আশা করি সবাই ভাল আছেন
@@প্রথমত যে ভিডিও প্লেয়ারটা শেয়ার করবো সেটার সাইজ অনলি 6 এমবি। অনেকে এটা জানে,কারণ এটা Shareit এ থাকে।
@@@আগে এটার সাইজ ছিল মাত্র 1.28 এমবি,,এখন কিছু Feature সংযোগ করায় এটি বেড়ে 6 এমবি হয়েছে।
####এই প্লেয়ারে ফাইল এবং লিস্ট ভাবে ভিডিও পাবেন###Mx Player এর মতো Bright ও Volume up/down করতে পারবেন###এটিতে Eye Protection অর্থাৎ নাইট মুড আছে###এটিতে বিশেষ একটি Feature যা Mx player এ নাই,সেটি হলো এর ভিডিও Floating করে যেখানে সেখানে নিয়ে দেখা যাবে###এটিতে Substitle এর প্রায় 6 রকম ফর্মাট সার্পোটেড###এটিতে Zoom In 250% এবং Zoom Out 25% পর্যন্ত করা যাবে###ফ্লোটিং অবস্থায়ও দুই রকম Zoom রয়েছে###Substitle Setting রয়েছে,কালার,ফন্ট স্থাইল,Shadow করা যাবে।
@@@ সর্ব শেষে বলা যায় ,,কম র্র্যম Android এর জন্য Awesome Player.
@@@@এর কিছু ScreenShot দেখি,,App Opening
###
###
###
###
###
###
সাজানোটা একদম বাজে হয়েছে।
হেড ট্যাগ ইউজ করে সবকিছু আলাদাভাবে লিখতে পারতেন।
খুব সুন্দর হতো।
একটার ভেতর আরেকটা।
স্ক্রিনশট দেয়া গেলে দেখাতে পারতাম আর কি।
প্লে-স্টোর থেকেই ডাউনলোড করতে পারবেন।
এরকম একটা পোষ্ট করা হয়েছে আজকে।
লাইসেন্স নিয়ে প্রবলেম হলে লাকি প্যাচার ইউজ করুন।
লাকি প্যাচার নিয়ে পোষ্ট আছে।
লাইসেন্স ভেরিফিকেশন অংশটি দেখলেই হবে।
এপ এর ডিটেইলস পেইজের নিচে ভার্সন দেয়া থাকে।
ওটার সাথে মিলিয়ে নিন।
আপনার উপরে উল্লেখিত ভার্সনটাই লেটেস্ট।
যেমন::Bahubali movie substitle download,,,এবার যেকোনো পেজে গেলেই হবে,,,
আর হ্যাঁ,,Mx player থেকেও ডাউনলোড করা যায়,,,ভিডিওটি ওপেন করে তিনটা ডট চিহ্নে ক্লিক করে ,Substitle এ যেয়ে Online Substitle লেখায় চাপ দিলেই হবে,,,একটা বক্স আসবে সেখানে ok চাপ দিলে Substitle name সহ চলে আসবে,,,এবার একটার ওপর ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হবে,,ডাউনলোড হলেই দেখতে পাবেন,,