আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন।

এই পোস্টে এমন কিছু Apps আপনি দেখতে পারবেন যেগুলো আপনার এখন থেকেই ব্যবহার করা শুরু করে দেওয়া উচিত।

কেন সেটা সম্পূর্ণ পোস্ট পড়লেই বুঝতে পারবেন। কিছু কিছু Apps এমন থাকতে পারে এখানে যেগুলো আপনি আগে থেকেই জেনে থাকবেন। আবার কিছু এপস এমন থাকবে যেগুলো আপনি জানেন না।

যাদের জানা আছে তারা এড়িয়ে যান আর যারা জানে না তাদের জানার সুযোগ করে দিন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক।

(1) App Name : Word Counter

App Developer : Spains Labs

App Size : 11 MB

App released date : 19 April 2016

Required OS : Android 5.0 and Up

App Link : Playstore

আপনারা যারা পোস্ট বা আর্টিকেল লিখেন তাদের জন্যে এটা অনেক কাজের একটি এপ্লিকেশন। যারা স্টুডেন্টস বা অন্য কোনো পেশায় নিয়জিত আছেন তাদেরও উপকারে আসবে আশা করি।

নাম শুনেই বুঝতে পারছেন হয়তো এই এপ্লিকেশনটির কাজ কি। এই এপ্লিকেশনটির মাধ্যমে আপনারা ওয়ার্ড কাউন্ট করতে পারবেন আপনার আর্টিকেলের।

বেশি কিছু করতে হবে না। শুধু এপটি ইন্সটল করে ওপেন করুন। আপনার সম্পূর্ণ আর্টিকেলটি কপি করে এই এপে এসে পেস্ট করে দিন। এরপর আপনারা দেখতে পাবেন এখানে আপনার আর্টিকেলে কতগুলো Words, Characters, Characters (Space ছাড়া), Sentences আছে সব একসাথে এক সেকেন্ডের মধ্যে Count করে আপনাকে জানিয়ে দিবে।

আমি এ কাজের জন্য আগে ওয়েবসাইট ব্যবহার করতাম। কিন্তু যখন থেকে এই এপ্লিকেশনটিকে আমি খুজে পাই তখন থেকে আমার কাজটা আরো সহজ গিয়েছে বলে মনে করি।

আশা করছি আপনাদেরও কাজে দিবে। বিশেষ করে যারা Blog লিখেন বা ট্রিকবিডিতে পোস্ট করেন তাদের তো কাজে দিবেই।

 

এপ্লিকেশনটির কিছু স্ক্রিনশটসঃ

(2) App Name : Search Duplicate File

App Link : https://rexdl.com/android/search-duplicate-file-apk.html/

App Developer : NeedJava

App Size : 870 KB

App released date : 15 February 2015

Required OS : Android 5.0 and Up

এই এপ্লিকেশনটির কার্যকারিতা ব্যাপক। এর প্রধান কাজ হচ্ছে আপনার ডিভাইসের স্টোরেজে থাকা সব ডুপ্লিকেট ফাইল আপনি এক ক্লিকের মাধ্যমে স্ক্যান করে বের করতে পারবেন। এরপর আপনি সেগুলোকে এক এক করে বা সবগুলো একসাথে ডিলিট করতে পারবেন। তবে এখানে আপনি কিছু এক্সট্রা ফিচারসও পাবেন।

১) Filter এর মাধ্যমে আপনারা আলাদা আলাদা করে ফাইল স্ক্যান করতে পারবেন। যেমনঃ Image, Video, Audio, Apks, Document ইত্যাদি আলাদা আলাদা ভাবেই স্ক্যান করতে পারবেন।

২) Smart-Selector এর মাধ্যমে সবচেয়ে পুরাতন, সবচেয়ে নতুন, সবচেয়ে ছোট ফাইল নাম, সবচেয়ে বড় ফাইলনাম, সবচেয়ে ছোট ফাইলটির স্থান, সবচেয়ে বড় ফাইলটির স্থান এভাবে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে পারবেন।

৩) এখানে আপনারা Save Search Results এর Option পাবনে।

৪) Expand All এর Option পাবেন।

৫) চাইলে Compress and share ও করতে পারবেন।

৬) খালি ফোল্ডার গুলো এক এক করে বা একসাথে ডিলিট করতে পারবেন।

৭) Serial Number Files গুলো আলাদা ভাবে সার্চ করতে পারবেন।

৮) hash code files গুলোও সার্চ করতে পারবেন।

৯) Audio বা Video এর Duration অনুযায়ী সার্চ করতে পারবেন।

১০) EXIF IMAGE FILE গুলোও আলাদা ভাবে সার্চ করতে পারবেন।

১১) যে Image ফাইল গুলো incomplete সেগুলো আলাদাভাবে সার্চ করে বের করে ডিলিট করতে পারবেন।

১২) Resolution অনুযায়ী খুজে বের করতে পারবেন।

বুঝতেই পারছেন ছোট্ট একটি এপ্লিকেশনের মাধ্যমে অনেক বড় বড় কাজগুলো করতে পারবেন। পাওয়ারফুল একটি এপ্লিকেশন। তাই বুঝে ব্যবহার করবেন। না বুঝে ব্যবহার করে অনেক সময় জরুরী ফাইলগুলো ডিলিট করে দিতে পারেন নিজের অজান্তেই। তাই সাবধান থাকার কথা বলছি।

App টির কিছু স্ক্রিনশটসঃ

 

(3) App name : Split Cloud

App link : Playstore

App Developer : GDApps

App Size : 13 MB

App released date : 11 July, 2019

Required OS : Android 6.0 and Up

দুটি গানকে আলাদা করে একইসাথে শুনতে পারবেন এই App টির মাধ্যমে।

ইয়ারফোন ব্যবহারকারীদের জন্যে অত্যন্ত কাজের একটি এপ্লিকেশন এটি। কিভাবে কাজের সেটি একটি উদাহারনের মধ্যে দিয়ে বোঝাচ্ছি।

ধরুন আপনি আর আপনার বন্ধু একসাথে আছেন আর দুইজনের মিউজিক টেস্ট দুইধরনের হওয়ায় দুজন একইসাথে দুই ধরনের মিউজিক শুনতে চান কিন্তু ইয়ারফোন আপনাদের একটি।

আপনারা এই এপ্লিকেশনের মাধ্যমে দুই কানের দুই ইয়ারফোনে দুটি আলাদা গান একসাথে বাজাতে পারবেন। এতে আপনারা একই ইয়ারফোন একসাথে শেয়ার করে নিজেদের প্রয়োজন মিটিয়ে নিলেন আর ঝগড়ারও সৃষ্টি হলো না ?।

অথবা যারা একটু unique কিছু ভালোবাসেন তাদের জন্যেও এই এপ্লিকেশনটি কাজে লাগতে পারে। এটা নির্ভর করে সম্পূর্ণ আপনার নিজের উপর আপনি কিভাবে এটি ব্যবহার করছেন তার উপর।

যাই হোক, ইন্টারেস্টিং একটি App তাই ভাবলাম শেয়ার করি আপনাদের মাঝে।

বুঝার সুবিধার্থে স্ক্রিনশট দিয়ে দিলামঃ

 

(4) App name : Pedometer Step Counter

App link : Playstore

App Developer : Leap Fitness Group

App Size : 10 MB

App released date : 28 July, 2017

Required OS : Android 4.4 and Up

এই এপ্লিকেশনটি যারা প্রতিদিন হাটেন তাদের জন্যে অবশ্যই কাজে দিবে। আমি গত কয়েক বছর আগে থেকে এটা ব্যবহার করে আসছি। অনেক কাজে দিয়েছে তাই ভাবলাম শেয়ার করি।

এই এপ্লিকেশনের কাজ হলো আপনি কতগুলো Step হেটেছেন, কত দূরত্ব পর্যন্ত হেটেছেন,কতক্ষন সময় ধরে হাটছেন, কতটুকু ক্যালরি loose করেছেন ইত্যাদি এসব সম্বন্ধে আপনাকে জানানো।

তাই যারা নতুন হাটাহাটি শুরু করেছেন তাদের জন্যেও এটা কাজে দিবে। এমন অনেক এপ্লিকেশনই প্লেস্টোরে আছে। কিন্তু সবগুলোর মধ্যে এর ডাউনলোডের সংখ্যা বেশি। ৫০ মিলিয়ন+ বা ৫কোটিরও বেশি ডাউনলোড হয়েছে এই এপ্লিকেশন আর এর রেটিংও বেশ ভালো।

এর কিছু ফিচারের কথা বলি। ১)আপনাকে শুধু হাটাহাটিই না বরং এই App এ আপনি প্রতিদিন কত গ্লাস পানি খেলেন সেটাও Add করতে পারবেন।

২)আপনি চাইলে এখানে নির্দিষ্ট Goal set করে রাখতে পারবেন যে আপনি প্রতিদিন কতটুকু হাটবেন।

৩)তাছাড়া আপনি আপনার উচ্চতা ও ওজন সেভ করে প্রতিদিন কত ক্যালরি কমাতে পেরেছেন সেগুলোও track করে রাখতে পারবেন।

৪)Google Fit এর সাথেও connect করতে পারবেন।

৫)এছাড়াও এই App আপনাকে প্রতিদিন নিজে নিজেই সকালে বা যে সময়ে আপনি চান সে সময়ে আপনাকে reminder দিবে যে আপনার হাটার সময় হয়ে গিয়েছে। তাই ভুলার চান্স নেই।

৬) এই App এ বিভিন্ন achievements আছে যা আপনি নিজের mission হিসেবে নিয়ে বিভিন্ন goal set করে সেগুলো পূরন করতে পারবেন এবং বুঝতে পারবেন আপনি মোট কতগুলো step হেটেছেন, কতক্ষন সময় ধরে হেটেছেন, কতদিন ধরে হেটেছেন ইত্যাদি।

আরো অনেক ভালো ভালো ফিচার আছে। আপনারা নিজেরা ব্যবহার করলেই বুঝতে পারবেন।

বুঝার সুবিধার্থে স্ক্রিনশট দিয়ে দিলাম কিছুঃ

 

 

(05) App Name : Bottom Quick Settings

App link : Playstore

App Developer : Tom bayley

App Size : 3.6 MB

App released date : 3 November 2018

Required OS : Android 5.0 and Up

এই App টি অনেক Customization settings offer করে। আপনারা আপনাদের নিজের মতো করে App টিকে সাজিয়ে নিতে পারবেন। যেমনঃ

১) নোটিফিকেশন প্যানেলে কোন কোন Tools গুলো আপনার প্রয়োজন সেগুলো Add করে রাখতে পারবেন।

২) আপনি চাইলে নোটিফিকেশন প্যানেলে কোনো url বা কোনো App অথবা কোনো shortcut add করে রাখতে পারবেন।

৩) যাদের ফোন Root করা আছে তাদের জন্যে এক্সট্রা অনেক ফিচার এই এপ্লিকেশনে দেওয়া আছে।

৪) কিছু সুন্দর সুন্দর Theme ও Colour Change করারও Options রয়েছে।

৫) আপনি চাইলে Background blur ও করতে পারবেন।

৬) আপনি চাইলে নিজে নিজে সব Customize করতে পারবেন।

৭) আপনি চাইলে Notch এর মতো করে নিচে Battery percentage, সময়, wifi/data এগুলোর status bar এ enable করতে পারবেন। দেখলে সুন্দর দেখা যায়।

৮) আপনি যখন keyboard ব্যবহার করবেন তখন এটা hide ও করে রাখতে পারবেন

৯) চাইলে নোটিফিকেশন বার যেটা উপরে Default এ আছে সেটাকে Disable করে দিতে পারবেন। তবে এর জন্যে আপনার Device rooted হতে হবে।

১০) আপনি চাইলে icon গুলোকে ৬ ভাবে change করতে পারবেন।

এছাড়াও আরো অনেক ভালো ভালো customization settings আছে এই এপ্লিকেশনটিতে। আপনি এক এক করে নিজে নিজে দেখে নিতে পারেন।

যা যা বললাম সেগুলোর স্ক্রিনশটসঃ

তো এই ছিল ৫ টি Useful Apps এর ২য় পর্ব। আশা করছি এই এপ্লিকেশনগুলো আপনাদের কাজে দিবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।
ততক্ষনের জন্যে বিদায় ট্রিকবিডির সাথেই থাকুন।

ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।
THIS IS 4HS4N
LOGGING OUT….

5 thoughts on "৫ টি Helpful Android Apps যেগুলো আপনার এখন থেকেই ব্যবহার করা উচিত! (Part-2)"

  1. MD Musabbir Kabir Ovi Author says:
    জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ
  2. TAHER Author says:
    ভালো পোস্ট
    স্কিনশট গুলো ঠিক করে এড করিয়েন।
  3. Levi Author says:
    সুন্দর অ্যাপ রিভিউ।?

Leave a Reply