হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন।আশা করি সবাই ভালো আছেন।
তাছাড়া ও এভাবে যদি দেখতে না পান তাহলে আপনি আপনার মেমুরি কাড এ গিয়ে ImageConverter নামের Folder দেখতে পাবেন।ঔই খানেই আপনার ছবিটি পেয়ে যাবেন।
আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ট্রিক নিয়ে হাজির হলা।তো চলুন জানা যাক কোন বিষয় নিয়ে আলোচনা করবো।আজকের বিষয় টা হলো কিভাবে Android মোবাইলের মাধ্যমে আপনি আপনার ছবি বা যে কোন কিছুর ছবি বিভিন্ন ফরম্যাট এ Convert করতে পারবেন।
তো এবার আসি মূল কাজে।প্রথমে আপনাকে একটি অ্যাপ ডাউলোড করতে হবে।অ্যাপটির নাম Image Converter এই অ্যাপ টি play store এ পাবেন।অথবা এই লিংক থেকে ডাউনলোড করুন[অবশ্যই ওপেরা ব্যবহার করুন]। ডাউনলোড করা হলে Install দেন।তারপর অ্যাপটি অপেন করে নিচের স্কিনসট গুলোর দিকে লক্ষ করুন।
১. অ্যাপটি Install দিয়ে Open করুন।
২. নিচের দেখানো জায়গায় Tap করুন।
৩. তারপর Files এই Option এ Tap করুন
৪. এখন যে কোনো একটা ছবির উপর Tap করুন।
৫. আবার চিএে দেখানো স্থানে Tap করুন।
৬. তারপর Cancel এ Tap করুন।
৭. এখন আবার চিএে দেখানো জায়গায় Tap করুন
৮. নিচের চিএের মতো আসলে Cancel করুন।
৯. এবার নিচের চিএের দেখানো জায়গায় Tap করুন।
১০. তারপর আপনি যেই Format এ ছবি তৈরি করতে চান তার উপর টিক দিয়ে দেন নিচের মতো।
১১. এখন একটু অপেক্ষা করুন আপনার ছবি টি তৈরি হয়ে যাবে।তারপর View তে Tap করে আপনি আপনার ছবিটি দেখতে পাবেন।
তাছাড়া ও এভাবে যদি দেখতে না পান তাহলে আপনি আপনার মেমুরি কাড এ গিয়ে ImageConverter নামের Folder দেখতে পাবেন।ঔই খানেই আপনার ছবিটি পেয়ে যাবেন।
যে কোন সমস্যায় ফেসবুক এ জানাতে পারেন।Facebook Me
প্রথম প্রকাশিত আমার সাইট
আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।আর বুঝতে সমস্যা হলে Comment করে জানাতে ভুলবেন না।আর পোষ্ট টি যদি ভালো লাগে সেয়ার করবেন ধন্যবাদ।
আমি trickbd তে পোস্ট করি
কিন্তু পোস্টটা প্রকাশিত
হয়না