TrickBD তে সকল কে স্বাগতম। কেমন আছেন সবাই। আশা করি অনেক ভাল আছেন। আমিও অনেক ভাল আছি আপনাদের দোয়ায়।
আজ একটি ভিন্নধর্মী টিউন নিয়ে হাজির হলাম। টাইটেল দেখে হয়তো বুজতে পারছেন। আর না বুজলে আমি বুজিয়ে দিচ্ছি। মনে করেন আপনার Android Phone এ Facebook Lite একটা Apps মাত্র একবার Install করা সম্ভব। কিন্তু যদি আবার Install দিতে চান, তাহলে Package Replace হবে, মানে আবার Install হবে ঠিকই, কিন্তু Apps একটাই থাকবে।
তবে আমি এমন একটি পথ দেখিয়ে দিব, কোন Apps যতবার Install করবেন, ঠিক তত গুলোই আপনার ফোনে থাকবে। সব গুলো দিতেই আলাদা আলাদা Account চালাতে পারবেন। অর্থাৎ, একই Apps অনেকগুলো করে বিতে পারবেন।
স্বাভাবিক ভাবে একই বার বার Install হয় না। কারন, package একই থাকে বলে, তা অনেকগুলো Install হয় না। চলুন তাহলে আমরা একই Apps অনেকগুলো বানিয়ে দেখাই।…
যা যা প্রয়োজন পরবে!!!
1## Apk Editor Pro
2## যে Apps কাজ করতে চান, ওইটা।
ধরুন, আমি Facebook Lite কে অনেকগুলো বানাবো। এখন দেখে নেয়া যাক আমার ফোনে কয়টা Facebook lite আছে। মাত্র একবার আছে।
এখন Apk Editor Pro তে প্রবেশ করি। এবং নিচের Screenshot গুলো অনুসরন করি।
এখন এর Application Name | Package name | version | Version code পরিবর্তন করে ফেলি। এবং Save করে দেই।
এখন New Apps টা Install করে ফেলি…
চেক করে দেখুন আপনার ফোনে Lite ২টা হয়ে গেছে। Lite & Lite 2 .
আপনি চাইলে আলাদা আলাদা একাউন্ট চালাতে পারবেন।
এভাবে পরিবর্তন করে আপনি ইচ্ছা মত বাড়াতে পারবেন।
আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন। আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোন টিউনে। ধন্যবাদ সবাইকে…..।
মোডারেটর ভাই একটু এই কমেন্ট এর দিকে নজর দেন। বিরক্তি দূর করেন
Post ta valo hoiche,,,,,
Notun kichu korar chesta korun. Carry on ?
Apnarta?
Apnarta?
ami jai gula download kire sai gula deya kaj kirta farina.
plz bhai ami apps ta google driv a uplod kora amaka downward link ta ektu dan.
bhai onek opkreto hotam.