আসসালামুআলাইকুম

কেমন আছেন সবাই?আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি।তাই তো আবারো আপনাদের মাঝে একটি নতুন ট্রিক নিয়ে হাজির হয়েছি।
আর মাত্র দুইদিন! তারপরেই ২০১৭ কে বিদায় জানাতে চলেছি আমরা।
তাই সবাইকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের পোষ্ট শুরু করছি।
২০১৮ এর প্রত্যেকটি দিন সবার অনেক ভালো কাটুক এই আশাবাদ ব্যাক্ত করি।।

এবার চলে যাই মূল টপিকেঃ
নতুন বছরে প্রিয়জন,প্রিয়তম,প্রাণের স্বজনদের একটু আলাদা ভাবে চমকে দিতে কে না চায় বলুন???
হ্যা,এটা আমরা সবাই চাই।
এই উদ্দেশ্যকে সামনে রেখে আমি আমার আজকের পোষ্টটিকে সাজিয়েছি।

আজকে আমি আপনাদের মাঝে একটি এপ শেয়ার করবো,যার মাধ্যমে আপনি আপনার নতুন বছরের শুভেচ্ছাবার্তাটিকে একটু নতুন ভাবে আপনার প্রিয়জনদের কাছে তুলে ধরতে পারবেন!

এবার আসি কাজের কথায়,
প্রথমে প্লে স্টোরে সার্চ দিয়ে একটি এপ ডাউনলোড করে নিতে হবে।

App Name:

ASCII Text Art.

App Size:

1.8 mb.
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

এপটি ডাউনলোড করা হয়ে গেলে,এবার open এ ক্লিক করে এপটি ওপেন করুন।
তাহলে আপনি নিচের মতো একটি পেজ দেখতে পাবেন।

এবার Edit Text এর বাম পাশের ফাঁকা জায়গাটাতে ক্লিক করুন।
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

এবার নিচের মতো একটি পেজ দেখতে পাবেন।
এখন ফাঁকা বক্সে আপনার ম্যাসেজটি লিখুন,যেটা আপনার বন্ধুকে পাঠাতে চান।
যেমনঃ আমি লিখলাম Happy New Year.

লিখা হয়ে গেলে এবার ok তে ক্লিক করুন,আর দেখুন মজা!!!
নিচে আমি কয়েকটি স্ক্রিনশট দিয়ে দিলাম।

এরকম আপনি মোট প্রায় ৩৪ স্টাইলের আপনার লিখাটি দেখতে পাবেন।
এবার যে স্টাইলটি আপনার পছন্দ হয় সেটির উপরে ক্লিক করুন,তাহলে নিচের মত দেখতে পাবেন।

এবার আপনি যদি সেখান থেকেই সরাসরি কাউকে সেটা সেন্ড করতে চান,তাহলে Send To লিখায় ক্লিক করুন তারপর facebook,imo,whatsapp ইত্যাদি যার মাধ্যমে আপনি সেন্ড করতে চান সেটা সিলেক্ট করে সেন্ড করে দিতে পারবেন।
আর যদি চান সেটা কপি করে আপনি আপনার পছন্দমত জায়গায় পেষ্ট করবেন,তাহলে আপনাকে copy to clipboard লিখায় ক্লিক করতে হবে।তাহলে ম্যাসেজটি কপি হয়ে যাবে,আর আপনি সেটা আপনার পছন্দমত যেকোন জায়গায় পেষ্ট করে সেন্ড করতে পারবেন।
,
এভাবে ইচ্ছেমত স্টাইলের ম্যাসেজ তৈরি করে সেন্ড করুন,আর আপনার প্রিয়মানুষদের চমকে দিন!
শুভ হক আপনার নতুন বছর।
আবারো সবাইকে অগ্রিম Happy New Year.
তো আজকে এখান থেকেই শেষ করছি।পোষ্টটা ভালো লাগলে একটা thanks আশা করতেই পারি…।
যেকোন প্রকার দরকারে এই ছোট্ট ভাইটাকে ফেসবুকে নক দিতে পারেন।
হেল্প করার চেষ্ঠা করবো ইনশাল্লাহ।

♦ফেইসবুকে আমি♦

সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।
ট্রিকবিডির সাথেই থাকবেন।

আল্লাহ্‌ হাফেজ

35 thoughts on "আসছে নতুন বছর!এবার সবাইকে একটু আলাদা ভাবে নতুন বছরের শুভেচ্ছা জানান ম্যাসেজের মাধ্যমে,আর চমকে দিন আপনার প্রিয়জনদের!"

  1. Umar Faruk Author says:
    ASCII এর জনক কে ভাই??
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      সর্বপ্রথম ১৯৬১ সালে ANSI কর্তৃক ASCII কোড উদ্ভাবিত
      হয়, পরবর্তীতে ১৯৬৫ সালে রবার্ট উইলিয়াম বিমার
      ৭বিটের আসকি কোড উদ্ভাবন করে।

      তথ্যসূত্রঃ google

    2. Mehedi Islam Ripon Author Post Creator says:
      tnx
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      tnx bro
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      thank you
  2. Shadhin Author says:
    সুন্দর পোষ্ট.. ??
    1. . Contributor says:
      ভাই আমাকে আবার Author করে দিন?
    2. Arham Araf Author says:
      ভাই,
      অথরিটি হারালেন কেনো?
      😮
    3. Mehedi Islam Ripon Author Post Creator says:
      অনেক ধন্যবাদ ভাই আপনাকে???
    4. Nur Md Nirob Contributor says:
      Saddin vai chack ib
      Facekook.com/nur.md.nirob.1
  3. . Contributor says:
    দারুণ পোস্ট।
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ধন্যবাদ।
  4. Ataher Shihab Author says:
    এসএমএস এর মাধ্যমে সেন্ড করা যাবে ? আর Android ছাড়া অন্যান্য ফোনে কি সাপোর্ট করবে sms system এ?
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      হ্যা! sms এর মাধ্যমে অবশ্যই সেন্ড করা যাবে।তবে যাকে সেন্ড করবেন তার ফোন যদি বাটন ফোন হয় তাহলে হয়ত কোড ভেঙে যেতে পারে।
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      thank you
  5. কিছু ascii যদি কপি করে পোস্টে দিয়ে দিতেন, তাহলে পোস্টটা আরও দারুন হতো
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ভাই কয়েকটা স্ক্রিনশট তো দিয়ে দিয়েছি।তাই পোষ্টে আর আলাদা ভাবে দিইনি।
      ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
  6. সুন্দর টিউন ভাই।
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
    2. স্বাগতম ভাই।
  7. rrsajib Subscriber says:
    10 minitue a 200+ satoshi free payment 200 holei http://satoshiref.xyz/?id=8283BH
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      don’t spam!
  8. Hridoy Author says:
    দারুন পোষ্ট ?
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ধন্যবাদ
  9. Mahfuz Author says:
    হেব্বি?
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ধন্যবাদ
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      tnx

Leave a Reply