আসসালামু আলাইকুম , আজকের
পোস্টটিতে আমি আপনাদের সাথে পাঁচটা মোবাইল অ্যাপের সাথে পরিচয় করে দিব, যে পাঁচটা মোবাইলে আমাদের ডেইলিফে অনেক কাজে লাগবে।
১। Taday Weather
আমরা অনেকেই play store এবং অ্যাপ স্টোরে একটা পারফেক্ট এবং ইউজার ফ্রেন্ডলি একটা ওয়েদার অ্যাপ খুঁজে থাকি। এক্ষেত্রে আমি বলব আপনারা এই অ্যাপটিকে ব্যবহার করতে পারেন।
এই অ্যাপের সাহায্যে আপনারা ওয়েদার জানতে পারবেন প্রতিদিন । আর আপনাকে নোটিফিকেশন দেওয়া হবে অবশ্য।
আর তাছাড়া আপনারা পূর্ব পাশ দেখতে পারবেন বাতাসের আদ্রতা শহ আরো অনেক ফিউচার এখানে পেয়ে যাবেন যেটা আমাদের ফোনে ডিফল্ট অবস্থায় থাকে না।
২। Pixelcut
আপনারা যারা অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে যারা হচ্ছে একটা এমন একটা অ্যাপ খুঁজছেন অনেকদিন থেকে যে এপ্লিকেশনের সাহায্যে আপনি গ্রাফিক্স ডিজাইন এর কাজ করবেন আপনি।
আপনারা যারা ই-কমার্স বিজনেস করেন, বা আপনাদের নিজেদের ছবিতে, ডিজাইন করতে চান মূলত ট্রাফিক্স ডিজাইনের যে বেসিক কাজগুলো।
যেটা আপনারা টেমপ্লেটের মাধ্যমে করতে চান তারা চাইলে এই অ্যাপটি ব্যবহার করে খুব সহজেই এই কাজগুলো করতে পারেন।
খুবই ইজিলি আপনারা এই টেমপ্লেটগুলো কাস্টমাইজ করে আপনারা এই ডিজাইন গুলো মেঘ করে নিতে পারেন, ঠিক আপনাদের নিজেদের মতো করে কাস্টমাইজেশন করে।
৩। Facebook Creator Studio
পরের অ্যাপ হচ্ছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। আপনারা যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করেন, তারা অবশ্যই এই অ্যাপটিকে ব্যবহার করবেন।
অনেকে হয়তো ভাই আপনার ব্যাপারে জানেন না আপনাদের একাধিক ফেসবুক পেজ রয়েছে, আপনার ফেসবুক অ্যাকাউন্টটি তে লগইন করলে আপনার পেজটা চলে আসবে।
দেন পেজের অ্যাক্সেস নিয়ে আপনি এখান থেকে পেজের কনটেন্ট গুলো আছে সেগুলো এনালাইস করতে পারবেন।
কত ভিউজ হলো কি কমেন্ট আসলো সবকিছুই আপনি ওই অ্যাপটি থেকে চেক করতে পারবেন। এছাড়াও এই অ্যাপটির সাহায্যে আপনি চাইলেই ভিডিও আপলোড করতে পারবেন।
এবং কমেন্ট সেকশন গুলো চেক করতে পারবেন, এবং মেসেজগুলোও এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন। যেটা ফেসবুকের মেইন অ্যাপ থেকে দেখা অনেকটাই ঝামেলা পূর্ণ মনে হয় অনেকের কাছে।
এর পাশাপাশি ভিডিও আপলোড করতে পারছেন, লাইভ করতে পারছেন, লাইক করতে পারছেন কমেন্ট করতে পারছেন এইসব সুবিধাগুলো তো রয়েছেই।
৪। VN Editor
এটা প্লে স্টোরে এবং অ্যাপ স্টোর অ্যাভেলেবল, আপনারা যারা সিনেমাটিক ভিডিও মেক করে থাকেন। বা এডিট করতে চান আপনাদের ফোনটিকে দিয়ে তাড়াতাড়ি আপনি কি ব্যবহার করতে পারেন।
এই অ্যাপ্লিকেশনে আপনার বিভিন্ন ধরনের লাট পেয়ে যাবেন। কাস্টম লাট আপনার এপ্লাই করতে পারবেন। পাশাপাশি যে ফিল্টার গুলো দেয়া আছে সেগুলো সত্যিই চমৎকার। বিশেষ করে সিনেমাটিক ভিডিও তৈরির ক্ষেত্রে।
পাশাপাশি এখানে কিছু টাইটেল এনিমেশন রয়েছে, যেগুলো আমরা নরমালি সিনেমাটো গ্রাফিকের ক্ষেত্রে বা সিনেমাটিক ভিডিওর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি।
আর এছাড়াও ট্রানজেকশন আপনার বিভিন্ন ইফেক্ট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন খুব ইজিলি।
৫। Nova Luncher
আপনারা যারা আপনাদের ফোনে কাস্টম লঞ্চার ব্যবহার করতে পছন্দ করেন, তারা এটাকে অবশ্যই ব্যবহার করতে পারেন।
অনেক পুরনো একটা অ্যাপ ,আর আপনারা যদি ইউটিউবে একটু সার্চ করেন যে নোভা লাঞ্চার সেটআপ দেন আপনার অসংখ্য ভিডিও পেয়ে যাবেন।
যেই ভিডিওগুলো দেখে খুব সহজেই আপনারা আপনাদের নিজেদের স্মার্ট ফোনে নভা লাঞ্জার সেটআপ করে নিতে পারেন খুবই সহজে।
তো গাইস এই ছিল আমাদের আজকের পোস্ট কোন অ্যাপটি আপনাদের কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।
আর আমার পোস্ট আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাইবেন কমেন্ট সেকশনে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে পোস্টটি শেয়ার করে দিতে পারেন আপনার ফেসবুক ফ্রেন্ডের কাছে।
আর লাইক দিয়ে উৎসাহিত করতেই পারেন। কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী পোস্টের অনুপ্রেরণা।
Contract Facebook: Click hereআজকের মত এখানে ই শেষ করছি আশা করছি খুব শিগগিরই নতুন কিছু নিয়ে হাজির হচ্ছি সেই পর্যন্ত সাথেই থাকুন ট্রিকবিডির ধন্যবাদ।❤️