আসসালামু ওয়ালাইকুম।

ভালো থাকার আশাতে, ভালো রাখার চেষ্টাতে, আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি পোষ্ট এ।
আশা করি সকলেই ভালো আছেন।

এমন একটি সময় ছিলো যখন মানুষ মানুষের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিলো চিঠি!

কিন্তু বিজ্ঞান এর অগ্রযাত্রাতে আমরা এখন এমন এক যুগে অবস্থান করছি, যেখানে আমরা আমাদের হাতের ফোনের মাধ্যমে চাইলেই যখন ইচ্ছে যার সাথে কথা বলতে পারি, মেসেজ করতে পারি।

তবে, এই কথা বলার সময় বা মেসেজ করার সময় আমাদের গুনতে হয় অনেক অনেক টাকা।

আজকের পোষ্ট এ আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার আশে পাশের মানুষদের সাথে ফোনে কথা বলতে পারবেন এবং মেসেজ করতে পারবেন একদম ফ্রিতে।


এর জন্য আপনার ফোন থেকে কোন টাকা বা এমবি লাগবে না।
লাগবে না কোন ইন্টারনেট সংযোগ ও।

শুধু লাগবে একটি App,আপনার ফোনে এবং যাদের সাথে ফ্রিতে কথা বলতে চান বা ফ্রি মেসেজ করতে চান তাদের ফোনেও এই এপ টি থাকতে হবে।

Play Store এ App টির মূল্য ২৫০ টাকা হলেও এখান থেকে ডাউনলোড করে ফেলুন একদম ফ্রিতে।

Download Link: এখানে ক্লিক করে Talkie Pro App টি ডাউনলোড করে ফেলুন।

Download Talkie Pro App Free

তো চলুন আর কথা না বলে কি ভাবে এই সিস্টেম সেটাপ করবেন, দেখে নেই।


প্রথমে উপরে দেয়া App টি ডাউনলোড করে Install করার পর ওপেন করুন।

App ওপেন করার পর আপনার আশে পাশে একই Wifi নেটওয়ার্ক এ থাকা যাদের ফোনে এই এপ ওপেন আছে তাদের দেখতে পাবেন।

আপনি যদি কল করতে চান তবে প্রথমে যাকে কল করতে চাচ্ছেন তার নামের উপর ক্লিক করুন এবং তার পর Call এ ক্লিক করুন।

Call এ ক্লিক করার সাথে সাথে তার ফোনে Call চলে যাবে এবং সে রিসিভ করার পর কথা বলতে পারবেন।

একই ভাবে আপনি SMS এ ক্লিক করে তার সাথে মেসেজ আদান প্রদান করতে পারবেন।

এছাড়াও এতে রয়েছে File Transfer এর একটি মেনু, যার মাধ্যমে আপনি আপনার ফোনে থাকা গান,ছবি, এপ ইত্যাদি অন্য ফোনে দিতে পারবেন।

আপনি এপ এ প্রবেশ করার পর প্রথমেই চাইলে আপনার প্রোফাইল এর নাম এবং ছবি দিয়ে নিতে পারবেন।
এর জন্য Profile মেনুতে যেয়ে নাম এবং ছবি দিয়ে নিতে হবে।

আপনার ফোন যদি কোন একটি Wifi রাউটার এ যুক্ত থাকে তবে সেই রাউটার এ যুক্ত থাকা অন্য সকল ফোনের লিস্ট আপনি এই এপ এ দেখতে পাবেন এবং তাদের সাথে কল বা মেসেজ করতে পারবেন।

এছাড়া আপনি যদি কোন Wifi রাউটার এ যুক্ত না থাকেন তবে আপনার ফোন এর Hotspot চালু করে রাখুন এবং আপনি যাদের সাথে কথা বলবেন তাদের বলুন ফোনের Wifi চালু করে আপনার Hotspot নেটওয়ার্ক এ যুক্ত হয়ে নিতে।

বদেশের বর্তমান যে বন্যা পরিস্থিতি, আশা করি এই এপ টি আপনাদের মাঝে বিশেষ ভুমিকা রাখবে।

এমন অনেক স্থান আছে যেখানের রাস্তাঘাট সব কিছু পানিতে তলিয়ে গেছে। এমনকি এক ঘর থেকে আরেক ঘরে অবদি যাওয়া যায় না।

এই App এর মাধ্যমে আপনারা এক ঘর থেকে অন্য ঘরে বা আপনার বাসা থেকে পাশের বাসাতে ফ্রিতে আলাপ করতে পারবেন।

আশা করি পোষ্ট টি আপনার ভালো লাগেছে এবং App টি আপনার উপকারে আসবে।
ধন্যবাদ।

10 thoughts on "আপনার আশেপাশে থাকা সবার ফোনে কথা বলুন একদম ফ্রিতে, কোন টাকা বা MB লাগবে না। (100% Working Free Call Method)"

  1. Arafatt Contributor says:
    WoW,
    Nice Post
    1. Silent Killer Author Post Creator says:
      ধন্যবাদ
  2. mdmamunrahman Contributor says:
    ভালো যার কাছে কথা বলবো তার সাথে কিভাবে কানেক্ট করব আর কত টুকু দূরত্ব এর কাজ করবে
    1. Silent Killer Author Post Creator says:
      দয়া করে পোষ্ট এর শেষের দিকে দেখুন, কি ভাবে কানেক্ট করবেন দেওয়া আছে।

      আর Wifi Network এর ক্ষমতা যতোটুকু ঠিক তত টুকু দূর থেকেই কাজ করবে।

      ভালো রাউটার এবং রিপিটার হলে ৪০০/৫০০ ফুট এবং ফোনের Wifi হলে ২০০ ফুট এর মতো ভালো কাজ করবে।

      (আপনার আর আপনার বন্ধুর অবস্থান এর উপর এটি নির্ভর করে।

      কনো বাধা না পেলে অনেক দূর থেকেও কথা বলা যায়।)

      ধন্যবাদ মন্তব্য এর জন্য।

  3. rex boy Contributor says:
    এসব বুদ্ধিহীনা পোস্ট আর কত দেখবো? একটা WiFi /hotspot এর রেঞ্জ কত ভাই? যে দূরত্ব, সেটা উনি ডাক দিলেই শুনতে পারবেন। এসব আবাল এপ্যস রিভিও বন্ধ করুন।
  4. HamidurLovely Contributor says:
    net connection jokhon lagbe taile ar ai apps ar dorkar ki?? FB/ whatsapp to asei????
    1. Silent Killer Author Post Creator says:
      net connection লাগবে না
  5. md zakir Contributor says:
    তাহলে তো এটা আর সেয়ারইট একি হইল শুধু কল করা ছাড়া ??
  6. Silent Killer Author Post Creator says:
    জি এটিও শেয়ার ইট এর মতোই Wifi নেটওয়ার্ক এ কাজ করে তবে এটিতে আপনি কল এবং মেসেজ করতে পারবেন।

Leave a Reply