আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাছাইকৃত 5 টি স্ক্রিন রেকর্ডার অ্যাপস। যেগুলো মাত্র ৭এম্বির নিচে। আরেকটা কথা আমি যে Apps গুলো শেয়ার করবো সেগুলোর Watermark থাকবেনা।
আর এই গুলো ব্যবহার করে আপনি কম দামী ফোনেও ভালো ভাবে স্ক্রিনরেকর্ড করতে পারবেন।
আমি প্রথমে যে দুইটা অ্যাপসের লিঙ্ক দিয়েছি সেগুলো বর্তমানে এখন ব্যবহার করছি আজকেও একটা ভিডিও বানিয়েছি। তাছাড়া যে তিনটি স্ক্রিন রেকর্ডার এর লিঙ্ক দিয়েছি সেগুলো আমি পূর্বে ব্যবহার করেছি ওগুলোও খুব ভালো তার মধ্যে—
এই প্রথমে যে দুইটা স্ক্রিন ক্যাম, এর এমবি কম হলেও আমার কাছে খুব ভালো। আরেকটা কথা বলতে ভুলে গেছি আপনারা অনেক ব্লগে পোস্ট এর টাইটেলে দেখে থাকেন [ for root user] এমন, তবে আমি যেগুলো শেয়ার করেছি সেগুলো ব্যবহার করতে ফোন রুট করার কোনো প্রয়োজন পরবেনা।
তো এখন নিচে থেকে Apps এর Playstore লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিন।
????????????
সবগুলো অ্যাপস রিভিউ একসাথে দেখতে চাইলে ভিডিওটি প্লে করুন।
1. Screen cam–
Size : 1.5mb
আজকের ৫টি এ্যাপস এর মধ্যে Screen cam এর সাইজ কম। কিন্তু আপনি খুব ভাবে রেকর্ড করতে পারবেন। আমি এটা দিয়ে ভিডিও বানাই। আমার ফোন এর মডেল Symphony i15..
2. Screencam–
Size: 2+এমবি
কি ভাবছেন?? দুইটা এ্যাপ্স এর নাম একই, হ্যাঁ একই হলেও দেখুন কিছুটা ভিন্ন রয়েছে।
আগের টা ছিলো screen Cam আর পরের টা screencam.
এই দুইটাই প্রায় একই রকম। কিছুটা ভিন্নতা রয়েছে। আপনি ব্যাবহার করলে বুঝতে পারবেন।
3. ADV screen recorder–
Size: 5.3mb
4. Screen recorder & video recorder, X recorder–
? Screen recorder & video recorder, X recorder
Size : 7.3mb
এই এ্যাপস টিও খুব ভালো। এটা কয়েকদিন আগে আপডেট করেছে। আপডেট করার আগে 4+ mb size ছিলো। এখন 7.3mb
এটা তে একটা সুবিধা আছে, ভিডিও রেকর্ড করার সময় কন্ট্রোলার বাটন দিয়ে কন্ট্রোল করতে পারবেন।
5. Quick video recorder —
Size: 4.8m
________________________________________
Please help me subscribing my channle.
????
?Technical Gifary?
?????
আমার ব্লগ – https://technicalgifary.blogspot.com
Thank you…
আমি ঐটাই ব্যাবহার করবো, আমার ফোন 9p version,
আগে du screen recorders ব্যাবহার করতাম, এটা বেশি সুবিধার না,
আমার whatsapp এর কল রেকর্ড করার জন্যে ব্যাবহার করতে হয়