আসসালামু আলাইকুম।
আশাকরি ভালো আছেন।
কারন ট্রিকবিডির সকলেই ভালো থাকেন আমি জানি এবং মানি।
————————————-
এখন যে অ্যাপ টির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো, সেটির নাম Ekstar Browser Pro.
কছুদিন আগে অ্যাপ টি প্লে স্টর মূল্য ছিলো ৩ হাজার টাকা।
ব্রাউজার টি আমার খুব পছন্দের। গতকাল হঠাৎ অ্যাপ টি প্লে স্টোরে খোঁজার চেস্টা করলাম।
কিন্তু পেলাম না। হঠাৎ গুগল প্লে স্টোর থেকে অ্যাপ টির এই উধাও হয়ে যাওয়ার কারন টাও আমার কাছে স্পষ্ট নয়। তবে আন্দাজ করছি অতিরিক্ত মুল্যের কারনে অ্যাপ টি প্লে স্টোর থেকে সরানো হয়েছে।
তবে আমি অভয় দিতে পারি যে, কোনো সিকিউরিটি সমস্যা ছাড়াই অ্যাপ টি ব্যবহার করতে পারেন। কারন অ্যাপ টি প্লে স্টোরে Publish হওয়ার পর থেকেই আমি দীর্ঘদিন যাবৎ অ্যাপ টি ব্যবহার করেছি। কোনো সমস্যা হয় নি।
————————————-
গুগলে অনেক খোঁজাখুজি করে অ্যাপ টি পেয়েছিলাম।
তাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি।
অনেকেই হয়তো বলবেন এটা তো আমার কাছেই ছিলো।
হয়তো প্লে স্টোরে এই অ্যাপ নিয়ে আগেউ পোস্ট হতে পারে। কিন্তু আমি গুগলে এই ব্রাউজারের নাম লিখে সাথে ট্রিকবিডি লিখে সার্চ করলাম। ট্রিকবিডির সার্চিং বক্সেউ এই অ্যাপ টির নাম লিখে সার্চ করেছি। কিন্তু পাইনাই।
জানিনা কত আগে পোস্ট হয়েছে (যদি হয়ে থাকে)।
সমস্ত পেজ খোজাও সম্ভব নয়। আর তাছাড়া অনেকেই এখনো এই অ্যাপ টি সম্পর্কে জানে না।
অ্যাপ টির সাইজ 1.81 MB.
আমি ইনকামের জন্য কোনো সার্ভারে আপলোড করে তার লিংক দিতে চায় না। কারন, ট্রিকবিডি আমাকে টাকা দিচ্ছে পোস্ট করার জন্য।
আর তাছাড়া সার্ভার লিংক দিলে পরে লিংক চেঞ্জ বা ৩ মাস পর অ্যাপ টি সার্ভার থেকে অটো ডিলিট হয়ে যেতে পারে। সেই জন্যেই আমি গুগল ড্রাইভের লিংক দিচ্ছি। কোনো সমস্যা হবে না আশাকরি।
অ্যাপ টি গুগল ড্রাইভ থেকে ফ্রি তে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
।
অ্যাপ টি ব্যবহার করে দেখতে পারেন। হয়তো ভালো লাগবে। সকল আন্ড্রয়েড ফোনেই এই অ্যাপ টি ব্যবহার করা যাবে।
নিচে থেকে অ্যাপ টির কয়েক টি স্ক্রিনশট দেখুন।
।
।
।
।
।
।
।
।
ভুল ত্রুটি ক্ষমা করুন।
একটু কষ্ট করে হলেউ একটা কম্মেন্ট করুন। আমার পোস্ট লিখতে যত সময় ব্যয় হয়েছে, আপনার একটা কম্মেন্ট করতে তো ততটা সময় ব্যয় হবে না, তাই না?
আর সময় পাইলে 1MB খরচ করে আমার চ্যানেল টি ঘুরে আসুন। হয়তো উপকৃত হবেন।
আমি পড়েছি কি পড়িনি তা আপনি কীভাবে জানলেন।
আমি যত টুকু সম্ভব চেষ্টা করেছি বোঝানোর জন্য।
তারপরেউ নিজের কোনো ভুল থাকলে দয়া করে ক্ষমা করবেন।
দয়া করে কষ্ট করে পোস্ট টি আবার একবার পড়ুন।
Be sincere.
আমার কোনো দোষ কি আপনার নজরে এসেছে?
অ্যাপ টি যে আমার নয়। সে পক্ষে যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে ভাই।
আর যে যত ভালো পোস্ট করবে তার পয়েন্টও বারবে
তারপরেউ আপনার সতর্কতার জন্য আপনাকে ধন্যবাদ #Taslimul_Islam ভাই।
আমি অতটা পারদর্শী নই। তবে একথা মিথ্যা নয় যে এক সময় প্লে স্টোরে এই অ্যাপ টির মুল্য ছিলো 3000BDT. কিন্তু কেনো যে এখন প্লে স্টোরে পাচ্ছি না যানি না।
যে কম্পানি এই অ্যাপ টি Publish করেছে। আমি তাদের সমস্ত অ্যাপ গ্যালারী দেখলাম। সেখানেই পেলাম না।
আপনার জানা থাকলে জানাবেন ভাই।
রিমুভ করে ভালোই করছে।
ধন্যবাদ কম্মেন্ট করার জন্য।
3hazar tk diya na android phone e kena 😛
eta sadaron browser ar moto..
speed o same..
App price deke mone korcilam onk kico ache kicui to payni..
apnar kono experience takle bolen j ei app a amn ki ace jar jonne apptar price 3k??
jekane Puffin
ar teke valo mone hocche.
R amar temon kono experience nei vai. Trickbd theke sikhte eseci. Ok?
AppTar price 3K deke obak lagcilo tai bolcilam r ki..
tnx 4 ur comment
আজ শেয়ার করবো, ইনশাল্লাহ
ধন্যবাদ আমাকে অবগত করার জন্য।
এই অবগত তে আমি নিজেকে ধন্য মনে করছি।
কিন্তু জনাব? আমার লাস্ট পোস্টের পেমেন্ট এখনো যোগ করা হয়নাই।
তবে আমি এই ব্রাউজার টিবি বেশি সময় ব্যবহার করি।
তবে আমি এই ব্রাউজার টিবি বেশি সময় ব্যবহার করি।