আজকে এমন একটি app আপনারদের দেখাবো যে আপনার ফোনের ব্যাটারি, unfortunate কল, অযথা কোনো app ঢুকে যাওয়া,ফোনে স্কীন অকারনেই অন হয়ে যাওয়া এগুলো থেকে বিরত রাখবে।
প্রথমেই আপনাকে একটি app ডাউনলোড করতে হবে যা play store এ পেয়ে যাবেন।
play store গিয়ে সার্চ করবেন “Proximity Service”.
ডাউনলোড করে নিন মাত্র 876kb এর app.
>>>
তারপর আপনার কাজ হলো appটি একটি ক্লিক করা, তারপর appটি তার নিজের কাজ শুরু করে দিবে।appটাতে ক্লিক করলে কিছুটা এই রকম লেখা আসবে।>>>
আপনার ফোন যখন পকেটে থাকবে তখন ফোনের স্কীন অফ থাকবে। মোট কথা আপনার ফোনের সেন্সরটিকে কিছু দিয়ে ঢেকে দিলেই স্কীন অফ হয়ে যাবে এবং সরিয়ে নিলে আবার অন হয়ে যাবে। এতে আপনার ফোনে অযথা ব্যাটারিরর চার্জ ক্ষয় হবে না বা অন্য appএর ভিতরে চাপ লেগে ঢুকতে পারবে না।
চালুতো করলেন কিন্তু যখন এটা আপনার দরকার হবে না তখন কিভাবে এটাকে বন্ধ করবেন?? তখন শুধু আপনার নোটিফিকেশন বার টা ডাউন করে ওই appএর নোটিফিকেশনে একটি ক্লিক করোন তাহলেই বন্ধ হয়ে যাবে।
>>>
আশা করি বুঝাতে পেরেছি, নিজে যতটুকু বুঝি ঠিক ততটুটু বুঝানোর চেষ্টা করি।ভাল লাগলে কমেন্ট বক্সে একটা উকি মেরে আসবেন আর উকি মারতে গিয়ে যদি মনে হয় কিছু লেখা দরকার তাহলে অবশ্যই কিছু লিখবেন।
>>>>সবাই ভাল থাকবেন <<<<
tobe jader power button e problem, tara easily use korte pare; like me ?