সবাই কেমন আছেন?
আশা করি ভালোই আছেন,
আজ অসাধরণ সুন্দর একটি অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করবো,
এবার কথা না বলে মূল কথায় যাই,
প্রতিদিন স্মার্টফোনে অনেক টেক্সট কপি করতে হয়। বন্ধুদের কোনো বার্তা কিংবা কাউকে অনলাইন সংবাদের কোনো লাইন পাঠাতে ও সব সময়ই কপি পেস্টের প্রয়োজন পড়ে।
তবে ফোনে একত্রে দুইটি ভিন্ন টেক্সট লাইন কপি করা যায় না। একটি কপি করে তা নির্দিষ্ট স্থানে পেস্ট করে তারপর আবার ভিন্ন লাইনের টেক্সট কপি করতে হয়।
এই ঝামেলা থেকে মুক্তি দিতে রয়েছে আপনার জন্য ‘নেটিভক্লিক বোর্ড ম্যানেজার’ নামে চমৎকার একটি অ্যাপ।এই অ্যাপটির সাহায্যে একসঙ্গে ভিন্ন ভিন্ন একাধিক লাইন কপি করা যাবে।
এই অ্যাপটি প্লে-স্টোর থেকে অথবা নিচে থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিন:-
ডাউনলোড হয়ে গেলে ওপেন করে ব্যবহার করতে থাকুন,
এখন এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচার সমূহ দেখে নেওয়া যাক:-
অ্যাপটি ব্যবহার করে কোনো টেক্সট কপি করার পরে তা সহজেই পেস্ট করা যাবে। চাইলে একত্রে একাধিক লাইন কপি করা যাবে।
কপি করা টেক্সট ব্যবহার করার সময় এডিটি ফিল্ডে ডবল ট্যাপ করতে হবে। তাহলে নিচের দিকে অ্যাপটি এই পর্যন্ত যতোগুলো শব্দ কপি করা হয়েছে তা প্রদর্শিত হবে। সেখানে থেকে লং স্পেস করলে টেক্সটটুকু কপি হয়ে যাবে।
কপি করা টেক্সট গুলো একত্রে প্রদর্শিত হওয়ার সময় সর্বশেষ কপি করা টেক্সটটি সবার আগে প্রদর্শিত হয়।
অ্যাপটিতে রয়েছে থিম সুবিধা। প্রয়োজনে পছন্দমতো থিম ব্যবহার করা যাবে।
ইচ্ছে করলে ফন্ট সাইজ ও ঠিক করে নেওয়া যাবে।
সম্পূর্ণ অফলাইনে কাজ করবে অ্যাপটি। ডাউনলোডের পরে ব্যবহার করতে ইন্টারনেট সংযোগেরও প্রয়োজন হবে না।
প্লে-স্টোরে অ্যাপ্লিকেশনটির রেটিং 4.4।
অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করা যাবে গুগল প্লে থেকে।
গুগল প্লে-স্টোর থেকে এ পর্যন্ত এক লাখের ও বেশি বার অ্যাপটি ডাউনলোড হয়েছে।
এতক্ষণ সময় ব্যায় করে পোষ্টটি পড়ার জন্য,
ধন্যবাদ।
Thanks Sundor Comment ar jonno.