শুরুতেই বলে রাখি,

এই অ্যাপ এ শুধু ইন্ডিয়ান কন্টেন্ট পাবেন। হিন্দি ডাবও ইন্ডিয়ান কন্টেন্টের আওতায় পড়ে। তাই, নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম এসবেও শুধু হিন্দি ডাব ও ইন্ডিয়ান সিরিজ বা মুভি গুলোই পাবেন।


App: Thop TV

Size: 42 MB

Version: 48.9.0

Link: Amazon Drive

MOD: আমি কোনো মোড খুজে পেলাম না এই অ্যাপ। হ্যা, খুজে পেয়েছি অনেক, কিন্তু সেগুলো ব্যবহার করা যায় না। আর এ অ্যাপ এ প্রচুর এড শো করে। প্রত্যেক পেজে ঢুকলে ১ টা করে এড শো করে যেটা ১-৫সেকেন্ড সময় নিবে। এইটুকু তো আমাদের ভুগতেই হবে। ?

সুবিধাঃ
সুবিধা অনেক আছে। আমি শুধু বলি যে আপনি এখানে কী কী পাবেন।
Netflix, Eros Now, Voot, HBO Max, Apple +, Amazon Prime, Hulu, Zee5, SonyLIV, ULLU, Alt Balaji ইত্যাদি আরো অনেক।
ইন্ডিয়ান যতো টিভি চ্যানেল আছে সব পাবেন। খেলাধুলা, খবর, মুভি, গান কিংবা কার্টুন।

অসুবিধাঃ
অ্যাপটি অপেন করলে অটোমেটিক ভিপিএন কানেক্ট হয়ে যাবে। যেটার ফলে আপনার মুল নেটওয়ার্ক এর থেকে একটু কম স্পীড পাবেন, কিন্তু আমার 8Mbps লাইনে স্মুথলি মুভি চালিয়েছি আমি।
এটার ইন্ডিয়ান ইউজার অনেক বেশি, অনেক অনেক বেশি। এজন্য সার্ভার মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। আবার মাঝে মাঝে ভিপিএন ই কানেক্ট হয় না ফলে অ্যাপ ওপেন হয় না। এমন সময়ে “app info” তে গিয়ে ডাটা ক্লিয়ার করে আবার ট্রাই করলে ঢুকতে পারবেন যদি কপাল ভালো থাকে।
আপনার নেটওয়ার্ক যদি দুর্বল থাকে তাহলে চালাতে পারবেন না।

এইতো,

এবার অ্যাপ এর স্ক্রীনশট ও প্রুফ দেখুন।



















এ পর্যন্তই।

ভালো থাকবেন। ☺️

18 thoughts on "ইন্ডিয়ান কন্টেন্ট ফ্রী তে দেখুন – Netflix, Amazon, Zee5, সহ Live TV এবং হিন্দি ডাব মুভি ও সিরিজ [Android]"

  1. Avatar photo Ashraful Author says:
    Onek age bebohar korechi.
    1. Avatar photo V Author Post Creator says:
      ওহ। গুড।
  2. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    ধন্যবাদ আপনাকে
  3. Avatar photo Mimsad Contributor says:
    download দেওয়া যায়?
    1. Avatar photo V Author Post Creator says:
      না। ডাউনলোড দেয়া যায় না।
  4. Avatar photo King Contributor says:
    Bro download korar jonnoo Kono 1ta apps den …na hole latest Bangla and Hindi series koi thake download kora jabe saita bolien. Pls.
    1. Avatar photo V Author Post Creator says:
      বাংলা সিরিজ/মুভি mlsbd তে পাবেন।
  5. Avatar photo Sajid Blue Author says:
    anime দেখা যয়,?
    1. Avatar photo V Author Post Creator says:
      না। এনিম যদি নেটফ্লিক্স, অ্যামাজন, ভুট ইত্যাদি তে এ কোনোদিন হিন্দি ডাব আসে, তাহলে দেখা যাবে।
  6. Avatar photo ইবু Contributor says:
    আমি ব্যবহার করি তবে প্রায় ই সার্ভার ডাউন হয়ে যায়
    1. Avatar photo V Author Post Creator says:
      হ্যা, সেটা তো আমি উল্লেখও করেছি যে কেন এমন হয়৷
  7. awrangojeb Contributor says:
    Hindi move download deya Jay Amon koyekti site er name bolen to
    1. Avatar photo V Author Post Creator says:
      Mlwbd, mlsbd, downloadhub etc
  8. Avi Jit Contributor says:
    Onno Apps Gular Moto Etar Nijessho Kono Website Nai?
  9. Avatar photo TAHER Author says:
    ভালো পোস্ট, ধন্যবাদ
  10. Avatar photo Pitholheart Contributor says:
    ওই এপ্স এ প্রচুর এডস
  11. eshat_alam Contributor says:
    Prochur buffer kore amr?. Alternative kichu ase?

Leave a Reply