সুপ্রিয় ভিউয়ার,
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।
আজ আপনাদের শেখাবো কিভাবেঃবড়-বড় তথ্য,সংবাদ পড়ার বদলে শুনবেন ।
প্রথম কথাঃ
★ এই ট্রিকটির মাধ্যমে আপনি তথ্য,সংবাদ পড়ার বদলে তা শুনতে পারবেন ।
★ শোনার পাশাপাশি মোবাইলে অন্য যে কোনো কাজ করতে পারবেন ।
★ তথ্য,সংবাদটিতে কতো গুলো শব্দ আছে তা দেখতে পারবেন
★ আর ট্রিকটির ফলে আপনার সময় আনেক বেঁচে যাবে ।[/b]
প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
[1] আপনার ফোনে নিচে দেখানো সফটওয়্যারটি থাকতে হবে
আর আপনার ফোনে Bangla Language ডাউনলোড থাকতে হবে ।
[2] এবার T2S সফটওয়্যারটি ডাউনলোড করে তাতে প্রবেশ করুন
নিচে লিংক দেওয়া আছে ।
[3] নিচের খালি ঘরে তথ্য,সংবাদ গুলো কপি করে পেষ্ট করুন
নিচের মতো দেখানো যায়গায় ক্লিক করুন দেখুন পড়া শুরু হয়ে গিয়েছে ।
[4] পড়া শেষ হলে আরেকটি শোনার জন্য ডানদিকে টনে নিচের মতো New File এ ক্লিক করুন ।
[5] দেখেন আবার ফাঁকা ঘর চলে এসেছে ।
এখানে আবার তথ্য,সংবাদ পেষ্ট করতে পারবেন ।
[6] লেখা ছোট বড় করতে হলে
[7] আরও Setting জানতে
[8] নিচে 1 এ ক্লিক করে পড়ার স্পিড বাড়াতে পারবেন ।2 এ ক্লিক করে কণ্ঠ পরিবর্তন করতে পারবেন । আর 3 এ ক্লিক করে Language পরিবর্তন করতে পারবেন ।
শেষ কথাঃ
= আমার পোষ্টটি কপি নয় ।
= আমি Trickbd তে নতুন তাই কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
= কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন ।
T2S Download
Free Facebook Link
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ।
আর Trickbd সাথেই থাকবেন ।
2 thoughts on "•••বড়-বড় তথ্য,সংবাদ পড়তে ভালো লাগে না । তাহলে পোষ্টটি আপনার জন্য ।•••"