আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নিশ্চয়ই, কেন নিশ্চই বললাম জানেন?
কারন আপনি সুস্থ না থাকলে নেট চালাতে পারতেন না।
মুল টপিকে আসি আপনি আমার ফালতু বকবক শোনার জন্য পৃষ্ঠাটি ওপেন করেননি।
এখন সবাই ই প্রায় নেট থেকে ইনকাম করার জন্য ব্যাস্ত, এজন্য কেউ কেউ পারসোনাল সাইট খুলেছেন আবার কেউ নিজের একটি ইউটিউব চ্যানেল খুলেছেন, আবার অনেকে শখের জন্য ও করতে পারে ওয়েবসাইট ও চ্যানেল।
ওয়েবসাইটের বা ইউটিউব চ্যানেলে যদি হেডারে সুন্দর একটি লগো না থাকে তাহলে আপনার ওয়েবসাইটে বা চ্যানেলে ভিজিটরা মজা পাবেনা, তাদের কাছে পানশা পানশা লাগবে আপনার ওয়েবসাইটটি বা চ্যানেলটি।
সুন্দর একটি লগো তৈরী করার জন্য আপনি ডেক্সটপে ফটোশপ দিয়ে বা এনড্রয়েড ফোন দিয়েও করতে পারেন।
ফোন দিয়ে করতে হলে আপনার ফোনে লগোমেকার জাতীয় এ্যাপের প্রয়োজন হবে।
আমি লগোমেকার একটি এ্যাপ নিয়ে এসেছি যার ফিচার গুলো আপনাদের ভালো লাগবে আশাকরি।
এ্যাপটির সাইজঃ ৪৪ মেগাবাইট
পোস্টের একদম নিচে ডাউনলোড লিংক থেকে এ্যাপটি ডাউনলোড করতে পারেন।
(১) এ্যাপটি ওপেন করলে এরকম দেখতে পাবেন, আপনার ইচ্ছা মতো ভাষা সিলেক্ট করে নিতে পারেন।
(২) এরপর এরকম আসবে, লগো কালেকশনে ক্লিক করলে অনেক ক্যাটাগরির লগো মেইক করা দেখতে পাবেন সেখান থেকে ইডিট করে খুব সুন্দর একটা লগো বানাতে পারেন।
(৩) এছাড়া নতুন একটি লগো নিজের ইচ্ছামতোও বানাতে পারেন।

(৪) অনেক ক্যাটাগরির লগো তৈরী করা রয়েছে

(৫) আপনার যে বিষয়ের সাইট বা চ্যানেল সেই ক্যাটাগরির লগো দেখতে পারেন।
(৬) অনেক স্টিকার। রয়েছে এ্যাপটিতে

(৭)
(৮)
(৯)
(১০)
(১১)
এ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?
২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো
প্রো অথবা মোড করা হলে আরো ভালো হতো