শাকরি সবাই ভালো আছেন, ভালো থাকেন তাই কাম্য। অনেক দিন পর লিখছি, পড়াশুনা এবং নানা কাজে সময় করতে পারছিলাম না। এখন আমি না পুরো বিশ্বের সবাই বাসায়, তাই ভাবলাম সময় যখন আছে একটু কাজে লাগাই। 

বর্তমানে সবার হাতে হাতেই স্মার্টফোন, একটি অ্যানড্রয়েড ফোন যে এই যুগে যে কারো জন্য একটি সেরা সঙ্গী এটি কেউ অস্বীকার করবে না। সেরা সঙ্গী? জ্বি হ্যাঁ সেরা সঙ্গী। আমরা ফোন কল করা, ভয়েস বা ভিডিও চ্যাট করা, ছবি তোলা, ভিডিও দেখা কিংবা গেম খেলা ছাড়াও কিন্তু অনেক কাজ করে থাকি হাতের মুঠোর মধ্যে থাকা এই ফোনটি দিয়ে। যদিও অনেক ইনবিল্ট অ্যাপ আমাদের ফোনে আগে থেকেই ইনস্টল করা থাকে। তবুও আমাদের অনেক থার্ডপার্টি অ্যাপের দরকার হয়। 

 

মূলকথা

আইফোন নাকি অ্যান্ড্রয়েড? এটি একটি চিরন্তন বির্তক।  বিগত এক যুগ ধরে দুনিয়াব্যাপী এই বির্তক চলে আসছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস, দুটো তার নিজস্ব বৈশিষ্টের জন্য আলাদা ভাবে জনপ্রিয়। তবে এ কথা বলা বাহুল্য যে আইফোনের থেকে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ইউজার কাস্টমাইজেশন বেশি করা যায়। তাছাড়া রুটেড অ্যান্ড্রয়েড ডিভাইসে একটি জেলব্রোকেন আইফোনের থেকে বেশি কাস্টমাইজেশন করা সম্ভব। তবে যদিও আইওএস এবং অ্যান্ড্রয়েড প্লেস্টোরের এপ একই পরিমাণে পাল্লা দিয়ে বেড়ে চলেছে কিন্তু কিছু কিছু দারুণ এপ রয়েছে যা শুধুমাত্র অ্যান্ড্রয়েডেই পাবেন আপনি। 

 

আজ আমি এমনি একটি এপপ নিয়ে এসেছি যা ব্যাবহার করে আপনি আইফোনের ডিফল্ট কিছু ফিচার এর সাথে বাড়তি কিছু ফিচার আপনার অ্যান্ড্রয়েডে উপভোগ করতে পারবেন, আর এমন এপ এপমার্কেটে দ্বিতীয়টি নেই|
হ্যা বন্ধুরা, আজকের এপ রিভিউটি থাকছে Fooview নিয়ে….

সত্যি এটি অসাধারন একটি এপ,একটি এপেই পাচ্ছেন 100টির বেশি ফিচার, fooview ব্যবহার আপনি অনেকগুলো কাজ করতে পারবেন,  ফলে অপ্রয়োজনীয় এপগুলো ফোন থেকে আনইনস্টল করে ফোনের র্যাম ফাকা রাখতে পারবেন | Fooview আপনার ফোনের অপারেশন ৮০% সেভ করবে এবং অনেক দ্রুত কাজ করতে সাহায্য করবে |


এপটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে (যেটি আমার সবচেয়ে ভালো লাগে) এটি ফ্লোট উইন্ডোতে চালাতে পারবেন, অর্থাৎ আপনি আপনার ফোনের যে স্ক্রিনেই থাকুন না কেন, সেটা হতে পারে আপনার হোম স্ক্রিন বা অন্য কোন এপ চালানো অবস্থায় আপনি Fooview ব্যবহার করতে পারবেন | Fooview এর ফ্লোট বাটনটি সবসময় আপনার স্ক্রিনের উপর ভেসে থাকে ,এই ফ্লোট বাটনটি বিভিন্ন দিকে সোয়সইপ বা ট্যাপ করার মাধ্যমে Fooview এর সকল ফিচার এর মজা নিতে পারবেন|
এটি এমন একটি এপ যেটিতে এক হাতে অপারেট করতে পারবেন শুধু সোয়াইপ করার মধ্যমে আপনি আক্সেস করতে পারবেন আপনার প্রিয় ওয়েবসাইট, ইনস্টল কৃত এপ, ফাইল, গান, পিকচার, ছবি এছাড়া আরো অনেক |


 

Fooview সেটআপঃ 

প্রথমে Fooview ইনস্টল করে নিন, প্রথমবার ওপেন করার সময় তিনটি পারমিশন চাইবে, পারমিশন গুলো দিয়ে নিন |  ভার্সনের উপর নির্ভর করে পারমিশন সংখ্যা পরিবর্তন হতে পারে | পারমিশন দেয়া হয়ে গেলে যেখানে ফ্লোট আইকনটি রাখলে আপনার জন্য সুবিধা হয় সেখানে সেট করে নিন | 
এখন আপনার এন্ড্রয়েড এর মজা নিন আরো এডভান্স ভাবে |


গুরুত্বপূর্ণ ফিচারগুলো :

Fooview এর সকল ফিচার এর হোমস্ক্রিনে এবং ফ্লোট বাটনে পেয়ে যাবেন, নিজের‌মতো করে ব্যবহার করুন, ধিরে ধিরে সব ফিচার ব্যবহারে দক্ষ হয়ে উঠলে সব কাজে Fooview এর সাহায্য নিয়ে অনেক দ্রুত‌ কাজ করতে পারবেন |


এপ সুইচারঃ সত্যি অসাধারন একটি ফিচার , আপনার ফোনে ইনস্টল থাকা এপ্লিকেশন গুলো ওপেন করতে পারবেন খুব সহজেই fooview এর এপ সুইচারের মাধ্যমে | আপনার সর্বাধিক ব্যবহৃত এপ গুলো এপ সুইচারে পেয়ে যাবে, এছাড়া আপনার প্রয়োজনীয় এপ গুলো পিন করে রাখতে পারবেন |

এছাড়া এপ সুইচারে আরো যে ফিচার গুলো এড করতে পারবেন- এপ,fooview এপ,একশন, স্ক্রিনশর্ট,ফোল্ডার, শর্টকাট, উইজেট, কাস্টমাইজ টাস্ক ইত্যাদি |


এপ ম্যানেজারঃ আপনার ফোনের এপগুলো ম্যানেজ করার জন্য রয়েছে এপ ম্যানেজার,  ইনস্টলকৃত এপ গুলো খুব সহজেই মেমোরিতে ব্যাকআপ, ব্যাচ আনইনস্টল করতে পারবেন |  এছাড়া অল এপ থেকে মেমোরিতে ব্যাকআপ থাকা এপ গুলো ব্যাচ ইনস্টল ও করতে পারবেন…|


নেভিগেশন ফিচারঃ আইফোনের কুইক নেভিগেশন ফিচারটি পাচ্ছেন আপনার এন্ড্রয়েডেই | আপনার নেভিগেশন বার যদি নষ্ট হয়ে থাকে তাহলেও Fooview হতে পারে আপনার জন্য সমাধান |
Fooview আইকনটি সোয়াইপ করার মাধ্যমে সহজেই Back, Home, Recent নেভিগেট করতে পারেন, ডিফল্ট ভাবে এপ এর নেভিগেট সেটিং ব্যবহার একটু কষ্টদায়ক | স্ক্রিনশর্টে দেয়া সেটিংস ব্যাহার করুন |


টেক্সট ট্রান্সেলেটঃ Fooview এর সকল ইউজারের প্রিয় ফিচার এটি, সহজেই যেকোন টেক্সট ট্রান্সেলেট করতে পারবেন |
যে টেক্সট ট্রান্সেলেট করতে চান Fooview আইকনটি তার উপর রাখুন, "A" চিহ্নটি আসলে ছেরে দিন, তারপর ট্রান্সেলেট আইকন এ ক্লিক করলে Fooview ব্রাউজার ওপেন হয়ে যাবে এবং গুগলে এর অটো ট্রন্সেলেট পেয়ে যাবেন |
আপনি চাইলে এই ফিচারটি আরো মজাদার করতে পারেন, আইকনটি শুধু টেক্সট এর উপর রেখে "A" চিহ্ন আসলে ছেরে দিন ইনস্টান্ট ট্রান্সেলেট হয়ে যাবে ,ব্রাউজার ওপেন‌ না হয়েই স্ক্রিনের উপরেই ট্রান্সেলেট হবে., এজন্য সেটিংস থেকে Translate  এ গিয়ে Instant translate অন করে নিন |


ক্লিপবোর্ড : ফোন চালানোর সময় অসংখ্যবার কপি করে থাকি, একটি কপি করলেই আগের কপিটি হারিয়ে যায় | এখন থেকে আনলিমিটেড  কপি করুন, একটিও হারাবে না…সব কপি সেভ হয়ে থাকবে Fooview ক্লিপবোর্ড এ | যখনই প্রয়োজন পরবে এখান থেকে আবার কপি করে ব্যবহার করতে পারবেন| আর Fooview দিয়ে কপি করাও খুবই সহজ,তেমনি পেস্ট করাও সহজ, ফ্লোট আইকনটি পেস্ট করার স্থানে নিয়ে গিয়ে ছেরে দিলেই পেস্ট হয়ে যাবে.
 যে টেক্সট হাত দিয়ে কপি করা সম্ভব না (Youtube) সেখানে হেল্প করবে Fooview, যে টেক্সট কপি করতে চান আইকনটি তার উপর রাখুন "A" চিহ্নটি আসলে ছেড়ে দিন এবং কপি আইকনে ক্লিক করে কপি করুন | তবে fb lite এ কপি হবেনা |


স্ক্রিনশর্ট: আমরা সাধারণত স্ক্রিন শর্ট নেই ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম- বাটন চেপে, এতে বাটন গুলোর উপর বাড়তি চাপ পরে, এবং বাটন নষ্ট হওয়ার সম্ভবনা থেকেই যায় , এই সমস্যা থেকে মুক্তির জন্য এবং সাইলেন্স স্ক্রিনশর্ট নেয়ার জন্য Fooviewএর এই স্ক্রিনশর্ট ফিচারটি পারফেক্ট…এছাড়া রয়েছে মাল্টিপাল স্ক্রিনশর্ট ফিচার লম্বা স্ক্রিনশর্ট নেয়ার জন্য | স্ক্রিনশর্ট নিতে এপ‌সুইচার এ স্ক্রিনশর্ট আইকনে ক্লিক করুন |


ফাইল ম্যানেজারঃ বহুদিন যাবৎ আমরা Es File Explorer ব্যবহার করে আসছি, এখানে উল্লেখ যে Fooview সেই একই ডেভলপার এর ই এপ…
Fooview এও রেখেছেন একটি ফাইল ম্যানেজার… এবং তিনি এও দাবি করেছেন যে Fooview এর ফাইল ম্যানেজার Es file explorer এর থেকে বেশি শক্তিশালী |
তবে আমরা যারা Es file explorer ব্যবহার করেছি তারা জানি কতটা ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস ছিল, এবং অনেক পারফেক্ট কাজ ও করত, তবে আমি এটা বলছিনা যে Fooviewএর ফাইল ম্যনেজার খারাপ, এটিও অত্যন্ত শক্তিশালী এবং দ্রুত কাজ করে |


সকল ফাইল ভিউয়ারঃ অনেকগুলো ফাইল ফরমেট ই সাপোর্ট করে | যেমন, পিকচার,ভিডিও,অডিও গান সব সাপোর্ট করে, এছাড়া zip, rar, tar ও এক্সট্রাক্ট বা কমপ্রেস করা যায়.
এছাড়া ফাইল ম্যানেজার যেকল ফিচার থাকে তার প্রায় সবই পাবেন |



ওয়েব ব্রাউজারঃ Fooview এ অসাধারন একটি মাল্টিপাল সার্চইন্জিন ব্রাউজার(Google, YouTube, Yahoo, Bing, Yandex, Naver, Amazon, Wikipedia, DuckDuckGo…)..
আপনি যখন ফোন কোন কাজ করছেন এমন সময় যদি কিছু সার্চ করতে হয় তাহলে আপনাকে সাহায্যে আসবে fooview | এই কাজটি আপনি অটো বা ম্যানুয়ালি টাইপ করে করতে পারবেন |


  • Floview সার্চইন্জিন ব্রাউজার নিয়ে যদি নিজের মতো করে কিছু লিখতে হয় তো বলব" 
  • * ধরুন আপনি Samsung নিয়ে সার্চ করতে চান, 
  • তো fooview এ সার্চবারে Samsung লিখে সার্চ করুন, এখানে আপনি গুগলে Samsung সম্পর্কে পেয়ে যাবেন |
  • *এখন যদি Samsung ফোন কিনতে চান চাহলে নতুন করে লিখতে হবেনা, শুধু উপরে সার্চ আইকনটি চেপে ধরে রাখুন এবং Amazon সিলেক্ট করুন |
  • * আবার Samsung সম্পরকে বিস্তারিত তথ্য পেতে আবার আগের মতো সার্চ আইকন চেপে wiki সিলেক্ট করুন |
  • এভাবে বাকি সার্চইন্জিন গুলো ব্যবহার করতে পারবেন, মূলকথা হচ্ছে এভাবে Fooview এর মাল্টি সার্চইন্জিন ফিচারটি ব্যবহার করে আপনার মূল্যবান সময় বাচাতে পারবেন |

পিক সার্চঃ গুগল লেন্স এর মতো Fooview দিয়ে যেকোন পিকচার গুগলে সার্চ বা ঐ পিকচার রিলেটেড সকল পিকচার বা তথ্য সার্চ করতে পারবেন…যেমন ধরুন কোন একটি ফন্ট আপনার ভালো লেগেছে, তো সাধারনভাবে একটা ফন্ট দেখে বলা সম্ভব না যে ফন্টটির নাম কি, এ কাজটি আপনি সহজেই করতে পারবেন Fooview দিয়ে.. |
ফ্লোট আইকনটি সোয়াইপ করুন এবং লেখাটির স্ক্রিনশর্ট নিয়ে সার্চ বাটনে ক্লিক করুন, দেখুন রেজাল্ট আপনার সামনে…..|
একইভাবে যে কোন বিখ্যাত ব্যাক্তি, বস্তু বা পিকচার সার্চ করতে পারবেন |


পিক থেকে টেক্সটঃ যেকোন পিকচার থেকে পিকচার এর লেখা গুলো কপি করতে পারবেন, যদি সে পিকচার আপনার মেমরিতে সেভ থাকে তবুও আপনি তা থেকে টেক্সট কপি করতে পারবেন, কি অবিশ্বাস্য মনে হচ্ছে? এটা সত্যি, Fooview দিয়ে পিকটির স্ক্রিন শর্ট নিন এবং উপরে দেখুন পিকচার এর লেখা গুলো সাধারন টেক্সট এ রুপান্তর হয়েছে… |
এক্ষেত্রে পিকচার থেকে টেক্সট এ রুপান্তর করতে পিকচারে যে ল্যাঙ্গুয়েজ তা ইনস্টল থাকতে হবে, সেটিংস থেকে স্ক্রিন শর্ট এ গিয়ে character recognition library থেকে ল্যাঙ্গুয়েজ গুলো ডাউনলোড করে নিন |


শর্টকার্টঃ আপনার ফোন ইনস্টল থাকা এপ গুলোয় সরাসরি এপ এ না ডুকেই এপগুলোর মেইন একশন বা টাস্ক ব্যবহার করতে পারবেন, ডিফল্ট ভাবে কিছু এপ এ শর্টকাট থাকে সেগুলো এড করতে পারেন,প্রতিটা এপ এ শর্টকাট ফিচারটি ব্যাবহার করতে আপনাকে অন্য একটি এপ এর সাহায্য নিতে হবে. (Nova Launcher) যারা এই লান্সারটি ব্যবহার করছেন তারা সহজেই টাস্ক গুলো এড করতে পারবে |
এড করতে ফ্লোট আইকনটি চাপ দিয়ে পিন এ ক্লিক করুন, Shortcut থেকে নোভা এক্টিভিটি তে যান এখন পছন্দমতো এপ থেকে শর্টকাট সেট করে নিন |


আরও কিছু ফিচারঃ আরো প্রয়োজনীয় কিছু ফিচার হচ্ছে লক স্ক্রিন, নটিফিকেশন প্যানেল, কুইক অ্যাক্সেস,ফ্লাস লাইট, কিবোর্ড সুইচার…|


এক নজরে Fooview এর সকল ফিচার: 
  • full screen shot (edit)
  • multiple Screenshot 
  • Screen Recorder (Root & Unroot) 
  • partial screen recorder
  • Audio Player 
  • Video Player 
  • picture viewer
  • Photo Editor 
  • gif maker
  • Text editor, 
  • zip, rar, tar Viewer 
  • note
  • Clipbord Menu 
  • Translator 
  • image translator
  • text to speak 
  • Float Window 
  • Web Browser 
  • Google Search Engine 
  • pic search
  • pic to text editor
  • caller id 
  • File Manager 
  • App Manager 
  • Remote Manager (Remotely SD Card Access, WorldWide)
  • Switch Apps 
  • One hand Back, Notification, Home 
  • lock screen, notification panel,quick access,flash light, keyboard switcher,
  • widget, 
  • news weather
  • Shortcut
  • group
  • Game 
  • lucky

এছাড়াও আছে আরো অনেক ফিচার যেগুলো আপনার ব্যবহারের ভিত্তিতে পেয়ে যাবেন |

 

প্রশ্ন, সমস্যা এবং সমাধানঃ 
  • ১. fooview ব্যবহারে কি বাড়তি সুবিধা পাওয়া সম্ভব?

হ্যা, এপটি ডেভলপ করা হয়েছে মূলত আপনার এন্ড্রয়েড ব্যবহারকে আরো সহজ, দ্রুত এবং এডভান্স করার জন্য |  এপটি কিছুদিন ব্যবহার করুন ,সকল ফিচার গুলো সম্পর্কে জানুন, নিজেই বুঝতে পারবেন এপটি আপনার জন্য কতটা উপকারী |

 

  • ২. ফ্লোট আইকনটি খুজে পাচ্ছেননা?

Fooview ওপেন করুন, Drew over other apps এর অনুমতি দিন. এরপর সকল পারমিশন গুলো দিয়ে দিন, 
এখন আপনি ফ্লোট আইকনটি স্ক্রিনের প্রান্তে দেখতে পাবেন | 

 

  • ৩. ফ্লোট আইকনটি হাইড বা Fooview ডিজেবল করতে চান?

ফ্লোট আইকনটি চেপে ধরে রাখুন, পাশে দেখতে পাবেন হাইড অপশন, এখান থেকে আপনি হাইড বা ডিজেবল করতে পারবেন | 
এছাড়া আপনি চাইলে প্রতিটি এপ এর জন্য পছন্দমতো অটো হাইড বা ডিজেবল সেট করতে পারবেন সেটিংস থেকে | 

 

  • ৪‌. ফ্লোট আইকনটি দেখায় এবং কিছুক্ষন পর খুজে পাইনা |

এই সমস্যাটি আমিএ ফেস করেছি, বিশেষ করে স্যামসাং এবং হুয়াইয়ে ফোনে এই সমস্যাটি দেখা দেয়, (স্যামসাং এর ইনবিল্ট ম্যানেজার বা অন্য ফোনে বিল্টইন ক্লিনার এর জন্য এই সমস্যাটি হয়, এজন্য এপটি হোয়াইটলিস্ট + ব্যাটারী অপটিমাইজেশন অন করে নিন)
যেকোন টাস্ক ম্যানেজার বা হাইবারনেট এপ ব্যাবহার করলে সেটিতে Fooview হোয়াইট লিস্টে এড করে নিন |

 

  • ৫. সকল ফিচার খুজে পাচ্ছিনা |

কিছু ফিচার রয়েছে যেগুলো কেবল আপনার ব্যবহারের উপর নির্ভর করে | কিছুদিন ব্যবহার করুন, ধিরে ধিরে বুঝতে পারবেন |

 

  • ৬. এন্ড্রয়েড ভার্সন ৪.০(কিটকাট) এ স্ক্রিন শর্ট নিতে পারছেন না?

সিস্টেমের সীমাবদ্ধতার কারনে আপনি ৫.০ এর নিচের ভার্সনে স্ক্রিনশর্ট নিতে পারবেনা না, এক্ষেত্রে আপনি শুধু Fooview এপ্লিকেশনটিতে স্ক্রিনশর্ট নিতে পারবেন |

 

  • ৭. আইকনটি যথেষ্ট বড়/ ছোট? বা কাস্টমাইজ করতে চান?

আপনি Fooview এর float Icon সেটিংস থেকে কাস্টমাইজ করতে পারবেন, আপনি চাইলে একটি Gif ফাইল সেট করতে পারবেন, যেটি আরো অসাধারন লুক দিবে Fooview আইকনটিকে | আপনার ফোনটি যেই হাতে নিকনা কেন অবাক হয়ে যাবে |

 

  • ৮. এপ্লিকেশন সইচারে আপনার প্রয়োজনীয় এপ পাচ্ছেন না?

এজন্য ফ্লোট আইকনটি চেপে ধরে রাখুন, তারপর pin আইকনে ক্লিক করে আপনার পছন্দ মতো এপটি সেট করে নিন |

 

  • ৯. লকস্ক্রিন থেকেই সব কিছু ব্যবহার করা যাচ্ছে?

আপনার যদি এই ফিচারটি ভালো না লাগে তো সেটিংস থেকে Lock screen এ গিয়ে disable feature on lockscreen থেকে আপনি যে ফিচারটি লকস্ক্রিনে ব্যবহার করতে চান সেটি রেখে বাকি গুলো বন্ধ করে দিতে পারেন | 

 

১০. আরো কিছ প্রশ্ন ,সমস্যা ,সমাধান এবং কাস্টমাইজেশন |

  • *ফ্লোট আইকনটি হাইড বা আইকনটির অবস্থান পরিবর্তন করতে চান?

সিম্পল, ফ্লোট আইকনটি চেপে চোখ এ চাপ দিয়ে হাইড বা আনহাইড করতে পারবেন |
অবস্থান পরিবর্তন করতে, ফ্লোট আইকনটি ডিস্পেলের সাইড দিয়ে সরান এবং ছেরে দিন |

 

  • *স্ক্রিন শর্ট বা স্ক্রিন রেকডে Fooview water mark  থাকছে?

সেটিংস থেকে screen shot এবং screen recorder এ গিয়ে Watermark  রিমোভ করে দিতে পারেন, এবং চাইলে পছন্দমত Watermark য়োগ করতে পারেন |

 

  • *বারবার টেক্সট ট্রান্সেলেট করতে ভাষা সিলেক্ট করতে হয়?

সেটিংস থেকে Translate এ গিয়ে translate to ইংলিস করে দিন |

 

  • * এপ সুইচারে অল্প এপ দেখা যায়?

ডিফল্ট ভাবে এপ সুইচারে ২টি সারকেল থাকে , সেটিংস থেকে App switcher এ গিয়ে 3 circle করে নিন, এখন ফ্লোট আইকনটিতে ক্লিক করে দেখুন অনেকগুলো এপ দেখতে পারবেন |

 

  • * ক্লিপবোর্ডে আনলিমিটেড টেক্সট কপি করে রাখতে চান?

সেটিংস থেকে Clipboard এ গিয়ে clipboard capacity আনলিমিটেড করে নিন |এখন আনলিমিটেড টেক্সট কপি রাখতে পারবেন একটিও হারাবেনা |

এবং Separator( Marge ) এ line feed করে নিন, এর ফলে আপনি যখন এক এর অধিক কপি মার্জ করতে চাইবেন, তখন মার্জ করলেও টেক্সট গুলো আলাদা থাকবে |

 

দুটি বিল্ডইন থিমসহ আরো তিনটি থিম ডাউনলোড করতে পারবেন.



Application Details:??
Apk File Name FooView
Publisher Fooview Inc
Size 21MB
Version 1.4.3
Require V 4.1+
Root  Not Required
Latest Update 05-04-2020
Price Free
Ratings 4.5/5 based on 59k
Downloads 5M
Get It on Play store
Mirror Link  

 

আমার মতামত :

আমার ব্যবহার করা সকল এপ গুলোর মধ্যে এটিই সেরা, গত তিন বছর ধরে আমি এপটি ব্যবহার করছি, বর্তমানে Fooview ছাড়া আমার কাছে এন্ড্রয়েড চালানো একেবারেই অসম্ভব, এ কথাটি কেন বলছি? সত্যি বলতে যতটা সময় আমি ফোন চালাই তার ৮০% কাজ এ Fooview এ করি… এছাড়া বাকি যে ২০%  কাজ করি তাতেও Fooview এর সাহায্য নিয়ে করি…
সত্যি অসাধারন একটি এপ যার কোন তুলনা হয়না, আমার মতে এর সমকক্ষ ফিচারযুক্ত কোন দ্বিতীয় এপ নেই |
 Fooview নিয়ে এত বড় ( বিস্তারিত) একটি পোষ্ট করার একটিই কারন, তা হলো এপটি ব্যবহার করে আমি এতটা উপকৃত হয়েছি তা বলার বাইরে |সেই জন্যই মূলত Fooview নিয়ে মতো করে পোস্টটি লেখা.

 

আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে, আমি চেষ্টা করবো প্রতি সপ্তাহে এমন একটি টিউন দিতে |

Stay Home, Stay Safe ?
আপনি ঘরে তো করোনা বাইরে | সুতরাং অবশ্যই বাড়িতে থাকুন, নিজে সুস্থ থাকুন পরিবার এবং প্রতিবেশীদের ভালো রাখুন |

কোনো ভুল হয়ে থাকলে কমেন্ট করে জানান , ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। পোস্টটিতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানান |

34 thoughts on "এক এপে ১০০টির বেশি ফিচার, আমার দেখা সেরা এপ, আপনার ফোনটি ব্যবহার করুন প্রো লেভেলে. [Must watch] {মেগা পোস্ট}"

  1. wHø Åm Ï? Author says:
    Awesome Post.. Helped so much.. thanks
    1. Al Mamun Islam Rasel Author Post Creator says:
      Welcome bro. And also tnx
  2. NS Sabur Legend Author says:
    Thx ato boro post
    1. Al Mamun Islam Rasel Author Post Creator says:
      হুমম সবুর ভাই. আসলে পোস্টটি অনেক আগের লেখা, কিন্তু পাবলিস করার সময় হয়ে ওঠেনি.
      Fooview ব্যাবহার করতে করতে আমার দৈন্যন্দিন এন্ড্রয়েড ব্যাবহারের সাথে বর্তমানে এতটাই কাজে লাগাই যে সত্যি বলতে পার্সোনালি এপটি অনেক ভালোবাসি‌. সামর্থ থাকতে এপটিকে ডোনেট করতাম ? তা আমার পক্ষে সম্ভব না
      তাই আবার কষ্ট করে Fooview এর খুটিনাটি নিয়ে পোস্টটি রিরাইট করলাম.
  3. BIPLOB Contributor says:
    Onek Sundor Post
    1. Al Mamun Islam Rasel Author Post Creator says:
      ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য
  4. A M Contributor says:
    Sundor 🙂
    1. Al Mamun Islam Rasel Author Post Creator says:
      Tnx bro
  5. AZAD AHMED Contributor says:
    Hum.এর আগে আমি ইউজ করেছি। ভাল।
    1. Al Mamun Islam Rasel Author Post Creator says:
      ?, akhn use kre dkhun more new feature and themes added
    1. Al Mamun Islam Rasel Author Post Creator says:
      সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ব্রো
    1. Al Mamun Islam Rasel Author Post Creator says:
      Tnx
    1. Al Mamun Islam Rasel Author Post Creator says:
      Tnx
  6. Sharif Contributor says:
    গতকাল রাতেই ডাউনলোড করে ব্যবহার শুরু করলাম। অসাধারণ একটি অ্যাপ এর সন্ধ্যান দিলেন ভাই। এমন একটি অ্যাপ খুঁজে বেড়াচ্ছি বহুদিন যাবত।

    অসংখ্য ধন্যবাদ ভাই।

    1. Al Mamun Islam Rasel Author Post Creator says:
      Tnx. Regular use e onk helpful hbe app ti
  7. 2Xa4A Author says:
    Such a good post. ?
    1. Al Mamun Islam Rasel Author Post Creator says:
      Tnx u very much bro
  8. Al Mamun Islam Rasel Author Post Creator says:
    বন্ধুরা সত্যি অনেক ভালো লাগছে, আমার মনে হয় এই প্রথম কোন পোস্ট ট্রিকবিডি থেকে কোনো এপ এর অফিসিয়াল সাইটে পিন করা হলো.

    আজ সকালেই Fooview এর সাপোর্ট টিম থেকে মেইল পাই. দুঃখিত মেইলটি দেখাতে পারছিনা.

    আমার এই পোস্টটির লিংক Fooview এর অফিসিয়াল সাইটের রিলেটেড আর্টিকেল সেকশনে যুক্ত করা হয়েছে. আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন?

    1. Emrus Legend Author says:
      Wow!
      Congrats!
    2. Al Mamun Islam Rasel Author Post Creator says:
      ?, tnx emrus vai
    3. Sharif Contributor says:
      Congratulations
    4. Al Mamun Islam Rasel Author Post Creator says:
      ধন্যবাদ শরিফ ভাই
  9. Mohammed Ruman Contributor says:
    আসলেই খুব ভালো।
    1. Al Mamun Islam Rasel Author Post Creator says:
      Tnx bro.
  10. Emrus Legend Author says:
    Good Post
    1. Al Mamun Islam Rasel Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া
    1. Al Mamun Islam Rasel Author Post Creator says:
      Thank u very much bro
  11. ???? ✅ Contributor says:
    অ্যাপউটা ভালো। কিন্তু ভালো প্রসেসর আর পর্যযাপ্ত র‍্যামছাড়া ফোনে ব্যবহার না করাই ভালো
    1. Al Mamun Islam Rasel Author Post Creator says:
      Multitasking app so vlo processor prio. Post e app required ullekh koresi.

      Amr phn er ram 1gb and processor “quad core cortex A7”
      Jdio onk low budget phone tobuo fooview smoothly cholse amr phone. More than 3year use kortesi.

      N.T. update version e bug ase crush kore, tao 2ta version old er ta use e pblm nei.

  12. sazu Contributor says:
    khub valo ekta apps apnar post dekhei apps ti use kora suru korsilam ekhn phn use korte onk subidha hoy.erokom vlao valo post chay…….

Leave a Reply