আশা করি সবাই ভালো আছেন
এই কোয়ারান্টাইনকালীন সময়ে অবসর সময় কাটছে হেলায়। আবার অনেকে কাটাচ্ছে মুভি দেখে,বিভিন্ন অনলাইন শিক্ষা গ্রহণ করে। কিন্তু আমার মতে সবথেকে মানুষ যেটা বেশি করে,সেটা বইপড়া।
কিন্তু যারা নিজ অঞ্চল বাদে অন্যকোন জায়গায় থেকে পড়াশোনা করেন,তাদের অধিকাংশ ৮/১০ দিন বন্ধ থাকবে ধারণা করে অবসর সময়ে পড়া বইও সাথে নিয়ে আসেনি।
তাই অনেকে এখন Pdf ফাইল পড়ে সময় কাটাচ্ছে। কিন্তু অনেকে চোখে সমস্যার জন্যে পড়তেও পারে না,কারণ Pdf তৈরি হয় বইয়ের ছবি তুলে অনেকসময়।। যেকারণে দেখতে অসুবিধা হয়।।যদিও Pdf বই এর স্টক বেশি।
কিন্তু যদি Pdf থেকে ভালো কিছু হয়!! যার সাইজ কয়েক KB অথচ Pdg থেকে বেশি সুন্দর ও বেশি পেজ!
হ্যাঁ,যে ফাইলের কথা বলছি সেটা Epub,, Electronic Publication। বিশ্বাস করেন এই ফাইল সার্পোট করে যে App’s অর্থাৎ Lithium app’s,, এর প্রিন্ট, কালার এতোটা Comfortable চোখের জন্যে,,তা বলার মতো না।।
যাস্ট এই App’s টি Google Playstore থেকে ডাউনলোড করবেন। আপনাদের সুবিধার্থে আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে,বিভিন্ন সর্টলিংক অতিক্রম করে(Mediafire type),, Epub ফাইলস সংগ্রহ করেছি।
Google Drive Upload করেছি।
অনলি ২০ সেকেন্ড ওয়েট করলে,,আপনারা সরাসরি OneDrive এ প্রবেশ করে একবারে সব Epub files ডাউনলোড করতে পারবেন।শুধু ডাউনলোড করলেই সরাসরি Lithium app এ বইগুলো চলে আসবে।
Download Lithium App’s
Google Drive Epub Files
কিছু স্ক্রিনশট দেখুনঃ
আপনাদের যদি এ টাইপ ফাইলস দেখে পড়তে ইচ্ছে না করে,,তাহলে আমি কথা দিচ্ছি।।
পোস্ট ডিলিট দিবো।
এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সব ছোটগল্প, জহির রায়হানের কিছু উপন্যাস, মিসির আলীর ৩ টা বই,শরৎবাবুর সব উপন্যাস, মানিকসমগ্র,আরোজ আলী মাতব্বর, হুমায়ুন আহমেদ, ছাড়া বাংলাদেশের কবিদের ছোটগল্প,গোয়েন্দা,ব্যোমকেশ,উল্কা রহস্য
কবিতা,চর্যাপদ,খনার বচন,মহুয়া,প্রবন্ধ।
ছাড়াও অনেক কিছু।
Thank You
তাছাড়া অতোটা smooth না।
যদিও এটিতে শুধু Epub সার্পোট করে,,
Scroll, Text size, line spacing etc যথেষ্ট সহজ ভাবে করা যায়।