আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।

আজকে আপনাদের সাথে একটা সুন্দর কাজ শেয়ার করবো।

টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন সবাই।

যারা জানেন তাদের থেকে আরো সহযোগিতা চাই।আর যারা জানেনা তাদের জানাতে চাই।

এখন কাজের কথায় আসি।

কিছু কথা:

আমরা অনেকে অনেক সময় ভুলে ফোন রেখে কোথাও না কোথাও যাই।দেখা যায় ফোন টি অনেকে হাতে নিতে পারে।আর অনেক পার্সোনাল কিছু হাতিয়ে নিতে পারে।নেওয়ার পর তাকে বললেও অস্বীকার করে।তাদের ধরার জন্য এই কাজ টি করা খুবই দরকার।

এখানে আমি পর্যাপ্ত পরিমান স্কিনসর্ট দিয়েছি।

তবুও না বুঝতে পারলে পোষ্টে কমেন্ট করবেন। বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।

আমি ট্রিকবিডির হয়ে সারাক্ষণ আপনাদের পাশেই আছি ও থাকবো।
আশা করি সবাই ভালো ভাবেই বুঝতে পারবেন।

তো প্রথমে:

আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে who touch my phone লিখে সার্চ করলে এ্যাপস টি পেয়ে যাবেন।

এ্যাপস টি মাত্র 2.31 MB.

ডাউনলোড করা শেষ হলে আপনারা এ্যাপস টি open. করবেন।

তারপর আপনাকে দেখাবে যে,আপনি এ্যাপস টি চালু করবেন কি না got it এ ক্লিক করুন।

তারপর আপনারা screen unlock monitoring ON করে দিবেন।

তারপর আপনারা image capture delay তে গিয়ে

1000 করে দিন।বা যে কোন টা দিতে পারেন।

তারপর আপনারাpassward protection টা ON করে দিন

না করলেও চলে। তবু দেওয়াই ভাল।

তারপর Old camera logic এ গিয়ে ON করে দিন।

তারপরcaptured images এ গিয়ে দেখেন

কোন ছবি নাই।

তারপর ফোন রেখে দিন।আরস্কিন
অফ করে রাখুন।

স্কিন অন করে ফোন চালাতে গেলেই অটোমেটিক গোপনে ছবি উঠে থাকবে।
তারপর এই এ্যাপস টি তে প্রবেশ করুন।

প্রবেশ করতে গেলে পাসওয়ার্ড দেওয়া থাকলে পাসওয়ার্ড বসিয়ে দিন।

তারপর Captured images এ গিয়ে দেখুন

ছবি দেখা যাচ্ছে।

এই ভাবে আপনারা কাজটি করবেন।
আশা করি আপনাদের বিষয়টি ভালভাবে বোঝাতে পেরেছি।

ভুল হলে ক্ষমা করবেন ও ভুল দেখিয়ে দিবেন।

আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
আর ট্রিকবিডির সাথে থেকে অনেক কিছু জানুন।

9 thoughts on "কেউ ফোনে হাত দিয়ে কোন কাজ করতে চাইলেই গোপনে অটোমেটিক তার ছবি উঠবে।"

    1. rajudhunatbogra Author Post Creator says:
      thnx
  1. My_idiea Contributor says:
    যা বলছেন তা হলে তো চমৎকার ব্র
    1. rajudhunatbogra Author Post Creator says:
      অবস্যই হবে
  2. Mohammad Samiul Contributor says:
    লক খোলার ট্রাই করলে ছবি উঠবে?
    1. rajudhunatbogra Author Post Creator says:
      উঠবে।কিন্তু লক খোলার চেষ্টা করার আগে স্কিনের আলো বন্ধ থাকতে হবে।
    1. rajudhunatbogra Author Post Creator says:
      thnx
  3. Mr. Perfect Author says:
    Apni dhunat thaken??? Amio dhunat, Bogra te thaki.. Apnar basa kon gram a????

Leave a Reply