প্রিয় পাঠক,
আজ আপনাদের কাছে হাজির হয়েছি খুবই চমৎকার ও গুরুত্বপূর্ণ একটি পোস্ট নিয়ে।

পোস্টটি পড়ে আপনি বলবেন, এমন পোস্টের অপেক্ষাই তো ছিলাম।

যাক,কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায়।

আমরা সকলেই Play Store থেকে অ্যাপ ডাঊনলোড করে থাকি। কিন্তু অনেক অ্যাপই আছে যেগুলোর Trial Version আমাদের জন্য উম্মুক্ত করে দিলেও পেইড অ্যাপ এর জন্য টাকা পরিশোধ করতে হয়।

তাছাড়া বিভিন্ন সাইট থেকেও ক্রাক অ্যাপ নামিয়ে ব্যবহার করে থাকি। ক্রাক অ্যাপগুলো আপডেট করা যায় না তাই নতুন সংস্করন পাই না।

তো, আজকের এই পোস্টে আপনি পাচ্ছেন Play Store থেকেই পেইড অ্যাপ ফ্রিতে নেওয়ার ব্যবস্থা।

(এক্ষেত্রে মোবাইল রুট হবার কোন প্রয়োজন নেই)

এক্ষেত্রে প্রথমে নিচের লিনক থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নিন।

Click here to Download[b/]

অথবা Play Store থেকে MyAppFree সরাসরি নামিয়ে নিন।

[b]এই অ্যাপটির কাজঃ

১। দৈনিক একটি করে পেইড ফ্রি এই অ্যাপটিতে সম্পুর্ন ফ্রিতে উম্মুক্ত হয়।

২। পেইড অ্যাপগুলো নিজের করে রাখতে পারবেন তাহলে পরে আপনার দরকারের সময়ে ফ্রিতে নামাতে পারবেন।

৩। এই অ্যাপ থেকে ফ্রিতে অ্যাপ নামালে সারাজিবনের জন্য অ্যাপটি আপনার জন্য হয়ে যাবে ফলে পরবর্তীতে একই ইমেল দিয়ে এই অ্যাপটি অন্য মোবাইলে ফ্রিতেই নামাতে পারবেন।

(Play Store এ যেই ইমেল দিয়ে লগিন থাকবে সেই ইমেলে সমস্ত অ্যাপ Purchase হয়ে যাবে)

৪। অ্যাপগুলোর নিয়মিত অফিসিয়াল আপডেট পাবেন।

প্রমানস্বরুপঃ

আজকে এই অ্যাপটি ফ্রিতে পাওয়া যাচ্ছে যার বাজারমুল্য ১৫০টাকা।
যদি আপনারা আজকেই পোস্টটি দেখে অ্যাপটি নামান তবে আপনি হয়ে যাবেন অ্যাপটির মালিক একদম ফ্রিতেই।

আশা করছি আপনি পিকচার গুলো দেখে বুঝে ফেলতে পেরেছেন।

সত্যি কথা বলতে আমি দৈনিকই এই অ্যাপ দিয়ে ফ্রিতে সকল রকম অ্যাপ নিজের করে রাখি। কারন ফ্রির সব কিছু আমাদের বাংগালীদের জন্য ভালো।

আজকে এই পর্যন্তই। এমন পোস্ট আরো পেতে হলে অবশ্যই অনুপ্রেরণা প্রত্যাশা করছি।

কারন, ভাই সময় নিয়ে লেখাটা ধৈর্যের ব্যাপার ও সময়সাপেক্ষ যা সবাই পারেনা।

যোগাযোগঃ

ফেসবুক পেজঃ Know For Share
ফেসবুক গ্রুপঃKnow For Share
ইউটিউব চ্যানেলঃKnow For Share

18 thoughts on "প্রতিদিন Paid App সম্পুর্ন ফ্রিতে লুফে নিন। সেরা ট্রিক্স। প্রমান সহ"

  1. Avatar photo Uzzal Mahamud Pro Author says:
    সুন্দর
  2. Avatar photo HBSumon Subscriber says:
    Nice post thanks for sharing
  3. ANIK1122 Contributor says:
    ভাই প্রতি দিন সর্বোচ্চ কয়টা অ্যাপ ডাউনলোড করতে পারব?
    1. Avatar photo Alif Hossain Contributor Post Creator says:
      Daily 1 paid app at totally out of cost.
  4. raz1 Contributor says:
    এর থেকে appsels.apk আরো ভালো।
  5. Avatar photo Khyrul Islam Sohag Contributor says:
    ভুলে profile এ গিয়ে ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলসি।

    এখন কোন app download করলে কোন সমস্যা হবে???

    প্লিজ ভাই রিপ্লে দিয়েন।।

    1. Avatar photo Alif Hossain Contributor Post Creator says:
      Na vai.. No pblm… Apni account create korar maddhome jante parben j apni app ti diye koto takar app free te namiyechen…. Emn kichu information paben…
  6. Avatar photo Nadimmoon Contributor says:
    আমার একটা ব্যাপার এ সাহায্য লাগবে। অনেক আগে একটি পোস্ট করা হয়েছিল মোবাইল অথবা কমপিউটার দিয়ে একটি ভাইরাস লিংক তৈরী করা যায়। জে লিংক টায় কেউ কিলক করলে সবকিছু ডিলিট হয়ে জাবে। ঐ পোস্ট টা আমার খুব দরকার। দয়া করে কেউ দেন।
    1. Avatar photo Alif Hossain Contributor Post Creator says:
      I don’t know about Your query… Sorry bro

Leave a Reply