প্রথমেই নিচ থেকে App টি ডাউনলোড করুন

Android: Play Store

iOS: এই App টার কোনো ios ভার্সন নেই, তবে অন্য কোনো কোম্পানির এমন কিছু থাকতে পারে, আমার জানা নেই।

এখন আমি নিচে ইন্ডিয়ান নায়িকা মাধুমিতা সরকার এর ইন্সটাগ্রাম প্রোফাইলের ১০০০+ ছবি ও ভিডিও ডাউনলোড করে দেখাচ্ছি। এটায় লিমিট নেই কোনো।

যাইহোক,

প্রথমে App টা ওপেন করুন এবং স্ক্রীনশট ফলো করুন।

এবার আপনার Account লগিন করুন।

বিঃদ্রঃ Account লগিন না করে যদি ডাউনলোড করতে চান, তাহলে কারো প্রোফাইলের সব ফটো ডাউনলোড করতে পারবেন না, লিমিটেশন থাকবে। আবার কারো প্রোফাইল যফি প্রাইভেট থাকে, তাহলে সেটার ছবি বা ভিডিও ডাউনলোড করতে পারবেন না। তাই Account লগিন করার রেকমেন্ড করি।

এবার এখানে আপনার নিউজ ফীড বা ফীড শো করবে। এখন যেকারো প্রোফাইলে ঢুকুন।
আপনি চাইলে সার্চ অপশন থেকে প্রোফাইল সার্চ করেও করতে পারেন। আমি সার্চ করে করলাম।

প্রথমে ডাউনলোড আইকনে ক্লিক করুন।

এবার নিচের দিকে স্ক্রোল করুন। মাঝে মাঝে স্ক্রোল করা থেমে গেলে ভাববেন লোড নিচ্ছে, তাই কয়েক সেকেন্ড অপেক্ষা করে আবার স্ক্রোল চালিয়ে যান।
স্ক্রোল করতে করতে যখন দেখবেন প্রোফাইলের শেষে চলে এসেছেন, তখন এই বাটনে ক্লিক করে সব গুলো মার্ক করুন।
এবার ডাউনলোড অপশনে ক্লিক করুন।

এরপর একটি এড শো করবে ৩০ সেকেন্ডের মতো। সেটা সম্পুর্ন দেখা শেষ হলে ডাউনলোড স্টার্ট হবে।

যেহেতু এটা ফ্রী এপ তাই এড শো করে।

দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে এবং ম্যাক্সিমাম স্পীড পাবেন।


অভিজ্ঞদের কাছে একটি অনুরোধ, এই এপ টার মোড ভার্সন বানিয়ে ফেলুন কেউ!

এপর্যন্তই।

18 thoughts on "[Hot Post] এক ক্লিকে যেকোনো ইন্সটাগ্রাম প্রোফাইল এর সকল ছবি ও ভিডিও ডাউনলোড করুন তাও High Resolution এ।"

  1. Avatar photo TAHER Author says:
    অসাধারণ পোস্ট ❤️
  2. mrfarhanisrak Levi Author says:
    এর চেয়ে আরও GB Instagram ভালো।কোনো অ্যাডস ও নেই।আরো অনেক ফিচার আছে।
    1. Avatar photo zerox Author says:
      Link ?
    2. mrfarhanisrak Levi Author says:
      GB Instagram এর লিংক?
    3. Avatar photo Ersiaa Author Post Creator says:
      এটা কি একই ডেভেলপারদের যারা GB Whatsapp বানিয়েছিল? তো এটা পোস্ট করলেই পারেন। ?
      আমার মতো অনেকেই জানতো না যে GB Instagram বলে কিছু আছে।
    4. mrfarhanisrak Levi Author says:
      হ্যাঁ GB Instagram,GB Whatsapp একই ডেভেলপার এর বানানো।(সম্ভবত কয়েকজন ডেভেলপার মিলে বানিয়েছেন,সঠিক জানি না।)আপনি পোস্ট করতে পারেন বিস্তারিত।
    5. mrfarhanisrak Levi Author says:
      GB Instagram এবং GB Whatsapp নিয়ে পোস্ট লিখা শুরু করে দিলাম।❤️
  3. Avatar photo Shakib Expert Author says:
    ok nice one
  4. Rajib Contributor says:
    Eto jamelar ki dorbkaar instander app use korle e hoi.
  5. Avatar photo Uzzal Mahamud Pro Author says:
    Website a kora jabe na.!
    1. Avatar photo Ersiaa Author Post Creator says:
      ওয়েব সাইটের জন্য আলাদা এপ আছে
    2. Avatar photo Uzzal Mahamud Pro Author says:
      Okk bro
  6. Avatar photo imriyad Contributor says:
    jat ta download kortam se social media ban khaise ?
    1. Avatar photo V Author Post Creator says:
      কে সেই সেলিব্রেটি? ? নাকি কোনো ইরোটিক ইনফ্লুয়েন্সার ?

Leave a Reply