প্রিয় ট্রিকবিডি পরিবার,
আজ আমি একটি অত্যন্ত আবেগময় মুহূর্তের সম্মুখীন। আমি এই লেখার মাধ্যমে আপনাদের জানাতে চাই যে, আমি ট্রিকবিডির অথোর পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
আমার এই যাত্রা শুরু হয়েছিল বেশ কিছু বছর আগে, যখন আমি প্রথম ট্রিকবিডিতে যোগদান করি। সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত, ট্রিকবিডি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এখানে আমি অনেক কিছু শিখেছি, অনেক নতুন বন্ধু বানিয়েছি এবং আমার দক্ষতাকে উন্নত করার সুযোগ পেয়েছি।
আমার এই পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে ব্যক্তিগত ও পেশাদার কারণে, আমি মনে করেছি যে নতুন সুযোগের জন্য কিছু জায়গা তৈরি করা প্রয়োজন। আমি বিশ্বাস করি, ট্রিকবিডির ভবিষ্যত উজ্জ্বল এবং এখানকার সমস্ত সদস্যের সঙ্গে আমি গর্বিত যে আমি তাদের সঙ্গে কাজ করেছি।
আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের দলের প্রতিটি সদস্যকে, যারা আমাকে সাহায্য করেছে এবং সমর্থন করেছে। আমাদের একসাথে করা কাজ এবং আপনারা যে সহযোগিতা প্রদান করেছেন, তা কখনোই ভুলে যাওয়ার মতো নয়।
আমি আশা করি যে, ট্রিকবিডি তার গতিশীলতা ও গুণগত মান বজায় রাখবে এবং ভবিষ্যতে আরো উচ্চতায় পৌঁছাবে। আমি সকলের জন্য সাফল্য ও শুভ কামনা জানাই।
শেষে, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে আবারো একত্র হওয়ার আশায় থাকছি।
বিদায় এবং শুভকামনা!
Tobe Google apps e sob save kore rakhe password
BitWarden Open Source, নির্ভয়ে ব্যবহার করা যাবে, নিরাপত্তা নিয়ে ২য়বার ভাবা লাগবে না।
আপনি এই বুদ্ধিমত্তা নিয়ে অথোর হন কিভাবে?
ওপেনসোর্স করায় প্রতিনিয়ত যারা প্রোগ্রামিং জানে, তারা যাচাই করতে পারে কোনো ব্যাকডোর রাখা হচ্ছে কিনা। সবাই তো আর চ_োর না যে ওপেনসোর্স এ চোটটম্ই করবে।
ওপেনসোর্সকে যে ঝুঁকিপূর্ণ বলে, তারমতো বদ্ধউনমাদ আর ২য়টা নাই!?
তাই ইউজ করার সময় এক্কেবারে নিশ্চিন্ত থাকা’টা বোকামি!
ওপেন সোর্স বলেন আর ক্লোজড সোর্স দুই জায়গাতেই সিকিউরিটি ইস্যু আছে!
দুইটার একটাও পুরোপুরি সিকিউর না!
তাই এসব নিয়ে অযথা তর্ক না করাই ভালো মনে করছি!
Comment এর মধ্য কাউকে অপমান করা, কটুক্তি করা এগুলা ভালো লক্ষন না ভাই। প্রথম থেকেই উনার Comment এ উল্টা-পাল্টা কথা বলে আসছেন। এটা বর্জন করুন।
আমি পোস্ট করবোই সব ওপেনসোর্স প্রোগ্রামগুলোকে নিয়েই। কেনো আমাদের উচিত ক্লোজড সোর্স ছেড়ে ওপেনসোর্সে পার হওয়া, সেটাও লিখে তুলে ধরবো।
আমি সামনের পরীক্ষার জন্যে এখন লেখালিখি শুরু করি নাই তবে সময় পেলেই লিখে পোস্ট করবো।
ইদানিং অথর হওয়ার জন্যে 3টা পোস্ট করলেই হয় দেখি, মানহীন পোস্টও Approve করে।
পাসওয়ার্ড ম্যানেজার দিয়েই প্রথম পোস্ট শুরু করতে পারি আবার ওপেনসোর্স vs ক্লোজড সোর্স নিয়েও পোস্ট করতে পারি।
ওনাকে কিছুই বলতাম না যদি না সে অবুঝ, মা_থা-মো=টা দের মতো ক্লোজড সোর্সকে মাথায় তুলে নিয়ে নাচানাচি করতো।
আরেকটু এড করি, ওপেন সোর্স মানে আপনি এক্সট্রা সিকিউরিটি চাইলে সোর্স কোড দেখে নিজেও বিল্ড করতে পারবেন। কিন্তু তার মানে এই না যে, যে কেউ মেইন এপ এর সোর্স এর চেঞ্জ করে ফেলতে পারবে। Author কে অনুরোধ করবো এ ব্যাপারে নিজের ধারণা স্পষ্ট করতে।