হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সোবাই ভালো আছেন। আমিও ভালো আছি।


অনেক দিন পর আবার লিখতে বসলাম। আজ কে আপনাদের কাছে একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আশা করি ভালো লাগবে।

যদিও সহজ টিউটোরিয়াল সবারই জানার কথা, তবুও যারা জানেন না তাদের জন্য এই পোস্ট।

আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো ভুল করে থাকি নিজ গুনে ক্ষমার দৃষ্টিতে পোস্ট পোরবেন। সবচেয়ে ভালো হবে যদি ভুল গুলো কমেন্টে জানিয়ে দেন। আর পোস্ট ভালো লাগলে বেশি কিছু চাইনা শুধু একটা থ্যাংকস দিয়েন।
অনেক বকবক করলাম। এবার কাজের কোথায় আসি।

আজকে আপনাদেরকে দেখাবো, যেকোনো apk ফাইল ভাংবেন এবং এর সকল ফাইল গুলো আপনার মেমোরি তে সেভ করে রাখবেন মাত্র ১ ক্লিকে।
এই কাজটি আপনি apk editor দিয়েও করতে পারবেন। apk editor দিয়ে আপনি সব ফাইল এত তারাতারি সংগ্রহ করতে পারবেননা।
কিন্তু আজ এমন এক পদ্ধতি দেখাবো যেটা দিয়ে এক নিমিষেই সকল ধরনের ফাইল আপনার মেমোরি তে সেভ হয়ে যাবে।

প্রয়জনীয় উপকরন:-

দুইটা app লাগবে , Android phone,

1. App Name : Zarchiver
Size: 3mb
2.App Name: Dipjol Soundboard
size: 5mb
আগে app দুই টা ডাউনলোড করে নেন। নিচে ডাউনলোড লিংক দেওয়া হলো।

click Here To Download Zarchiver.

Click Here To Download Dipjol Soundboard.

ওহ একটা কথা বলতে ভুলে গেছি, আমি যে Dipjol sound board app টা নিলাম (Optional) আমি উদাহরন সরূপ দেখানোর জন্য নিছি আপনি চাইলে অন্য app দিয়ে ট্রাই করতে পারেন। তবে নতুন রা এই পোস্ট অনুযায়ী আগে ট্রাই করে দেখুন ভালো বেনিফিট আসবে আমি মনে করি।
আর Dipjol Sound board টা ডাউনলোড করে ওপেন করুন। দেখেন ডিপজলের অনেক ধরনের ডাইলোগ। খুব মজার মজার ডাইলোগ আছে। এখন কোথা হলো আমি এই App কেন ভাংবো এবং ভেংগে কি নিবো?
হ্যা, ঠিক বলেছন, আমি শুধু উদাহরন সরুপ এই app এর সকল সাউন্ড গুলো মেমোরিতে নিয়ে দেখাবো। ধরেন আপনি একটা ফানি ডাবিং ভিডিও বানাতে যাবেন চাইলেই এই সাউন্ড গুলো ব্যাবোহার করতে পারেন।

মুল টিউটোরিয়াল শুরু করার আগে আরো কিছু হিন্টস দিয়ে নেই।
১। আপনি যেকোনো জিপ ফাইল extract করতে পারবেন।
২। যে কোনো ফাইল কে .zip সহ আরো কয়েকটি extension এ compress করতে পারবেন। যেমন: 7z, tar,tar.bz2,tar.gz,tar.xz,tar.xz4 ইত্যাদি extension এ কমপ্রেস করতে পারবেন।
৩। কপি, কাট,পেস্ট ইত্যাদি করতে পারবেন।
৪। যেকোনো app এর ইচ্ছা মত ফাইল হ্যাক। যেমন ধরুন আপনি Picsart app এর সকল ফোন্ট গুলোকে ফাইল আকারে পেতে চান আপনি Zarchiver দিয়ে app কে ভেংগে উক্ত ফাইল গুলো নিতে পারবেন।

৫। আবার আপনি চাইলে আপনার ফাইল গুলো পাসওয়ার্ড সহ কম্প্রেস করতে পারবেন।
৬। অন্য app এর ফাইল নিয়ে অন্য app moding করতে পারবেন।

শুধু মাত্র ৩ এমবির app দিয়ে অনেক কিছুই করা যায়। খুব ভালো লাগে এই app টা আপনাদের কেমন লাগে জানিনা। আমার মনে হয় সবারই ভালো লাগার কথা।
এখন দেখাবো কিভাবে এই কাজ টি করবেন।
উপর থেকে App টা ডাউনলোড করে নিন।
তারপর
– Zarchiver ওপেন করুন,
নিচের মত ok, ok দিন।







-Dipjol Sound board app খুজে বের করুন.



– app উপর ক্লিক করুন।



-তার পর নিচের মত Extract to ./archive name./
এ ক্লিক করুন।



– দেখুন extracting শুরু হয়ে গেছে। কিছুক্ষণ সময় নিবে ৫-৯ সেকেন্ড। সময় নিরভ্র করবে app size এর উপর। Extract শেষ।
আচ্ছা এবার নিচের দিকে ফোলো করুন।
দেখুন Dipjol Soundboard নামে একটা ফোল্ডার দেখা যাচ্ছে। ওইটাতে ঢুকুন। না না ঢুকেননা আপনার ফোনের একবারে হোম মেনূতে আসুন



-ফাইল ম্যানেজার এ প্রবেশ করুন।

Dipjol Soundboard app DownlOad করেছিলেন এবং যে ফোল্ডারে app টা ছিলো। মানে আপনি Dipjol Soindboard app এর কাছে যেয়ে দেখেন আসেপাশে Dipjol Soundboard নামে নিচের মত ফোল্ডার তৌরি হয়ে আছে ওটা তে প্রবেশ করুন।



-দেখুন নিচের মত অনেক ফোল্ডার এবং ফাইল আছে। তার মধ্য্র mark করা ফোল্ডারে ঢুকুন।



-Mark করা sounds নামে ফোল্ডারে ঢুকুন।



-ধুম্বা চলে ধুম্বা চলে!!!!! সকল সাউন্ড পেয়ে গেছেন।



দেখি একটা প্লে করে শুনি কেমন লাগে,,
*আহো ভাতিজা আহো আহো!

হয়েছে সাউন্ড অফ।!!!

[ বি,দ্র, আমি Android 4.0.4 version এর ফোন দিয়ে পোস্ট লিখেছি এবং স্ক্রিনশট দিয়েছি। সো, আপনার বড় version এর ফোনে app এর লেআউট একরকম নাও শো করতে পারে তাই কাজ করার সময় একটু বুঝে শুনে কইরেন।]

এখন কথা হলো আমিতো জাস্ট এই app এর সাউন্ড গুলো হ্যাক করে দেখালাম। এই পোস্ট শুধু সাউন্ড না, যেকোনো app এর xml ফাইল, Ttf ফোন্ট ফাইল, app এ থাকা যত পিকচার আছে সব, এক কথা যা মন চায় app থেকে তাই নিতে পারবেন। আমি শুধু শিখানোর জন্য পস্ট করলাম। আপনারা অবশ্যি এই ট্রিক টা ভালো কাজে ব্যাবহার করবেন।
ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন সুস্তো থাকুন আর ট্রিকবিডির সাথেই থাকুন। কারন ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালো থাকে।

15 thoughts on "[All User] যেকোনো app এর সকল ধরনের ফাইল, app এ থাকা যত পিকচার আইকন, মিউজিক সাউন্ড ইত্যাদি সেভ করে নিন মাত্র এক ক্লিকে এবং খুব অল্প সময়ের মধ্যে। Apk editor ছাড়া।"

  1. NS Sabur Legend Author says:
    নাইচ
  2. FAIHAD Contributor says:
    nice post
  3. NS Sabur Legend Author says:
    আপনার কি জাভা মোবাইল।
  4. NS Sabur Legend Author says:
    টাইটেলে বানান ভুল। মিউসিক হবে না মিউজিক।
  5. Not Found 404! Author Post Creator says:
    Sorry Sobur vai er por thik kore likhbo…
    ar ami ovro diya lekhsilm to
    … amar Android 4.0.4 version er phn samsung GTS-5301

    Ar sobaike Dhonnobad

  6. JonyKar2 Contributor says:
    Aha vai eto hard korar dorkar naai. Just X-Plore e apk open as a ZIP e open korle sov kra jay. Poro apk extracted kora lage na.
  7. Tirtho Contributor says:
    Jani but nice post
  8. Not Found 404! Author Post Creator says:
    Thanks All

Leave a Reply