⭐⭐আসসালামু আলাইকুম⭐⭐

?সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

পোস্টের বিষয়ঃ

?ওপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি।আজকে আপনাদের সামনে দারুন একটা এপ নিয়ে আসলাম।সেই এপটাতে আপনি Doc, Pdf, Text, Xls এর সকল ফাইল আপনি ব্যবহার করতে পারবেন।সবাই এটা ব্যবহার করলে অনেক উপকারে আসবে।তো চলেন বেশি কথা না বলে কাজে আসা যাক।

এখান থেকে এপটা ডাউনলোড করে নিবেনঃ

WPS Office

অথবা
প্লেস্টোরে গিয়ে WPS Office লিখে সার্চ দিবেন, তাহলে পেয়ে যাবেন।

?এপটা ডাউনলোড করা হলে ওপেন করে নিন।নিচের মত ইন্টারফেজ দেখতে পাবেন। কোনো ফাইল ওপেন করতে মার্ক করা স্থানে ক্লিক করুন।


?এই রকম একটা পেজ আসবে। আপনি এখানে সকল ফাইল ওপেন করতে পারবেন। আমি Doc ফাইল অপেন করলাম।

?আপনার মোবাইলের সকল Doc ফাইল এখানে দেখতে পারবেন। যেটা দেখতে চান সেইটাতে ক্লিক করেন।

?ফাইলে যেই লেখা আছে সেই গুলা সবুজ মার্ক করা স্থানে দেখতে পারবেন। আর মোবাইলের মত দেখতে Mobile View ক্লিক করুন।

এবার দেখাব কি করে একটা নতুন ফাইল বানাবেনঃ

?প্রথমে আবার ফিরে আসবেন।আর দেখানো প্লাস(+) চিহ্নে ক্লিক করেন।

?যে ফাইলটা খুলতে চান সেটাতে ক্লিক করুন। আমি Doc ফাইল ক্লিক করলাম।

?নিচের দেখানো স্থানে ক্লিক করুন।

?নিল মার্ক করা স্থানে আপনি যা ইচ্ছা লিখতে পারেন। সবুজ মার্ক করা স্থানে সকল লেখা কালার, ডিজাইন ও ফন্ট বদলাতে পারেন।লেখা শেষ হলে সেভ করতে লাল মার্ক করা স্থানে ক্লিক করেন।

?এইভাবে আপনি ব্যবহার করতে পরবেন।আপনার এই পোস্টটি যদি ভালো লাগে তাহলে কষ্ট করে একটা কমেন্ট করিয়েন এতে করে আমার নতুন নতুন পোস্ট নিয়ে আসতে উৎসাহিত করবে।

?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস পোস্ট পেতে ট্রিকবিডি এর সাথেই থাকুন।

আল্লাহ হাফেজ

22 thoughts on "একটা এপের মধ্যে DOC, XLS, PDF, TEXT সকল ফাইল ব্যবহার করবেন [Must See]"

    1. Saif Author Post Creator says:
      Thank u
    1. Saif Author Post Creator says:
      ধন্যবাদ!
    1. Saif Author Post Creator says:
      ?
  1. Raju Das Rudro Author says:
    হা হা ভাই হাসালেন.. এই এপ অনেক ফোনেই দেওয়া থাকে সিস্টেম এপ হিসেবে ।
    1. Saif Author Post Creator says:
      amader Phone nai …tai Post korlam
  2. Nc,,,,ai app nia onak din age ami 1ta post korcilam,,,but pending a ace.
    1. Saif Author Post Creator says:
      Thank U?
  3. Ruhul Amin Durjoy Contributor says:
    অনেক আশা করে তিনটি মানসম্মত পোস্ট দিয়ে ট্রেইনার রেকুয়েষ্ট পাঠিয়েছিলাম।বাট এখনো রিভিও হয় নি!!! বুজলাম না কেনো এমন হয়!! দয়া করে আমাকে কেউ হেল্প করুন প্লিজ!!!
    1. Saif Author Post Creator says:
      Trickbd Admin ke bolen
    2. Ruhul Amin Durjoy Contributor says:
      কিভাবে উনার সাথে যোগাযোগ করব???প্লিজ ভাইয়া বলেন।
    3. Ruhul Amin Durjoy Contributor says:
      thans a lot bro
  4. saad1122 Contributor says:
    অনেক আগে থেকেই ব্যবহার করি
    1. Saif Author Post Creator says:
      ?✌?✋

Leave a Reply