটনে ক্লিক করলে আপনার অ্যাপটি আনইন্সটল হয়ে যাবে ( ছবির মতো )

আজকে এই পর্যন্তই ☺
আবার হাজির হবো নতুন কোনে পোস্ট নিয়ে, ধন্যবাদ
ট্রিকবিডির পাশেই থাকুন ☺

Leave a Reply