আসসালামু আলাইকুম 

কেমন আছেন সবাই, আশা করি ট্রিকবিডির সঙ্গে আপনারা সবাই ভাল আছেন ৷

আজ আমি একটি এপ্স নিয়ে আলোচনা করব তা হলো vCutter ৷

ভিকাটার এমন একটা অ্যাপস যেটার সাহায্যে আপনি খুবই দ্রুত যে কোন মুভি, ভিডিও, গান দ্রুত কাটিং করতে পারবেন ৷ 

কি বিশ্বাস হচ্ছে না এটাই সত্য মাত্র দু মিনিটে ২ জিবি ৫ জিবি এর থেকেও বড় বড় ভিডিও কাটিং করতে পারবেন ৷

ভিকাটার দিয়ে শুধু কাটিং নয় আরো অনেক কাজ করতে পারবেন ৷ 

যেমনঃ কাটিং ছাড়াও যে সকল কাজ করতে পারবেন তা হলো, Cut, Extract MP3, Effect, Merge, Rotate, Grab Frame, Output, Mute, Speed,Compress 

Cut: এই অপশন নিয়ে উপরে আলোচনা করা হয়ছে ৷ 

Extract mp3: এই প্রসের সাহায্যে যে কোন ভিডিও অডিও করা যাবে ৷

Effect: Effect এর সাহায্যে ভিডিওতে আলাদা আলাদা ইফেক্ট ব্যাবহার করা যাবে ৷

Merge: Merge দিয়ে একাধিক ভিডিও ক্লিপ এক সাথে তৈরী করতে পারবেন ৷

 

Rotate: Rotate দিয়ে ভিডিও ইচ্ছা মতো (90, 180, 270 degree) ঘুরিয়ে ফিরিয়ে সাজাতে পারবেন  ৷

Grab Frame: এই প্রসেজে গিয়ে যে কোন ভিডিওতে ফ্রেম লাগাতে পারবেন ৷

 

Output: এই অপশনে ভিডিও, অডিও, ছবি ও gif আউটপুটে পাবেন সহজেই ৷

Mute: ভিডিও থেকে সাউন্ড বন্ধ করতে পারবেন ৷

 

Speed: স্পিড বাড়াতে কমাতে পারবেন (2x, 4x, 6x, 8x, 10x) স্লো মোশন করতে পারবেন ৷

 

Compress: এই অপশন দিয়ে ভিডিও ফাইলের সাইজ বারাতে কমাতে পারবেন এবং কোয়ালিটি পরিবর্তন করতে পারবেন ৷

 

এপস ইনফুঃ

  • নামঃ Easily Video Cutter
  • সাইজঃ ২৭
  • রিলিস ২০১৪ 
  • 4.4 ভার্শনের উপরে সাপোর্ট হয় 
  • ডাওনলোড লিংকঃ Download Now

 

আজ এই প্রযুন্তই আজকের টপিক ভালো লাগলে কমেন্টস করুন
? ধন্যবাদ ৷

 

22 thoughts on "মাত্র ২ মিনিটে যেকোন ভিডিও কাটিং করুন খুব সহজেই"

  1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    এটা আগে থেকেই জানতাম
    1. Avatar photo Shamim Author Post Creator says:
      অন্যরা জানে না তাদের জন্য
    2. Avatar photo Ashraful Author says:
      Prai shobai jane.
  2. আর এই অ্যাপটি আমার কাছে আগে থেকেই আছে.কিন্তু ভালো করে জানতাম না যে কিভাবে এটা ব্যবহার করে।জানানোর জন্য ধন্যবাদ।
    1. Avatar photo Shamim Author Post Creator says:
      Wellcome
    2. আপনাকেউ ওয়েলকাম।
    3. mrfarhanisrak Levi Author says:
      আপনার কাছে আছে আর আপনি জানেন না এটার কাজ?কিসের জন্য ডাউনলোড করেছিলেন? মিথ্যা না বললে হয় না??
    4. @Levi অ্যাপ থাকলে কি হবে যদি ব্যবহারই না জানি,
    5. @Shamim আপনাকেউ ওয়েলকাম।
  3. Avatar photo $r@b0n99 Contributor says:
    App name Easy video cutter
    1. Avatar photo Shamim Author Post Creator says:
      G vaia
  4. Avatar photo Ashraful Author says:
    4-5 bosor age theke use kortam. Ekhon aar temon lage na.
    1. Avatar photo Shamim Author Post Creator says:
      Valo
  5. mrfarhanisrak Levi Author says:
    অ্যান্ড্রয়েডের জন্য তো আরো অনেক ভালো ভিডিও এডিটিং অ্যাপস রয়েছে।
    1. Avatar photo Shamim Author Post Creator says:
      Ase.. tobe segula edit korar jonno.. etar cut fast
    2. mrfarhanisrak Levi Author says:
      ওহ আচ্ছা।
  6. Avatar photo ishan Contributor says:
    আমি ২ বছর যাবৎ ইউজ করি, কিনতু একটা সমস্যা হয়;যেখান থেকে cut করি তার কয়েক সেকেন্ড আগে থেকে trim হয়।তাই আরো কোনো trimmer অ্যাপ আপনার কাছে থাকলে,বলবেন কি”আমি খুঁজতে খুঁজতে মাথা hang হয়ে গেছে??
    1. Avatar photo Shamim Author Post Creator says:
      Vn use korte paren…
  7. Avatar photo MD. Fahim Contributor says:
    এইটাই খুঁজছিলাম, সত্যিই অনেক ফাস্ট,
    আপনাকে ধন্যবাদ?

Leave a Reply