ট্রিকবিডিতে এটা আমার ৪র্থ পোস্ট। Admin এর কাছে আশা রাখছি এই পোস্ট টা ও আগের তিনটা পোস্টসহ Review করে আমার পোস্টগুলো Publish এবং আমাকে Trainer হওয়ার সুযোগ করে দিন।

জীবন চলার পথে মানুষের জীবনে অনেক ঘটনাই ঘটে থাকে। অনেক সময় আমরা ঘটনা গুলো আমরা একে অপরের কাছে বা বন্ধুবান্ধব ও প্রিয়জনদের কাছে Share করে থাকি। আবার আমরা অনেকেই আছি ঘটনাগুলো শখেরবশে স্মৃতি হিসেবে ডাইরির পাতায় লিখে রাখি।

তাই আমি আজ আপনাদের মাঝে খুব চমৎকার একটা App নিয়ে উপস্থিত হয়েছি।

এখন আপনি চাইলে ডাইরির বদলে ব্যাবহার করতে পারেন এই App টি।

App টির নাম ClevNote. এটাকে খুব উপকারী একটা App ও বলতে পারেন,।কেননা ClevNote মাধ্যমে আপনি আপনার প্রতিদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো খুব সুন্দর করে লিপিবদ্ধভাবে লিখে রাখতে পারেন এবং সারা জীবনের জন্য আপনার স্মৃতিগুলো সংরক্ষিত করে রেখে দিতে পারেন ইতিহাসের পাতায়।

তাহলে চলুন আর কথা না বাড়িয়ে App টির মাধ্যমে কিভাবে ঘটনাগুলো স্মৃতি হিসেবে রাখতে পারেন সে বিষয়ে আলোচনা করি।

Google Drive cloud storage সম্পর্কে আমরা সবাই জানি। Google drive হচ্ছে Google এর জন্য বিনামূল্যর একটি cloud file storage পরিষেবা। যেটাতে আমরা 15gb পর্যন্ত বিনামূল্যে যেকোন ফাইল সংরক্ষণ করে রাখতে পারি।

এখন আমি দেখাব আপনারা আপনাদের ঘটনাগুলো ClevNote এ লিখে কিভাবে backup করে Google drive এ সবসময়ের জন্য স্মৃতি হিসেবে রেখে দিবেন। backup করে রাখার কারন টা মনে হয় বোঝে গেছেন। মনে করেন আপনার ফোনটা হঠাৎ হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে,,তখন আপনার কষ্টের লেখাগুলোর জন্য দুঃখ ছাড়া আর কিছুই করার নেই।

তাই বলছি ঘটনাগুলো লেখার সাথে সাথে আপনার Note টি যদি Backup করে রেখে দেন তাহলে আপনাকে আর কোন চিন্তা করতে হবে না। তখন ফোনটি হারিয়ে বা নষ্ট হয়ে গেলেও আপনি তা পুনরায় Restore করে ফিরিয়ে আনতে পারবেন।

এজন্য অবশ্যই আপনার একটা Google account থাকা লাগবে। আর আমি জানি এখন সবারই একটা না একটা google account আছে।

প্রথমে App টি Play store থেকে ডাউনলোড করে নিন।


            Review about The App

                  • Name: ClevNote

                  • Version: 2.17.8

                  • Download: 1M

                  • Play store rating: 4.6

Click here for Download

Download করা শেষে Install দিয়ে ClevNote টি Open করুন।

Open করার পর এমন একটা পেজ আসবে,, এখন Note লেখার জন্য নিচ থেকে প্লাস চিহ্নটিতে ক্লিক করুন।

দেখুন ক্লিক করার পর খালি একটা পেজ আসছে এখন উপরের বক্সে Title এবং নিচের বক্সে Contents লিখে Note টি সম্পূর্ণ করে উপরের √ ঠিক চিহ্নটিতে ক্লিক করে Save করুন।

দেখুন Note টি Save হয়েছে।

এখন Note টি যেভাবে Backup করবেন। Backup করার জন্য উপরের ডান পাশে Cloud Icon টিতে ক্লিক করে Backup এ ক্লিক করবেন।

তারপর এমন একটা পেজ আসলে Ok ক্লিক করুন।

Ok করার পর দেখুন আপনাকে একটা google account add করার কথা বলা হয়েছে। একটা Gmail account add করে নিন যেটাতে আপনি আপনার Note টি

করে রাখতে চান।

 

Add করার পর আপনার Note টি Backup এর জন্য My Drive সিলেক্ট করে Save করে নেন,,।

দেখুন আপনার কাংখিত Note টি Completely Backup হয়েছে।

মনে করেন কোন কারনে Note টি Delete হয়ে গেছে অথাবা আমি Delete করে দেখাচ্ছি কিভাবে Delete হয়ে হয়ে যাওয়া Note টি পুনরায় আপনার Note এ ফিরিয়ে আনবেন।

এবার আমি Note টি Delete করে দিলাম। লক্ষ্য করে দেখুন আপনার লেখা Note টি নাই,,,

এখন Note টি ফিরিয়ে আনার জন্য উপরের ডান পাশে Cloud Icon টিতে ক্লিক করে Restore এ ক্লিক করুন।

ক্লিক করার পর My Drive থেকে আপনার Backup করা Note টিতে ক্লিক করে সিলেক্ট এ ক্লিক করুন।

Note: একটা কথা মনে রাখবেন আপনার Note টি যখন Restore করবেন আর এর পূর্বে যদি নতুন কোনো Note Create করে থাকেন তখন আপনার Note গুলো মুছে যাবে। তাই Restore এর পূর্বে অবশ্যই নতুন Note গুলো Backup করে নিবেন। এখন ok ক্লিক করুন।

এবার দেখুন Note টি পুনরায় আপনার Note এ চলে এসেছে।

এই পোস্ট টি এর আগে এখানে ও অন্য কোথাও করা হয়নি। গুগলে ও নেই। তাই কপি করলে অবশ্যই ক্রেডিট দিতে ভুলবেন না।

কষ্ট করে পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ভাল লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না,,।। এবং বোঝতে কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। হেল্প করার চেষ্টা করব।

আমার একটা ক্ষুদ্র Youtube channel আছে। পোস্ট টি ভাল লাগলে অবশ্যই Subscribe বাটনে একটা গুতা দিয়া আইসেন।

Subsribe Me

8 thoughts on "অসাধারন একটা App এর মাধ্যমে আপনার দৈনন্দিন জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো ইতিহাসের পাতায় রেখে দিন সারা জীবনের জন্যে।"

  1. Skp2 Contributor says:
    Good,,,

    Title’s থেকে by saddam বাদ দিন।

  2. premisaddam Author Post Creator says:
    ok bro….
  3. স্বপ্ন Author says:
    ভাই কোন জিনিস নিয়ে পোস্ট করার আগে প্লিজ ট্রিকবিডি থেকে সার্চ করে ….
    ওই বিষয়ে পোস্ট না পেলে পোস্ট করবেন।
    বা আপনি যদি মনে করেন যেগুলো আছে তার চেয়ে আপনার পোস্ট টাকে সবাই গুরুত্ব দেবে তাহলেই করতে পারেন।
    নোট নিয়ে এখানে অসংখ্য পোস্ট আছে।
  4. premisaddam Author Post Creator says:
    ache kintu backup kore rakhar moto post to nai…
  5. premisaddam Author Post Creator says:
    ache kintu backup kore rakhar moto post to nai…
  6. Al-Amin989 Contributor says:
    ColorNote o valo apps

Leave a Reply