আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা,এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি।তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে চমৎকার একটা ট্রিক শেয়ার করবো।আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে গুগল ম্যাপে আপনাদের বাড়ি অথবা যেকোনো প্রতিষ্ঠান যুক্ত করবেন।গুগল ম্যাপে লক্ষ্য করবেন আপনার এলাকার সব প্রতিষ্ঠানের নাম যুক্ত করা নেই।
গুগল ম্যাপে রাস্তাঘাট, মসজিদ,বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যুক্ত করা আছে।
আর বর্তমানে নতুন নতুন স্বনামধন্য প্রতিষ্ঠান গড়ে উঠছে আর আপনি চাইলে আপনার বাড়ি ও সেইসব প্রতিষ্ঠান খুব সহজে গুগল ম্যাপে আমার মতো আপনারাও যুক্ত করতে পারেন।
তো কিভাবে গুগল ম্যাপে আপনার বাড়ি যুক্ত করবেন, চলুন শুরু করা যাক।
গুগল ম্যাপে আপনাদের বাড়ি অথবা প্রতিষ্ঠান যুক্ত করতে অবশ্যই প্রথমে যেটা লাগবে সেটা হলো গুগল ম্যাপস, গুগল ম্যাপস প্রতিটা মোবাইলেই থাকে, তবুও যাদের নেই প্লে-স্টোর থেকে ইনস্টল করেনিন,ইনস্টল করতে
এখানে ক্লিক করুন
আর অবশ্যই গুগল ম্যাপ অ্যাপসটিতে প্রবেশের আগে আপনাদের মোবাইলের লোকেশন সেটিংসটি অন করে নিবেন।
এবার নিচের স্কিনশর্টগুলো ফলো করুন।
আশাকরি আপনারা বুঝতে পেরেছেন।না বুঝলে কমেন্ট করুন অথবা ভিডিওটি দেখুন খুব সহজে বুঝতে পারবেন।
আমার আগের পোষ্ট লিংকঃএকাউন্ট করলেই পাবেন ২০ টাকা, প্রতি রেফারে ১০ টাকা, সাথে রয়েছে আনলিমিটেড রেফার হ্যাক টিপস এবং পেমেন্ট প্রুফ
“আপনাদের কাছ থেকে আমরা ভালো ভালো কমেন্ট আশাকরি।আপনাদের একটা খারাপ কমেন্টের কারণে পোষ্টদাতা পোষ্ট করার আগ্রহ হারিয়ে ফেলে, তাই খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।
আর অবশ্যই নতুন নতুন আপডেট পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন, ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ করলে চ্যানেলটি পেয়ে যাবেন অথবা সরাসরি চ্যানেলটিতে যেতে
এখানে ক্লিক করুন
মানুষ মাত্রই ভুল, তাই পোষ্টে ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,”
★★★ফ্রিকল ও ফ্রিনেট টিপস প্রতিনিয়ত পেতে ভিজিট করুন আমার ব্লগ সাইট
Www.bdtricksh.ga
আর যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমিMdshakilhasan
কোনো সাহায্যের প্রয়োজনে ইমুতে শুধুমাত্র মেসেজ দিবেনঃ০১৭০৭৭৪২৭২৪
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
আজকের মতো বিদায় নিচ্ছি{{খোদাহাফেজ}}
Lebel যুক্ত করে বলছেন যে বাড়ি ?