আজকে এমন একটি app আপনারদের দেখাবো যে আপনার ফোনের ব্যাটারি, unfortunate কল, অযথা কোনো app ঢুকে যাওয়া,ফোনে স্কীন অকারনেই অন হয়ে যাওয়া এগুলো থেকে বিরত রাখবে।


তাহলে চলুন দেখে নেই কিভাবে আমরা এটি ব্যবহার করবো
প্রথমেই আপনাকে একটি app ডাউনলোড করতে হবে যা play store এ পেয়ে যাবেন।
play store গিয়ে সার্চ করবেন “Proximity Service”.

ডাউনলোড করে নিন মাত্র 876kb এর app.
>>>
তারপর আপনার কাজ হলো appটি একটি ক্লিক করা, তারপর appটি তার নিজের কাজ শুরু করে দিবে।appটাতে ক্লিক করলে কিছুটা এই রকম লেখা আসবে।>>>
>>>
আপনার ফোন যখন পকেটে থাকবে তখন ফোনের স্কীন অফ থাকবে। মোট কথা আপনার ফোনের সেন্সরটিকে কিছু দিয়ে ঢেকে দিলেই স্কীন অফ হয়ে যাবে এবং সরিয়ে নিলে আবার অন হয়ে যাবে। এতে আপনার ফোনে অযথা ব্যাটারিরর চার্জ ক্ষয় হবে না বা অন্য appএর ভিতরে চাপ লেগে ঢুকতে পারবে না।
চালুতো করলেন কিন্তু যখন এটা আপনার দরকার হবে না তখন কিভাবে এটাকে বন্ধ করবেন?? তখন শুধু আপনার নোটিফিকেশন বার টা ডাউন করে ওই appএর নোটিফিকেশনে একটি ক্লিক করোন তাহলেই বন্ধ হয়ে যাবে।
>>>
আশা করি বুঝাতে পেরেছি, নিজে যতটুকু বুঝি ঠিক ততটুটু বুঝানোর চেষ্টা করি।ভাল লাগলে কমেন্ট বক্সে একটা উকি মেরে আসবেন আর উকি মারতে গিয়ে যদি মনে হয় কিছু লেখা দরকার তাহলে অবশ্যই কিছু লিখবেন।
>>>>সবাই ভাল থাকবেন <<<<

15 thoughts on "আমাদের ফোনের সেন্সরের দারুন একটি কাজ মাত্র 876kb একটি app দিয়ে, যা আপনার কাজে লাগতে পারে"

  1. Imranmia100 Contributor says:
    vai post ta to ami korte chaicilam,, hay hay
    1. Md Tanmoy Author Post Creator says:
      vai kI korbo bolen apni to chaicilen ami to amon post ache submit kore dici but review er ageI onno joner ta public kore dice
  2. Rãshêdül Islãm ßr Contributor says:
    ঠিক বুঝলাম না Facebook link plz
  3. Refadulislam Contributor says:
    vai amar mobaile bar bar ad asteche ata bondo korbo kibabe.plz help me.
  4. alaminmeh Contributor says:
    থার্ড পার্ট এপ্স থাকলে সেগুলা আনইন্সটল করে দাও, আর যদি তাতেও কাজ না হয় লাস্ট স্টেপ হল ফোন রিসেট করা, রিসেট করে নিলে আর অনাকাঙ্ক্ষিত এড আসবেনা।
  5. alaminmeh Contributor says:
    থার্ড পার্ট এপ্স থাকলে সেগুলা আনইন্সটল করে দাও, আর যদি তাতেও কাজ না হয় লাস্ট স্টেপ হল ফোন রিসেট করা, রিসেট করে নিলে আর অনাকাঙ্ক্ষিত এড আসবেনা।
  6. IMDAD SHUVRO Author says:
    হুম কাজের পোস্ট
    1. Md Tanmoy Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
    2. IMDAD SHUVRO Author says:
      Welcome Bro..
    1. Md Tanmoy Author Post Creator says:
      Thanks vai
  7. Forhad Rahman Author says:
    Sensor app use korle device er sensor ta always active thake, battery r o drain hoy.
    tobe jader power button e problem, tara easily use korte pare; like me ?
    1. Md Tanmoy Author Post Creator says:
      জি ভাই, সব অ্যাপই মোটমোটি ব্যাটারি drain হয়। কিন্তু একটা অ্যাপ থেকে যদি আপনি ৭০% সুবিধা পায় আর ৩০% অসুবিধা তাহলে মন্দ কি
    1. Md Tanmoy Author Post Creator says:
      Thanks

Leave a Reply