প্রিয় ট্রিকবিডি পরিবার,

আজ আমি একটি অত্যন্ত আবেগময় মুহূর্তের সম্মুখীন। আমি এই লেখার মাধ্যমে আপনাদের জানাতে চাই যে, আমি ট্রিকবিডির অথোর পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আমার এই যাত্রা শুরু হয়েছিল বেশ কিছু বছর আগে, যখন আমি প্রথম ট্রিকবিডিতে যোগদান করি। সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত, ট্রিকবিডি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এখানে আমি অনেক কিছু শিখেছি, অনেক নতুন বন্ধু বানিয়েছি এবং আমার দক্ষতাকে উন্নত করার সুযোগ পেয়েছি।

আমার এই পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে ব্যক্তিগত ও পেশাদার কারণে, আমি মনে করেছি যে নতুন সুযোগের জন্য কিছু জায়গা তৈরি করা প্রয়োজন। আমি বিশ্বাস করি, ট্রিকবিডির ভবিষ্যত উজ্জ্বল এবং এখানকার সমস্ত সদস্যের সঙ্গে আমি গর্বিত যে আমি তাদের সঙ্গে কাজ করেছি।

আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের দলের প্রতিটি সদস্যকে, যারা আমাকে সাহায্য করেছে এবং সমর্থন করেছে। আমাদের একসাথে করা কাজ এবং আপনারা যে সহযোগিতা প্রদান করেছেন, তা কখনোই ভুলে যাওয়ার মতো নয়।

আমি আশা করি যে, ট্রিকবিডি তার গতিশীলতা ও গুণগত মান বজায় রাখবে এবং ভবিষ্যতে আরো উচ্চতায় পৌঁছাবে। আমি সকলের জন্য সাফল্য ও শুভ কামনা জানাই।

শেষে, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে আবারো একত্র হওয়ার আশায় থাকছি।

বিদায় এবং শুভকামনা!

30 thoughts on "[Android App] Password ভুলে যাওয়ার আর কোনো চিন্তা নেই,আপনার সব Password সেভ হবে এক জায়গাতেই"

  1. JM Sujon Contributor says:
    কতটা নিরাপদ?
    1. Danger Rafi Author Post Creator says:
      কোনো রিস্ক নাই ভাই। ফুল ট্রাস্টেড,, অনেক দিন ধরে এই অ্যাপ সেবা দিয়ে আসছে।এদের ডেক্সটপ অ্যাপ ও আছে।
    2. Thunder-Wolf Contributor says:
      এর থেকে BitWarden বেশ নিরাপদ।
    1. Danger Rafi Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  2. Leo Nazmul Contributor says:
    Good Post
    Tobe Google apps e sob save kore rakhe password
    1. Thunder-Wolf Contributor says:
      শেয়ালের কাছে মুরগি রাখছেন আপনি।ওরাই তো বড় সমস্যা অনলাইনে নিরাপত্তা আর গোপনীয়তার বেলায়।
    2. Danger Rafi Author Post Creator says:
      ভাই গুগল সেভ করে রাখে কিন্তু Sync এর জন্য সেম একাউন্ট -ই লাগে। এটা এক জায়গায় সব পেয়ে যাবেন। আর সিকিউরিটি ও ভালো।
    1. Danger Rafi Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  3. Thunder-Wolf Contributor says:
    LastPass এর থেকে BitWarden বেশি ভালো, নিরাপদ ও বিশ্বস্ত। LastPass Closed Source জিনিস, ডাটার নিরাপত্তা নাই।

    BitWarden Open Source, নির্ভয়ে ব্যবহার করা যাবে, নিরাপত্তা নিয়ে ২য়বার ভাবা লাগবে না।

    1. Danger Rafi Author Post Creator says:
      ভাই আপনার কাছে যেটা ভালো লাগে সেটা ইউজ করেন।Open source গুলাতেই সমস্যা বেশি হয় কারণ সবার কাছে Source যানা থাকে।আর এরা নতুন কোনো কম্পানি নয়।একটু দেখে আসেন।অনেক দিন থেকেই এরা তাদের সার্ভিস দিয়ে আসছে।যদি প্রবলেম ই হত তাহলে বেশিদিন টিকে থাকতে পারতো না।।তবুও কমেন্ট এর জন্য ধন্যবাদ
    2. Thunder-Wolf Contributor says:
      আপনার মাথা ঠিক আছে? ওপেনসোর্স এ ঘাপলা করা এতোই সোজা লাগে আপনার কাছে?

      আপনি এই বুদ্ধিমত্তা নিয়ে অথোর হন কিভাবে?
      ওপেনসোর্স করায় প্রতিনিয়ত যারা প্রোগ্রামিং জানে, তারা যাচাই করতে পারে কোনো ব্যাকডোর রাখা হচ্ছে কিনা। সবাই তো আর চ_োর না যে ওপেনসোর্স এ চোটটম্ই করবে।

  4. MD Shakib Hasan Author says:
    নিরাপত্তা নিয়ে সন্দিহান
    1. Danger Rafi Author Post Creator says:
      ভাই নিরাপত্তা ভালো। চিন্তা করতে হবে না
  5. ধন্যবাদ। আমি আরেকটা এপ এড করতে চাই, Bitwarden – এটার ফ্রি প্ল্যান এ আরো বেশি সুবিধা আছে। আর এটা ওপেন সোর্স ও।
    1. Danger Rafi Author Post Creator says:
      ভাই আপনাকে ধন্যবাদ। আপনার সাজেশন টাও ভালো। কিন্তু ওপেন সোর্স হওয়ার কারণে একটু রিস্ক থেকেই যায়।কারণ যারা সোর্স বুঝে তারা অনেক কিছুই করতে পারে
    2. Thunder-Wolf Contributor says:
      নোমান ভাই, এইসব করপোরেট গদভগুলো অথোর হয় কেমনে বুঝলাম না।
      ওপেনসোর্সকে যে ঝুঁকিপূর্ণ বলে, তারমতো বদ্ধউনমাদ আর ২য়টা নাই!?
  6. Tushar Ahmed Author says:
    প্রকৃতপক্ষে এসব অ্যাপ এর সিকিউরিটি নিয়ে কেউ ই ১০০% গ্যারান্টি দিতে পারবেন না! সবসময় একটা সিকিউরিটি ইস্যু থাকবেই!
    তাই ইউজ করার সময় এক্কেবারে নিশ্চিন্ত থাকা’টা বোকামি!

    ওপেন সোর্স বলেন আর ক্লোজড সোর্স দুই জায়গাতেই সিকিউরিটি ইস্যু আছে!
    দুইটার একটাও পুরোপুরি সিকিউর না!
    তাই এসব নিয়ে অযথা তর্ক না করাই ভালো মনে করছি!

    1. Danger Rafi Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  7. MD Musabbir Kabir Ovi Author says:
    পরবর্তী সময় পার্সোনাল ডাটা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে?
    1. Danger Rafi Author Post Creator says:
      Vai result valo…
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      জানানোর জন্য ধন্যবাদ
  8. Shuvo Sutra Dhar Contributor says:
    @Thunder-Wolf ভাই, আপনার উচিৎ ছিলো, তর্ক না করে LastPass আর Bitwarden এর মধ্য Compare করে একটা নতুন পোস্ট করা। আপনার যদি Bitwarden অনেক ভালো লেগে থাকে আর Trusted মনে হয় তাহলে সেটা নিজে Risk নিয়ে Post করেন। এবং সেটাও Full Details নিয়ে।

    Comment এর মধ্য কাউকে অপমান করা, কটুক্তি করা এগুলা ভালো লক্ষন না ভাই। প্রথম থেকেই উনার Comment এ উল্টা-পাল্টা কথা বলে আসছেন। এটা বর্জন করুন।

    1. Danger Rafi Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
    2. Thunder-Wolf Contributor says:
      অবশ্যই ভাই, আমি পোস্ট করবো।
      আমি পোস্ট করবোই সব ওপেনসোর্স প্রোগ্রামগুলোকে নিয়েই। কেনো আমাদের উচিত ক্লোজড সোর্স ছেড়ে ওপেনসোর্সে পার হওয়া, সেটাও লিখে তুলে ধরবো।

      আমি সামনের পরীক্ষার জন্যে এখন লেখালিখি শুরু করি নাই তবে সময় পেলেই লিখে পোস্ট করবো।

      ইদানিং অথর হওয়ার জন্যে 3টা পোস্ট করলেই হয় দেখি, মানহীন পোস্টও Approve করে।

      পাসওয়ার্ড ম্যানেজার দিয়েই প্রথম পোস্ট শুরু করতে পারি আবার ওপেনসোর্স vs ক্লোজড সোর্স নিয়েও পোস্ট করতে পারি।

      ওনাকে কিছুই বলতাম না যদি না সে অবুঝ, মা_থা-মো=টা দের মতো ক্লোজড সোর্সকে মাথায় তুলে নিয়ে নাচানাচি করতো।

  9. MrNerd Contributor says:
    অনেকের কমেন্টের রিপ্লাইয়ে আপনাকে বলতে দেখলাম ওপেন সোর্স হওয়ায় রিস্ক বেশি এরকম কিছু বলতে।আপনার এই ধারণাটা ভুল ব্রো।ওপেন সোর্স হওয়ায় প্রোগ্রামিং জানা সকলেই চেক করতে পারে কোথাও কোনো ঝামেলাযুক্ত কোড লিখা আছে কিনা।এর মানে এই না যে, যে কেউ কোড চেঞ্জ করে সেটা ঐ অফিসিয়াল এপ্লিকেশনে অ্যাড করতে পারে।
    1. Thunder-Wolf Contributor says:
      সহমত ভাইজান, এইটাই আমি গতকাল থেকে বলে যাচ্ছি।
    2. সহমত ভাই।
      আরেকটু এড করি, ওপেন সোর্স মানে আপনি এক্সট্রা সিকিউরিটি চাইলে সোর্স কোড দেখে নিজেও বিল্ড করতে পারবেন। কিন্তু তার মানে এই না যে, যে কেউ মেইন এপ এর সোর্স এর চেঞ্জ করে ফেলতে পারবে। Author কে অনুরোধ করবো এ ব্যাপারে নিজের ধারণা স্পষ্ট করতে।

Leave a Reply