#TrickBDcompitition
আসসালামু আলাইকুম
আমরা অনেকেই গেম খেলতে ভালো বাসি (যদিও আমি আগে প্রচুর খেলতাম এখন আর খেলিনা ।যার পিছনে অনেক কারণ আছে সেটা আর নাই বলি ) ।কেনই না বা ভালো লাগবে একেকটি গেম যে আকষর্নীয় ।আমি যখন গেম খেলতাম তখন আমার বন্ধুরা আমাকে ইচ্ছা করে ফোন মেসেজ দিয়ে বিরক্ত করত ।তখন আমাকে মারুফের ভাষা ইউজ করতে মন চাইত ।কিন্তু হাজার হলেও তো বন্ধু কিছু বলতে পারিনা ।তাই অন্য রাস্তা খুজতাম ।খুজতে খুজতে পেয়েও গেছিলাম ।আমি তো এখন গেম খেলিনা আপনারা যারা ফ্রি ফাইর , PUBG কিংবা অন্য গেম খেলেন তাদের জন্য এ ট্রিক টি শেয়ার করলাম ।কথা আর বারাবো না মূল কাজে চলে আসি :
আপনি যদি চান আপনাকে কেউ গেম খেলার সময় কিংবা অন্য কোনো অ্যাপ চালানোর সময় ডিস্টার্ব না করুন তাহলে আপনাকে একটি অ্যাপ ব্যবহার করে এটি ঠেকাতে পারবেন ।অ্যাপটির নাম Nox Cleaner
তো প্রথমেই এটি ডাওনলোড করে নিন click Here For Download
বুঝতেই পারছেন এটি একটি ক্লিনার অ্যাপ ।এটি দিয়ে আপনি আপনার ফোন ক্লিনও করতে পারবেন ।তারপর আপনি চলে যানcomon fiture এ ।
তারপর Add Game এ গিয়ে আপনি যে অ্যাপটিতে ফিচার টি ইউজ করতে চান সেটিতে টিক চিন্হ দিন
আমি মেসেন্জার সিলেক্ট করেছি ।তার নিচে দেখেন লেখা আছে Do Not Distrub এটি চালু করে দেন । তারপর Grant এ ক্লিক করেন
বেস আপনার কাজ শেষ ।এখন বিন্দাস গেমটি খেলুন কেউ ডিস্টার্ব করতে পারবে না ।
অ্যাপটিতে আরো অনেক সুবিধা আছে যা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন ।
দৃষ্টি আকর্ষন :নতুন ইউজারদের
আপনি কি ট্রিকবিডিতে নতুন আইডি খুলেছেন , আপনি কি এখন পোস্ট করতে গিয়ে হিমসিম খাচ্ছেন , আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তা করছেন যে এটি কিভাবে করব তাহলে আপনার আর চিন্তা নেই ।আপনার কি সমস্যা তা কমেন্ট এ বলে ফেলুন আশা করি পুরো সহযোগিতা পাবেন ।
এছাড়া অন্য সমস্যায় ফেসবুকে আমি
আপনাদের যদি পোস্টি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন ।
32 thoughts on "গেম খেলার সময় কি আপনার বন্ধু ফোন বা মেসেজ দিয়ে বিরক্ত করে ! সমাধান নিয়ে নিন এবং সেই সাথে থাকছে [নতুন ট্রিকবিডি ইউজারদের জন্য টিপস ]"