আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাছাইকৃত 5 টি স্ক্রিন রেকর্ডার অ্যাপস। যেগুলো মাত্র ৭এম্বির নিচে। আরেকটা কথা আমি যে Apps গুলো শেয়ার করবো সেগুলোর Watermark  থাকবেনা।

আর এই গুলো ব্যবহার করে আপনি কম দামী ফোনেও ভালো ভাবে স্ক্রিনরেকর্ড করতে পারবেন।

আমি প্রথমে যে দুইটা অ্যাপসের লিঙ্ক দিয়েছি সেগুলো বর্তমানে এখন ব্যবহার করছি আজকেও একটা ভিডিও বানিয়েছি।  তাছাড়া যে তিনটি স্ক্রিন রেকর্ডার এর লিঙ্ক দিয়েছি সেগুলো আমি পূর্বে ব্যবহার করেছি ওগুলোও খুব ভালো তার মধ্যে—

এই প্রথমে যে দুইটা  স্ক্রিন ক্যাম,  এর এমবি কম হলেও  আমার কাছে খুব ভালো। আরেকটা কথা বলতে ভুলে গেছি আপনারা অনেক ব্লগে পোস্ট এর টাইটেলে দেখে থাকেন [ for root user] এমন,  তবে আমি যেগুলো শেয়ার করেছি সেগুলো ব্যবহার করতে ফোন রুট করার কোনো প্রয়োজন পরবেনা।

তো এখন নিচে থেকে Apps এর Playstore  লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড  করে নিন

????????????

সবগুলো অ্যাপস রিভিউ একসাথে দেখতে চাইলে ভিডিওটি প্লে করুন।

1. Screen cam–

Screen cam

Size : 1.5mb

আজকের ৫টি এ্যাপস এর মধ্যে Screen cam  এর সাইজ কম। কিন্তু আপনি খুব ভাবে রেকর্ড করতে পারবেন। আমি এটা দিয়ে ভিডিও বানাই। আমার ফোন এর মডেল Symphony i15..

2. Screencam–

 ?ScreenCam

Size: 2+এমবি

কি ভাবছেন?? দুইটা এ্যাপ্স এর নাম একই,  হ্যাঁ একই হলেও দেখুন কিছুটা ভিন্ন রয়েছে।

আগের টা ছিলো screen Cam আর পরের টা screencam.

এই দুইটাই প্রায় একই রকম। কিছুটা ভিন্নতা রয়েছে।  আপনি ব্যাবহার করলে বুঝতে পারবেন।

3. ADV screen recorder–

ADV screen recorder

Size: 5.3mb


4. Screen recorder & video recorder, X recorder–


Screen recorder & video recorder, X recorder

Size : 7.3mb

এই এ্যাপস টিও খুব ভালো। এটা কয়েকদিন আগে আপডেট করেছে। আপডেট করার আগে 4+ mb size ছিলো। এখন 7.3mb

এটা তে একটা সুবিধা আছে, ভিডিও রেকর্ড করার সময় কন্ট্রোলার বাটন দিয়ে কন্ট্রোল করতে পারবেন।

5. Quick video recorder —

 ? Quick video recorder

Size: 4.8m

________________________________________

Please help me subscribing my channle.

????

?Technical Gifary?

?????

আমার ব্লগ – https://technicalgifary.blogspot.com

Thank you…

13 thoughts on "ওয়াটারমার্ক ছাড়া ৭ এম্বির নিচে ৫ টি স্ক্রিরেকর্ডার। কমদামি ফোনে ও ব্যবহার করতে পারবেন।"

    1. Not Found 404! Author Post Creator says:
      Thank you…
    2. Not Found 404! Author Post Creator says:
      Thank you..
  1. 444mdzahid Contributor says:
    ভালো পোস্ট।
    1. Not Found 404! Author Post Creator says:
      Thank you
  2. Dip Dey Contributor says:
    Helpful Post Thank You
    1. Not Found 404! Author Post Creator says:
      Welcome
  3. MD FAYSAL Contributor says:
    good post carry on
    1. Not Found 404! Author Post Creator says:
      Tnq bro…
  4. ThE Minhaj Author says:
    4.4.2 veirson phone e konta use kora jabe…?
    1. Not Found 404! Author Post Creator says:
      1,2,4 no ta try kore dekhte paren… Amar version 8+
  5. obaidollah Contributor says:
    আপনার মতে কোনটা বেষ্ট বলে মনে করেন?
    আমি ঐটাই ব্যাবহার করবো, আমার ফোন 9p version,
    আগে du screen recorders ব্যাবহার করতাম, এটা বেশি সুবিধার না,
    আমার whatsapp এর কল রেকর্ড করার জন্যে ব্যাবহার করতে হয়
    1. Not Found 404! Author Post Creator says:
      Vai… Ami 1,2,4 no use kortesi…. 3tai dekhn… Kon ta valo lage

Leave a Reply