Be a Trainer! Share your knowledge.
Home » Apps review » মোবাইলে লেখালেখির জন্য দেখে নিন সেরা ৫ টি স্পেডশীট অ্যাপস

মোবাইলে লেখালেখির জন্য দেখে নিন সেরা ৫ টি স্পেডশীট অ্যাপস

আসসালামু আলাইকুম……
সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন
“তাকাবাল্লাহু মিননা ওয়া মিনকুম”
“আল্লাহ আপনার ও আমাদের ঈদ উদযাপন কবুল করেন”

আশা করি, সবাই ভাল আছেন ইনশাল্লাহ।

আজকের পোস্ট টা মুলত তাদেরি জন্য যারা মোবাইল দিয়ে লেখালেখি করতে খুব ভালবাসেন।
তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মোবাইল দিয়ে লেখালেখি করার জন্য সেরা ৫টি স্প্রেডশিট আপ্লিকেশক সফটওয়্যার।
আপনারা অনেকেই জানেন কম্পিউটারে লেখালেখির জন্য মাইক্রোসফট ওয়ার্ড,এক্সেল,আক্সসেস এর নাম শুনে থাকবেন।অনেকেই ব্যাবহার ও করেছেন।
আশির দশকের শুরুতে শুধুমাত্র কম্পিউটার এর মধ্যেই সিমাবদ্ধ থাকলেও বর্তমান সময়ে প্রযুক্তি উন্নয়ন ও স্মার্ট ফোন ব্যাবহারের চাহিদা সবার উর্ধে থাকার জন্য এখন
চাহিদা মাফিক অনেক কাজ এখন আপনার স্মার্ট ফোন দিয়ে করতে পারা যায়।

নিচে আপ্পস গুল ব্যাবহারের কিছু সুবিধা উল্লেখ করা হলঃ

১।যেকোন লেখাকে পিডিফ করে রাখতে পারবেন।
২।পিডিফ বই তৈরি করতে পারবেন।
৩।যেকন ধরনের তালিকা/মেমো তৈরি করতে পারবেন।
৪।Doc,xls প্রেজেন্টেশন ফাইল তৈরি ও এডিট।
৫।বায়ো/সিভি তৈরি।
৬।নানা ধরনের ওয়ার্ক শীট তৈরি, ইত্যাদি।

চলুন এবারা আপ্পস গুলু এক নিমিশেই দেখে নেওয়া যাকঃ

1.Google Sheets

এই আপ্পস এর মাধ্যমে আপনি যেকন ধরনের শিট তৈরি করে এবং এডিট করে মেমরিতে সংরক্ষন করে রাখতে পারবেন।
ছেল ফরমের্ট,ডিলেট,ইন্সার্ট,ডাটা এন্ট্রি ইত্যাদি কাজ করতে পারবেন।
এছারাও আপনি ইচ্ছা করলে সেটি আপনার গুগল ড্রাইভে রাখতে পারবে।

Downlod From
playstore

2.Microsoft Excel

এটি বহুল ব্যবহৃত জনপ্রিয় একটি স্পেডশীট সফটওয়্যার।যার মাধমে আপনি যেকন ডকুমেন্ট তৈরি ও সম্পদনা করতে পারবেন।
বিভিন্ন টেবিল, চার্ট,তৈরি সম্পদনা করে স্টাইলিশ ভাবে মেমরিতে সংরক্ষন করতে পারবেন।

Downlod From
playstore

3.WPS Office

এটি খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার।এটি ব্যাবহারের মাধমে আপনি যেকন টেক্সট ডকুমেন্ট তৈরি ও সম্পদনা, এক্সেল ফাংশন,পাওয়ার পয়েন্ট,প্রেজেন্টশন ফাইল তৈরি করে
মেমরিতে docx,pdf,xls ফরম্যাটে রাখতে পারবেন।

Downlod From
playstore

4.OfficeSuite

এটি ইউজার ফ্রেন্ডলি অ্যাপ।আপ্সটির ইন্টেরফেস খুবই সুন্দর।অনান্য অ্যাপ গুলর মত এটি দিয়েও যেকন ডকুমেন্ট সম্পদনা
তালিকা তৈরি ইত্যাদি কাজ করা যাবে।

Downlod From
playstore

5.ONLYOFFICE documents

অনান্য অ্যাপ গুলর মত এটির মাধ্যমে বিভিন্ন ডকুমেন্ট সম্পদনা করতে পারবেন।
আপ্সটি ইন্সটল করলেই সব কিছু জানতে পারবেন।

Downlod From
playstore

আজকের মতো এখানেই শেষ করলাম।আবারো হাজির হব নতুন কোন একটি পোস্ট নিয়ে। সবাই ভাল থাকবেন সুস্থ থকবেন। “ট্রিকবিডির” সাথেই থাকবেন।











4 years ago (Aug 01, 2020)

About Author (7)

Hayatulla Kha
author

Trickbd Official Telegram

2 responses to “মোবাইলে লেখালেখির জন্য দেখে নিন সেরা ৫ টি স্পেডশীট অ্যাপস”

  1. shahinrezam Contributor says:

    Wps office এটা ভালো।

Leave a Reply

Switch To Desktop Version